লেটেস্ট খবরবিনোদনভাইরাললাইফ স্টাইলরেসিপি

Zomato-Swiggy Delivery Charge: অনলাইনে বাড়িতে বসে খাবার অর্ডার দেওয়াটা দিন শেষ, প্রয়োজনের চেয়ে অতিরিক্ত চার্জ দাবি করছে ফুড ডেলিভারি অ্যাপগুলি

Published on:

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Zomato-Swiggy: সময় যত ডিজিটাল হচ্ছে, মানুষজন যেন তত আরো অনলাইন অ্যাপগুলির উপর বেশি নির্ভরশীল হয়ে পড়েছে। amazon, flipkart, zomato এর মত একাধিক অ্যাপ এর মাধ্যমে এখন বাড়ি বসেই জিনিসপত্র অর্ডার করে যায় খুব সহজে। তাই আর কেউ বাইরে বেরিয়ে কষ্ট করে কোন কিছু কিনতে যান না।

মুদিখানার জিনিস থেকে শুরু করে, ভাত ডালও পাওয়া যায় অনলাইনে। এই অনলাইন অ্যাপগুলি মানুষের দোরগোড়ায় পৌঁছে দিচ্ছে সবকিছু। বর্তমানে অনেকেই তো বাড়িতে বসে zomato , swiggy মতো অ্যাপ গুলি থেকে খাবার অর্ডার করে খান, সেখানে বিভিন্ন রেস্টুরেন্ট-এ নানারকম অফার থাকে। কিন্তু এবারে সেই সুবিধা দামি হতে চলেছে।

ফুড ডেলিভারি অ্যাপ হিসাবে যথেষ্ট জনপ্রিয় জোমাটো এবং সুইগি। এই অ্যাপগুলোর মাধ্যমে গ্রাহকেরা সস্তায় বিভিন্ন ধরনের খাবার অল্প সময়ের মধ্যেই পেয়ে যায়। কিন্তু এবারে এই অ্যাপগুলির ফি বাড়ানো হচ্ছে, যার ফলে চিন্তায় পড়েছেন সকল গ্রাহক। এই জনপ্রিয় অ্যাপগুলো একবারে তাদের ফি বাড়াচ্ছে প্রায় ২০ শতাংশ।

আগে এই প্ল্যাটফর্ম চার্জ ছিল মাত্র ৫ টাকা। প্রতি অর্ডার এই ফি এখন বেরিয়ে হবে ৬ টাকা। এই টাকা বৃদ্ধিই শতাংশের নিরিখে ২০ শতাংশ। যদিও দেশের সব জায়গায় এই ফি বাড়ানো হচ্ছে না। আপাতত জানা গিয়েছে দিল্লি এবং ব্যাঙ্গালোর শহরে এই ডেলিভারি ফি বাড়ানো হচ্ছে। দেশের অন্যান্য রাজ্যগুলোতে ডেলিভারি চার্জ ছাড়া রেস্তোরঁ চার্জ, জিএসটি এবং হ্যান্ডলিং চার্জ নেওয়া হবে এমনই সিদ্ধান্ত নিয়েছে সুইগি এবং জোমাটো।

WhatsApp Group Join Now

জোমাটো চলতি বছরের এপ্রিল মাসেই তাদের প্ল্যাটফর্ম ফি ২৫ শতাংশ বাড়িয়েছিল। এপ্রিল মাসে সেই ফি ২৫ শতাংশ বৃদ্ধি করার পর আরও বাড়িয়ে ৬ টাকা করা হল। Zomato প্রথম ২ টাকা করে নেওয়া শুরু হয়েছিল তারপরে অক্টোবর মাসে তা বেড়ে হয় ৩ টাকা। সেই টাকা বেড়ে দাঁড়ালো ৬ টাকা। তবে আপনি যদি জোমাটোর গোল্ড লয়্যালটি সদস্য হন তাহলে সেইসব গ্রাহকদের কোনরকম ডেলিভারি চার্জ দিতে হবে না। কিন্তু বৃদ্ধি হওয়া ৬ টাকা প্ল্যাটফর্ম ফি অবশ্যই দিতে হবে।

আরও পড়ুন: WBSEDCL: এবার গ্রাহকদের জন‍্য বড় আপডেট দিল WBSEDCL, বিদ‍্যুতের বিল নিয়ে মিলল বড় স্বস্তি

About Author
Ankana Chowdhury

নমস্কার আমার নাম অঙ্কনা চৌধুরী। আমি বিগত দু'বছর ধরে ডিজিটাল মিডিয়াতে কাজের সঙ্গে যুক্ত রয়েছি। এই দু বছরে আমি বিভিন্ন ধরনের বিষয়ের উপরে জেনারেল নিউজ লিখেছি। এবং বর্তমানে আমি অনেকটাই কাজ শিখে এই জেনারেল নিউজ লেখায় নিজেকে সাবলীল করে তুলেছি। এই কয়েক বছরে আমার অভিজ্ঞতা ভীষণই ভালো।