লেটেস্ট খবরবিনোদনভাইরাললাইফ স্টাইলরেসিপি

Digha: মাত্র ৪৫ টাকাতে দীঘা! জন্মাষ্টমীর ছুটিতেই ঘুরে আসুন বাঙালির গোয়া থেকে

Published on:

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Digha: ভ্রমণপ্রেমী মানুষের সব সময়ই প্রিয় একটি ঘুরতে যাওয়ার ডেস্টিনেশন হলো দীঘা (Digha)। একদিন বা দুদিনের ছুটিতে বন্ধুদের বা পরিবারকে নিয়ে সময় কাটানোর একদম পারফেক্ট জায়গা হল দীঘা সেখানে গিয়ে সমুদ্র সৈকতের আনন্দ, মোহনা দেখা ও সাইটসিন উপভোগ করে থাকেন ভ্রমণপ্রেমী মানুষ। তবে দীঘায় এখন প্রত্যেক ঋতু এবং সারা বছরই ভিড় দেখা যায় মানুষের। কারণ খুব কম খরচে এবং এক দুই দিনের জন্য ছুটি কাটানোর বেস্ট জায়গা হল দীঘা। যেখানে খুব কম করো সেই হোটেলও পাওয়া যায় এবং খাওয়া-দাওয়া হয়ে যায়।

তবে দীঘা (Digha) যাওয়ার জন্য ট্রেনের টিকিট কাটতে হবে অনেক আগে থেকে না হলে ওয়েটিং লিস্ট হয়ে যায়। তবে বর্তমানে দীঘা যাওয়ার জন্য একাধিক বাস রয়েছে নরমাল হোক বা এসি বাস সবই অ্যাভেলেবেল থাকে। তবে তবে যারা খুব কম খরচে দীঘা পৌঁছে যেতে চাইছেন তাদের জন্যই আজকের প্রতিবেদন। তাই আজকের প্রতিবেদনটি পুরোটা পড়ুন।

হাওড়া থেকে দীঘাগামী (Digha) ট্রেন বলতে শুধুমাত্র তাম্রলিপ্ত। যার টিকিট আপনাকে প্রায় ৪-৫ মাস আগে কেটে রাখতে হবে নাহলে আর পাওয়া যাবে না। সারাদিনে আর হাওড়া থেকে দীঘা পর্যন্ত কোনো ট্রেন ছাড়ে না হাওড়া থেকে তবে এক্সপ্রেস না হলেও লোকাল ট্রেনে খুব সহজেই এবং কম টাকায় দীঘা পৌঁছে যাওয়া যায়। সে ক্ষেত্রে দিঘা থেকে মেছেদা বা পাঁশকুড়া স্টেশন অব্দি ট্রেনে করে গিয়ে তারপর সেখান থেকে দীঘাগামী কোন ট্রেনে উঠলেই খুব সহজেই পৌঁছে দেওয়া যাবে দিঘা।

Digha
Digha

হাওড়া থেকে মেচেদা স্টেশন আসার জন্য লোকাল ট্রেনের ভাড়া ১৫ টাকা। আর মেচেদা থেকে দিঘাগামী লোকাল ট্রেনের ভাড়া মাত্র ৩০ টাকা। এইভাবে মাত্র ৪৫ টাকা খরচ করেই উইকেন্ডে ঘুরতে আসতে পারবেন সৈকত সুন্দরী দিঘায়। বলে রাখা ভালো প্রত্যেকদিন মেচেদা থেকে দিঘাগামী লোকাল ট্রেন ছাড়ে ৮:০২ মিনিটে।

WhatsApp Group Join Now

সময়ের সঙ্গে দীঘার (Digha) অনেক উন্নতি হয়েছে সরকারের উদ্যোগে অনেক নতুন পার্ক অনেক নতুন ঘোরার জায়গা নতুন করে তৈরি হয়েছে দীঘায়। এখন দিঘা যদি আপনি নিজস্ব গাড়ি নিয়ে যান তাহলে আপনি মারিন ড্রাইভেরও মজা নিতে পারবেন তার সাথে দীঘায় পুরীর আদলে জগন্নাথ মন্দিরও তৈরি হচ্ছে যেটা খুব তাড়াতাড়ি ভ্রমণকারীরা দর্শন করতে পারবেন। তাহলে এক কথায় উইকেন্ডে বা দু-একদিনের ছুটিতে পরিবারের সঙ্গে বা নিজের কাছের মানুষের সঙ্গে দীঘা একেবারে জমে যায়।

আরও পড়ুন: Weather Update: ঘন্টায় ৫০-৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস, দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ভারী বৃষ্টির সাথে সর্তকতা জারি

About Author
Adhrit Roy

বিগত প্রায় চার বছর ধরে ডিজিটাল মিডিয়ায় কাজের সঙ্গে যুক্ত। যেকোনো ধরণের জেনারেল নিউজ লেখায় পারদর্শী।