লেটেস্ট খবরবিনোদনভাইরাললাইফ স্টাইলরেসিপি

BSNL: জিও এয়ারটেল এর সিম ফেলে BSNL এর সিম নিচ্ছেন? জানেন আপনার এলাকায় কেমন পরিষেবা দেয় BSNL?

Published on:

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

BSNL: জিও, এয়ারটেল, ভোডাফোনের মত টেলিকম কোম্পানিগুলি নিজেদের রিচার্জ প্ল্যানের দাম বানানোর পর থেকে BSNL এর গ্রাহক সংখ্যা প্রতিদিন বাড়ছে। কয়েক হাজার মানুষ ইতিমধ্যেই BSNL সিম কিনেছেন। অথবা তাদের পুরনো সিম পোর্ট করিয়েছেন BSNL এ। যেখানে বেসরকারি টেলিকম কোম্পানিগুলি তাদের রিচার্জের প্ল্যান এর দাম প্রতিনিয়ত বাড়িয়ে চলছে সেখানে BSNL কম খরচে পরিষেবা দিয়ে চলেছে গ্রাহকদের। গবেষণা অনুযায়ী দেখা গিয়েছে ইতিমধ্যেই ২ লক্ষ মানুষ BSNL এর নতুন সিম কিনেছেন এবং ২ লক্ষ ৫০ হাজার মানুষ তাদের পুরনো সিম পোর্ট করেছে BSNL এ।

তবে BSNL এর খরচ কম হলেও তাদের পরিষেবা নিয়ে অনেক অভিযোগ রয়েছে গ্রাহকদের মধ্যে। তাদের ইন্টারনেট পরিষেবা খুবই স্লো, এছাড়াও কল ড্রপের সমস্যাও রয়েছে। তাই যেখানে BSNL এর টাওয়ার নেই সেখানে তো BSNL এর সিম কাজ করাই অসম্ভব। তাই আপনিও BSNL সিম নেওয়ার আগে একবার যাচাই করে নিন আপনার এলাকায় BSNL এর নেটওয়ার্ক কতটা ভালো কাজ করে।

➥ BSNL-এর নেটওয়ার্ক কভারেজ জানার জন্য রয়েছে বিশেষ একটি ওয়েবসাইট রয়েছে। ওই ওয়েব সাইটটির নাম হলো nperf.com। ওই ওয়েবসাইটের কভারেজ সেকশনে গিয়ে কান্ট্রি অপশন সিলেক্ট করতে হবে।

➥ তারপর মোবাইল সার্ভিস প্রোভাইডারে গিয়ে BSNL-এ সিলেক্ট করতে হবে। এরপর যে এলাকার কভারেজ চেক করতে চাইছেন সেই এলাকা টাইপ করলেই, টাওয়ার লোকেশন দেখা যাবে। সেখান থেকে আপনি চেক করে নিতে পারবেন আপনার এলাকার BSNL নেটওয়ার্ক ঠিক কতটা ভালো।

WhatsApp Group Join Now

➥ আসলে খুব শীঘ্রই সারা দেশের বিভিন্ন জায়গায় BSNL তাদের কয়েক লক্ষ টাওয়ার বসাতে চলেছে। ইতিমধ্যেই সেই কাজ শুরু হয়ে গিয়েছে। যদিও কলকাতা সহ বিভিন্ন শহরাঞ্চলে BSNL এর নেটওয়ার্ক কাজ করে। তবে কিছু কিছু এলাকায় BSNL এর টাওয়ার না থাকায় সেখানে BSNL এর কাজ করার গতি কম।

আরও পড়ুন: Post Office Recruitment 2024: এইবার বহুল শূন্যপদে পোস্ট অফিসে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি; মাধ্যমিক পাশেই মিলবে চাকরি; জানুন আবেদন পদ্ধতি

About Author
Ankana Chowdhury

নমস্কার আমার নাম অঙ্কনা চৌধুরী। আমি বিগত দু'বছর ধরে ডিজিটাল মিডিয়াতে কাজের সঙ্গে যুক্ত রয়েছি। এই দু বছরে আমি বিভিন্ন ধরনের বিষয়ের উপরে জেনারেল নিউজ লিখেছি। এবং বর্তমানে আমি অনেকটাই কাজ শিখে এই জেনারেল নিউজ লেখায় নিজেকে সাবলীল করে তুলেছি। এই কয়েক বছরে আমার অভিজ্ঞতা ভীষণই ভালো।