LPG Cylinder: বর্তমানে মুদ্রাস্ফীতি ও মূল্যবৃদ্ধির জেরে অতিষ্ঠ হয়ে উঠেছেন মধ্যবিত্ত শ্রেণীর মানুষরা। উত্তরোত্তর জিনিসের দাম বৃদ্ধি হয়ে চলেছে। জিনিসপত্রের দাম বৃদ্ধির সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে রান্নার গ্যাসের দামও। যার জেরে একপ্রকার নাজেহাল অবস্থা মধ্যবিত্ত শ্রেণীর। তবে এবার খুব কম দামেই এলপিজি সিলিন্ডার কিনতে পারবেন সাধারণ মানুষ।
সম্প্রতি রাজস্থান সরকারের তরফে একটি নতুন উদ্যোগ নেওয়া হয়েছে। যার অধীনে রেশন কার্ডধারীরা ৪৫০ টাকায় এলপিজি সিলিন্ডার কিনতে পারবেন। পূর্বে এই সুবিধাটি শুধুমাত্র প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার সুবিধাভোগী এবং বিপিএল কার্ডধারীদের জন্য থাকলেও এবার থেকে সাধারণ মানুষরাও এই সুবিধা উপভোগ করতে পারবেন।
মুদ্রাস্ফীতি ও অগ্নিমূল্যের বাজারে রাজ্যের দরিদ্র মানুষরা খাদ্য রান্না জ্বালানি কিনতে যাতে সমস্যার সম্মুখীন না হন সেই কারণে রাজস্থান সরকারের তরফে এই উদ্যোগ নেওয়া হয়েছে। ইতিমধ্যে রাজ্যের ১ কোটির বেশি পরিবার জাতীয় খাদ্য নিরাপত্তা আইনের অধীনে রয়েছে, যার মধ্যে ৩৭ লাখ পরিবারকে বিপিএল এবং উজ্জ্বলা প্রকল্পের আওতায় সস্তায় গ্যাস সিলিন্ডার প্রদান করা হচ্ছে।
রাজস্থান সরকারের তরফে জানানো হয়েছে যে, রেশন কার্ডধারীদের মাত্র ৪৫০ টাকায় গ্যাস সিলিন্ডার পাওয়ার আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। এর জন্য সুবিধাভোগীদের প্রথমে তাদের রেশন কার্ড এলপিজি আইডি (গ্যাস সংযোগ নম্বর) এর সাথে লিঙ্ক করতে হবে। লিঙ্কিং সম্পন্ন হলে, তারা গ্যাস সিলিন্ডারের জন্য আবেদন করতে পারবেন। এছাড়া, আবেদনকারীদের একটি আধার কার্ড, জন আধার কার্ড, গ্যাস ডায়রি (এলপিজি আইডি), এবং রেশন কার্ড প্রয়োজন হবে। আবেদনকারীরা তাদের নিকটস্থ রেশন দোকানে গিয়ে পয়েন্ট অফ সেল (POS) এর মাধ্যমে আবেদন জানাতে পারবেন। যদি মোবাইল নম্বর আধারের সঙ্গে সংযুক্ত থাকে, তবে OTP এর মাধ্যমে সিডিং করা যাবে। আর মোবাইল নম্বর না থাকলে ফিঙ্গার প্রিন্টের মাধ্যমে এই প্রক্রিয়া সম্পন্ন করা হবে।
মিলবে ভর্তুকির সুবিধাও:
এলপিজি সিলিন্ডারের জন্য উজ্জ্বলা প্রকল্পের আওতায় সরকারের ভর্তুকি দেওয়া হয়ে থাকে। এই প্রকল্পের সুবিধাভোগীরা প্রতি বছর ১২টি সিলিন্ডারের জন্য ৩০০ টাকা ভর্তুকি পেয়ে থাকেন। সরাসরি গ্রাহকদের ব্যাংক অ্যাকাউন্টে এই ভর্তুকির টাকা পাঠানো হয় এবং সাধারণত এটি ২ থেকে ৩ দিনের মধ্যে সম্পন্ন হয়ে থাকে। ভর্তুকির ক্ষেত্রে কোনো সমস্যা হলে ভোক্তা পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের ডিবিটিএল হেল্পলাইন নম্বরে যোগাযোগ করতে পারেন অথবা গ্যাস এজেন্সি ও ব্যাংক কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেও সমস্যার সমাধান করতে পারেন।
আরও পড়ুন: Ration Card: রেশন প্রকল্পের বড়ো খবর! চাল-গমের বরাদ্দে পরিবর্তন করলো সরকার