লেটেস্ট খবরবিনোদনভাইরাললাইফ স্টাইলরেসিপি

BSNL: জিও, এয়ারটেল কে টেক্কা দিতে BSNL নিয়ে আসলো তাদের ১৩ মাসের রিচার্জ প্ল্যান, দাম শুনলে আপনিও অবাক হবেন

Published on:

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

BSNL: বর্তমানে তিনটি বেসরকারি টেলিকম কোম্পানি অর্থাৎ জিও, এয়ারটেল, ভোডাফোন এবং একটি সরকারি টেলিকম কোম্পানি BSNL এর সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াই চলছে। চলতি মাসের ৩ তারিখ থেকে বেসরকারি টেলিকম কোম্পানিগুলি নিজেদের রিচার্জ প্ল্যান এর দাম বাড়িয়ে দেওয়ার ফলে বেশ অনেকটাই ক্ষুব্ধ হয়ে আছেন আমজনতা।

তাইতো অনেকেই জিও এয়ারটেল এর মত সিম ছেড়ে BSNL এর সিম কিনছেন। বলা যায় বাধ্য হয়ে অনেকে ওই সিমগুলো ত্যাগ করেছেন। কারণ প্রতি মাসে এত টাকা রিচার্জ করা সাধারণ মানুষের পক্ষে সব সময় সম্ভব নয়। সম্প্রতি BSNL তাদের একটি দুর্দান্ত রিচার্জ প্ল্যান এনেছে ১৩ মাসের। যা এর আগে কোন টেলিকম কোম্পানি আনেনি বাজারে।

সবকটি টেলিকম কোম্পানির রিচার্জ প্ল্যান ২৮ দিন থেকে শুরু করে ৩৬৫ দিনের আছে। তার দাম একেক রকম। আবার তাদের বৈশিষ্ট্য এক এক রকম। কোনোটি ১ জিবি ডেটার কোনটি ১.৫ জিবি আবার কোন ২ জিবি ডেটা এর। তাছাড়াও বেশি ডেটাও রিচার্জ প্ল্যান রয়েছে বাজারে। তবে এসবের মধ্যে BSNL কি সত্যিই সবচেয়ে সস্তা? চলুন দেখে নেওয়া যাক।

যদি জিওতে গোটা বছরের রিচার্জ করতে চান তাহলে নূন্যতম ১৮৯৯ টাকা লাগবে। যেটা আনলিমিটেড কলিং, ৩৬০০ এসএমএস আর মোট ২৪ জিবি ডেটা পাওয়া যাবে। আর যদি প্রতিদিন ২.৫ জিবি ইন্টারনেট আনলিমিটেড ৫জি ও বাকি সমস্ত সুবিধা থাকে তাহলে ৩৫৯৯ টাকা খরচ হবে। এয়ারটেলেরও এক বছরের বেশ কিছু প্ল্যান রয়েছে। যার মধ্যে ১৯৯৯ টাকার রিচার্জে আনলিমিটেড কলিং, প্রতিদিন ১০০ এসএমএস ও ২৪ জিবি ডেটা পাওয়া যাবে।

WhatsApp Group Join Now

তবে যদি ২.৫ জিবি হাইস্পীড ডেটা প্রতিদিন পেতে চান তাহলে ৩৫৯৯ টাকা খরচ করতে হবে। আবার ভোডাফোনের ক্ষেত্রে এক বছরের রিচার্জ করতে চান তাহলে কম করে ১৯৯৯ টাকার রিচার্জ করতে হবে। এই প্ল্যানে আনলিমিটেড কলিং, ৩৬০০ এসএমএস ও ২৪জিবি ডেটা পাওয়া যাবে। তবে যদি ৮৫০ জিবি ডেটা পেতে চান তবে ৩৫৯৯ টাকার রিচার্জ করতে হবে। যাতে আনলিমিটেড কলিং ও এসএমএস পাওয়া যাবে।

তবে এই সমস্ত প্ল্যানের থেকে একেবারে অন্যরকম প্ল্যান রয়েছে BSNL এর কাছে। BSNL নিয়ে এসেছে ১৩ মাসের একটি দুর্দান্ত প্ল্যান। মাত্র ২৩৯৯ টাকা রিচার্জ করলেই প্রতিদিন ২ জিবি ডেটা, আনলিমিটেড কলিং থেকে রোজ ১০০ SMS পাওয়া যাবে। তবে বর্তমানে BSNL এর পরিষেবা নিয়ে অনেকেরই অনেক অভিযোগ রয়েছে।

আরও পড়ুন: Today’s Gold Rate: আজ লক্ষীবারে কতটা কেমন দাম রয়েছে সোনা রুপার? চলুন জেনে নেওয়া যাক

BSNL এর ইন্টারনেট স্লো, কল ড্রপের সমস্যা রয়েছে। কিন্তু এই সমস্ত সমস্যার সমাধান করছে কোম্পানি। ইতিমধ্যে বহু জায়গায় BSNL-এর 4g পরিষেবা শুরু হয়ে গিয়েছে। খুব তাড়াতাড়ি গোটা দেশের বিভিন্ন কোনায় কোনায় ছড়িয়ে পড়বে BSNL এর দুর্দান্ত পরিষেবা।

About Author
Ankana Chowdhury

নমস্কার আমার নাম অঙ্কনা চৌধুরী। আমি বিগত দু'বছর ধরে ডিজিটাল মিডিয়াতে কাজের সঙ্গে যুক্ত রয়েছি। এই দু বছরে আমি বিভিন্ন ধরনের বিষয়ের উপরে জেনারেল নিউজ লিখেছি। এবং বর্তমানে আমি অনেকটাই কাজ শিখে এই জেনারেল নিউজ লেখায় নিজেকে সাবলীল করে তুলেছি। এই কয়েক বছরে আমার অভিজ্ঞতা ভীষণই ভালো।