লেটেস্ট খবর বিনোদন অফবিট রাশিফল পশ্চিমবঙ্গ ভারত খেলা চাকরি টাকা পয়সা টেক আবহাওয়া পলিসি

Government Employees: ৮ ঘণ্টা নয়, এবার ৬ ঘণ্টা ডিউটি! কোন সরকারি কর্মীদের জন্য এল নবান্নের বিশেষ ঘোষণা?

Published on:

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Government Employees: বসন্তের মাঝেই চরম গরম! সাধারণত এপ্রিল-মে মাসে রাজ্যে (West Bengal) তাপপ্রবাহ (Heatwave) শুরু হলেও এবার মার্চের মাঝামাঝিতেই পারদ চড়তে শুরু করেছে। দক্ষিণবঙ্গের (South Bengal) একাধিক জেলায় ইতিমধ্যেই তাপমাত্রা ৪০ ডিগ্রি ছুঁয়েছে। দুপুরবেলা রাস্তায় বেরোনো কার্যত অসম্ভব হয়ে উঠছে। প্রখর রোদে জনজীবন বিপর্যস্ত। কলকাতা (Kolkata) সহ বিভিন্ন জেলায় তীব্র গরমের কারণে স্কুল-কলেজের সময়সূচি বদলানো হয়েছে, এবার সরকারি কর্মীদের (Government Employees) ক্ষেত্রেও নয়া সিদ্ধান্ত নিল নবান্ন (Nabanna)।

দীর্ঘক্ষণ রোদে কাজ করা কঠিন

শুধু অফিসে বসে কাজ করলেই দায়িত্ব শেষ হয়ে যায় না। সরকারি চাকরির (Government Job) অনেক ক্ষেত্রেই মাঠে নেমে কাজ করতে হয়। রোদ, বৃষ্টি, ঠান্ডা উপেক্ষা করেই দায়িত্ব সামলাতে হয় বহু কর্মীকে। বিশেষ করে পুলিশ (Police), স্বাস্থ্য (Health), পরিবহণ (Transport) ও পুরসভা (Municipality) কর্মীদের রাস্তায় নেমেই কাজ করতে হয়। কিন্তু যখন তাপমাত্রা চরমে পৌঁছায়, তখন এই কাজ আরও কঠিন হয়ে পড়ে। সেকারণেই এবার কর্মীদের (Government Employees) কথা ভেবে বড় ঘোষণা করল রাজ্য সরকার।

৮ ঘণ্টার বদলে ৬ ঘণ্টা ডিউটি! কারা পাবেন সুবিধা?

নবান্নের (Nabanna) নতুন নির্দেশ অনুযায়ী, কয়েক হাজার সরকারি কর্মীর দৈনিক কাজের সময় ৮ ঘণ্টা থেকে কমিয়ে ৬ ঘণ্টা করা হয়েছে। বিশেষ করে যাঁরা ফিল্ড ওয়ার্ক (Field Work) করেন, তাঁদের জন্যই এই সুবিধা দেওয়া হয়েছে। রাজ্যের ট্রাফিক পুলিশ (Traffic Police) কর্মীদের জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, কারণ দিনের পর দিন চরম গরমে রাস্তায় দাঁড়িয়ে কাজ করা অত্যন্ত কঠিন হয়ে যাচ্ছে। এছাড়া পুরসভা (Municipality) এবং স্বাস্থ্য দফতরের (Health Department) কিছু কর্মীও এই সুবিধার আওতায় আসবেন।

কীভাবে বদলাবে কর্মীদের সময়সূচি?

সরকারি নির্দেশ অনুযায়ী, ট্রাফিক পুলিশের কর্মীদের শিফট (Shift) বদল করা হবে। এখন থেকে তাঁরা দিনে ৬ ঘণ্টা ডিউটি করবেন। অর্থাৎ, আগের তুলনায় ২ ঘণ্টা কম কাজ করতে হবে। এর ফলে তাঁদের স্বাস্থ্যের উপর চাপ কমবে এবং তাঁরা আরও সতর্কভাবে দায়িত্ব পালন করতে পারবেন। পাশাপাশি, স্বাস্থ্য দফতরের কর্মীদের ক্ষেত্রেও সময়সূচিতে পরিবর্তন আনা হতে পারে বলে জানা যাচ্ছে।

গরমের হাত থেকে রেহাই, স্বস্তিতে কর্মীরা

রাজ্যের সিদ্ধান্তে খুশি ট্রাফিক পুলিশ কর্মীরা। এক কর্মী জানান, “প্রখর রোদে দিনের পর দিন ডিউটি করতে হয়। অনেক সময় গরমে অসুস্থ হয়ে পড়ি। এবার সরকারের এই সিদ্ধান্ত আমাদের জন্য সত্যিই স্বস্তির।” সাধারণ মানুষও মনে করছেন, এই সিদ্ধান্ত একদম সঠিক। কারণ কর্মীদের সুস্থতা বজায় থাকলে পরিষেবার মানও ভালো হবে। যদিও এই সুবিধা অন্য সরকারি দফতরের কর্মীরা পাবেন কি না, তা এখনও স্পষ্ট নয়। তবে বর্তমান পরিস্থিতি বিচার করে সরকার ভবিষ্যতে আরও বড় সিদ্ধান্ত নিতে পারে বলে অনুমান করা হচ্ছে।

আরও পড়ুন। Bank Holidays: এপ্রিল থেকে ব্যাংকের সময় বদল? সপ্তাহে মাত্র ৫ দিন খোলা থাকবে, জানুন বিস্তারিত!

About Author