Ekchokho.com 🇮🇳

SSC Recruitment Scam: শীর্ষ আদালতের রায় চাকরি-হারা প্রায় ২৬,০০০! কী প্রভাব পড়বে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের খাতায়? জানুন বিস্তারিত

Published on:

SSC Recruitment Scam
WhatsApp Group Join Now
Telegram Group Join Now

SSC Recruitment Scam: বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের রায়ে ২০১৬ সালের এসএসসি (SSC Recruitment Scam) প্যানেল বাতিলের পর চাকরি গিয়েছে প্রায় ২৬,০০০ শিক্ষক ও শিক্ষাকর্মীর। প্রধান বিচারপতি সঞ্জীব খান্না (CJI Sanjiv Khanna) ও বিচারপতি সঞ্জয় কুমারের ডিভিশন বেঞ্চের রায়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এদিকে এই সকল চাকরিহারা শিক্ষক-শিক্ষিকাদের মধ্যে এমন অনেকে রয়েছেন যাঁরা ২০২৫ সালের মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক পরীক্ষার খাতা দেখার দায়িত্বে রয়েছেন। এখন চাকরি বাতিলের রায়ের পর সেসব ‘খাতা দেখা’র কী হবে সেই নিয়ে প্রশ্ন উঠেছে।

শীর্ষ আদালতের রায়ে বাতিল ২৫,৭৫৩ চাকরি! (SSC Recruitment Scam)

২০২৫ সালের মাধ্যমিক শেষ হয়েছে বেশ অনেক আগেই। মূল্যায়নের প্রক্রিয়াও প্রায় শেষের দিকে। মাধ্যমিক পরীক্ষার্থীদের উত্তরপত্র মূল্যায়নের পর শিক্ষক-শিক্ষিকারা তা পর্ষদের নানান আঞ্চলিক অফিসে জমা করে দিয়েছেন। আর এর মধ্যেই সামনে এসেছে সুপ্রিম কোর্টের রায়। একটি কলমের আঁচড়ে চাকরিহারা ২৬,০০০ শিক্ষক ও শিক্ষাকর্মী। তবে রায়ের প্রভাব মাধ্যমিকের উত্তরপত্র মূল্যায়নের ওপরেও কি বর্তাবে? এই নিয়েই বেশ চিন্তিত সকলে।

মধ্যশিক্ষা পর্ষদের (WBBSE) তরফে জানানো হয়েছে যে, মাধ্যমিক পরীক্ষার উত্তরপত্রের ওপর সুপ্রিম কোর্টের রায় সেই অর্থে প্রভাব ফেলবে না। সূত্রের খবর, এই মুহূর্তে খাতা মূল্যায়নের প্রধান পরীক্ষকরা স্ক্রুটিনির কাজ করছেন।

এদিকে ২০১৬ সালের এসএসসির (SSC Recruitment Scam) প্যানেলে চাকরি পাওয়া বহু শিক্ষক চলতি বছর মাধ্যমিক পরীক্ষার উত্তরপত্র দেখেছেন। তবে সেই খাতা জমা পড়ে যাওয়ায় আপাতত কোনও অসুবিধার সম্মুখীন হতে হবেনা। তবে সুপ্রিম কোর্টের রায়ের পর উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের তরফে নানা জেলা থেকে রিপোর্ট চাওয়া হয়েছে বলে সূত্রের খবর।

অন্যান্যবারের মতো এই বছরেও মাধ্যমিকের পরই উচ্চমাধ্যমিকের ফলাফল প্রকাশিত হবে। ২০১৬ সালের চাকরি প্যানেল থেকে কতজন শিক্ষক-শিক্ষিকা ২০২৫ সালের উচ্চমাধ্যমিকের উত্তরপত্র মূল্যায়ন করেছেন তা জানতে এদিন সুপ্রিম কোর্টের রায়ের পর উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ (WBCHSE) নানা জেলা থেকে এই রিপোর্ট চেয়েছে।

কী প্রভাব পড়বে উচ্চমাধ্যমিকের (Higher Secondary) খাতায়?

২০১৬ সালের এসএসসি-তে চাকরি পাওয়া বহু শিক্ষক উচ্চমাধ্যমিকের (Higher Secondary) খাতা দেখেছেন। আপাতত সেগুলির কী হবে? এই নিয়ে নিয়ে শুক্রবার বৈঠক আয়োজন করবেন উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। এই বিষয়ে তারা জানিয়েছেন, আগামী ২ থেকে ৩ দিনের মধ্যে সিদ্ধান্ত গৃহীত হবে।

মনে করা হচ্ছে, এই ঘটনার ফলে ২০১৬ সালের আগে চাকরি পাওয়া শিক্ষকদের ওপর অতিরিক্ত খাতা দেখার দায়িত্ব বর্তাবে। তবে এই প্রক্রিয়া কীভাবে এগোবে তা নিয়ে আগামীকাল বৈঠকে আলোচনা করা হবে বলে মনে করা হচ্ছে।

এদিকে ২০১৬ সালের এসএসসির (SSC Recruitment Scam) প্রসঙ্গে বলতে গেলে, গত বছর কলকাতা হাইকোর্ট সম্পূর্ণ প্যানেল বাতিল করেছিল। পরবর্তীতে সেই কেস উঠেছিল সুপ্রিম কোর্টে। এতদিন এই কেসের কোনো মীমাংসা হয়নি। আজ উচ্চ আদালতের রায়কে মান্যতা দিয়ে ২৫,৭৫৩ জনের চাকরি বাতিলের নির্দেশ দেওয়া হয়েছে সুপ্রিম কোর্টের তরফে।

আরও পড়ুন: SSC Scam: আমাদের কী দোষ? দায় নিতে হবে রাজ্যকেই! প্যানেল বাতিলের পর বিক্ষোভের সুর চাকরিহারাদের গলায়