Ekchokho.com 🇮🇳

Ram Navami 2025: রাম নবমী কেন পালন করা হয়? অনেকেই জানেন না এর আসল কারণ!

Updated on:

Ram Navami
WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Ram Navami 2025: শুধু ধর্মীয় উৎসব (Religious Festival) বললেই কম বলা হয়। রামনবমী (Ram Navami) যেন এক আবেগ, এক বিশ্বাস, এক ভরসার নাম। ছোটবেলা থেকে শুনে আসা সেই ‘জয় শ্রীরাম’ (Jai Shree Ram) ধ্বনি, রামায়ণের (Ramayan) গল্প, রাম-সীতার (Ram-Sita) আদর্শ জীবন আমাদের মনে বিশেষ ছাপ ফেলে। এই দিনে মা-বাবার সঙ্গে মন্দিরে যাওয়া, প্রসাদ খাওয়া কিংবা টিভিতে রামায়ণ দেখার স্মৃতি আজও বহু মানুষের মনে গেঁথে আছে।

জীবনের প্রতিটি কঠিন মুহূর্তে ভরসা শ্রী রাম (Lord Ram)

যখনই জীবনে বিপদ আসে, যখনই মনে হয় সব কিছু শেষ, তখনই মনের ভিতর থেকে উঠে আসে ‘জয় শ্রীরাম’ (Jai Shree Ram)। কারণ শ্রী রাম (Lord Ram) আমাদের শেখান ধৈর্য, সাহস ও সত্যের পথে এগিয়ে চলার বার্তা। তাই এই রামনবমী (Ram Navami 2025) কেবল উৎসব নয়, বরং আত্মবিশ্বাস ফেরানোর দিনও বটে। কিন্তু জানেন কি, ঠিক কবে, কখন, কীভাবে পালন করা হয় এই রামনবমী? কেনই বা এত মহত্ব রয়েছে এই দিনের?

কবে পড়েছে রামনবমী ২০২৫ (Ram Navami 2025 Date)?

এবার সেই প্রশ্নের উত্তর খুঁজতেই আগ্রহী বহু মানুষ। ২০২৫ সালে রামনবমী (Ram Navami 2025) পড়েছে ৬ এপ্রিল, রবিবার (Sunday)। নবমী তিথি (Navami Tithi) শুরু হচ্ছে ৫ এপ্রিল, রাত ১টা ২৩ মিনিটে এবং শেষ হবে ৬ এপ্রিল, রাত ৩টা ১৪ মিনিটে।

পুজোর শুভ মুহূর্ত (Ram Navami Puja Muhurat) –

৬ এপ্রিল দুপুর ১১টা ৫৫ মিনিট থেকে ১টা ৩২ মিনিট পর্যন্ত রাম পুজো (Ram Puja) করার সবচেয়ে ভাল সময় বলে মনে করা হয়।

রামনবমীর (Ram Navami Celebration) পেছনের পৌরাণিক কাহিনি

বিশ্বাস করা হয়, এই দিনই ত্রেতা যুগে (Treta Yug) অযোধ্যার (Ayodhya) রাজা দশরথের (King Dasharatha) ঘরে জন্ম নিয়েছিলেন বিষ্ণুর (Lord Vishnu) সপ্তম অবতার শ্রী রাম (Shree Ram)। অশুভ শক্তির বিনাশ এবং ধর্মের প্রতিষ্ঠা করার জন্যই এই অবতার গ্রহণ। রামনবমীর দিন বাড়িতে রামায়ণ পাঠ (Ramayan Path), রাম নাম সংকীর্তন (Ram Naam Sankirtan), উপবাস (Ram Navami Vrat), রাম জন্ম নাটক (Ramlila) এবং প্রসাদ বিতরণের (Prasad Distribution) রীতি চলে।

বিশেষ নিয়ম 
  • রাম জন্মের মুহূর্তে জলভরা কলসে (Kalash) শ্রী রামের প্রতিমা বা ছবি স্নান করানো হয়
  • বাড়িতে কুমারী পুজো (Kumari Puja) করা হয়
  • রাম মন্দির (Ram Temple) বা অযোধ্যা দর্শনের (Ayodhya Visit) রীতি রয়েছে

রামনবমী ২০২৫ (Ram Navami 2025) কেন এত গুরুত্বপূর্ণ?

শ্রী রাম (Shree Ram) আমাদের জীবনে এক আদর্শ (Ideal) চরিত্র। বিশ্বাস করা হয়, এই দিনে পুজো করলে জীবনে সুখ (Happiness), শান্তি (Peace), সৌভাগ্য (Fortune) ও সাফল্য (Success) আসে। তবে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হল – এই বছর রবিবার (Sunday) পড়ায় রামনবমীর (Ram Navami) মাহাত্ম্য আরও বেড়ে গিয়েছে।

“জয় শ্রীরাম” (Jai Shree Ram) ধ্বনিতে এবার গর্জে উঠবে গোটা ভারত

সত্য, ন্যায়, ধর্ম ও আদর্শের উৎসব রামনবমী (Ram Navami 2025)। কেবল এক দিনের পুজো নয়, এই দিন যেন জীবনের কঠিন পথ চলার অনুপ্রেরণা। তাই আসুন, ২০২৫ সালের ৬ এপ্রিল (6th April 2025), রবিবার (Sunday), সকলে মিলে স্মরণ করি শ্রী রামের আদর্শ জীবনকে।

আরও পড়ুন: Ram Navami Special Rashifal: রাম নবমীতে সৌভাগ্যের জোয়ার! আজকের দিনটি দুর্দান্ত কাটবে এই ৩ রাশির জন্য, ৬ এপ্রিল রাশিফল