লেটেস্ট খবরবিনোদনভাইরাললাইফ স্টাইলরেসিপি

Monalisa Pal Sarkar: একসময়ের জনপ্রিয় অভিনেত্রীকে আজ আর দেখা যায় না টেলিভিশনের পর্দায়, হঠাৎ কোথায় চলে গেলেন মোনালিসা?

Published on:

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Monalisa Pal Sarkar: একসময় টেলিভিশনের পর্দার জনপ্রিয় মুখ মোনালিসা পাল সরকার (Monalisa Pal Sarkar), যাকে আজ থেকে কয়েক বছর আগে টিভির পর্দা খুললেই রোজ সকালে দেখা যেতো। তাকে দেখা যেতো সঙ্গীত বাংলার জনপ্রিয় টিভি শো ‘হাওড়া ব্রিজে’। সেখান থেকেই জনপ্রিয়তা পেয়ে একের পর এক ধারাবাহিক এবং সিনেমায় অভিনয় করতে দেখা যায় তাকে।

কিন্তু জনপ্রিয়তা পাওয়ার কয়েকবছর পরই টেলিভিশনের পর্দায় তাকে আর দেখা যায় না। অভিনয় জগতে এমন অনেকেই আছেন যাদের জনপ্রিয়তা পাওয়ার কয়েকবছর পর আর দেখা যায়নি। অভিনেত্রী মোনালিসা পাল সরকার বর্তমানে বিরতিতে। সঞ্চালিকা হিসেবে কেরিয়ার শুরু করেছিলেন তিনি।

এরপর ধীরে ধীরে বিজ্ঞাপনে কাজ শুরু করেন। সেখান ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন। সেই সূত্র ধরে তিনি চলে আসেন বাংলা ধারাবাহিকে। একাধিক মেগা সিরিয়ালে অভিনয় করেছেন মোনালিসা পাল। ‌যেমন ‘রাধা’ ‘কে আপন কে পর’, ‘বেদের মেয়ে জোৎস্না’, ‘দেশের মাটি’, ‘বোঝে না সে বোঝে না’ ইত্যাদি ধারাবাহিকে। বর্তমানে নিজের নতুন জীবন নিয়েই ব্যস্ত মোনালিসা।

ছোটবেলার বন্ধুকেই নিজের জীবনের পার্টনার বানিয়েছেন তিনি। ১৯ বছরের বন্ধুত্ব এবং ৪ বছরের প্রেমের পর চার হাত এক হয়েছে তাঁদের। দীর্ঘদিন লং ডিস্টেন্স থাকলেও কখনো ভাটা পড়েনি দুজনের প্রেমে। বরং আরো গাঢ় হয়েছে সম্পর্ক। অবশেষে ছাদনাতলায় গিয়ে এক হন মোনালিসা ও তাঁর প্রেমিক।মোনালিসার জীবনে শুরু হয় নতুন অধ্যায়।

WhatsApp Group Join Now

আরও পড়ুন: Arijit Singh- Koel Singh Marriage: কোয়েলের সঙ্গে চুপিসারে বিয়ে! ছোটবেলার বন্ধু কোয়েলের সঙ্গে মন্দিরে বিয়ে করেছিলেন অরিজিৎ, কোথায়-কীভাবে?”

সান বাংলার ‘নয়নতারা’ ধারাবাহিকে অভিনয়ের সময় প্রেগনেন্সির কারণে অভিনয় ছেড়েছিলেন মোনালিসা। বর্তমানে তিনি পুত্র সন্তানের মা। সন্তানকে সময় দেওয়ার জন্যই মূলত কাজের জগৎ থেকে বিরতি নিয়েছিলেন মোনালিসা।

About Author
Ankana Chowdhury

নমস্কার আমার নাম অঙ্কনা চৌধুরী। আমি বিগত দু'বছর ধরে ডিজিটাল মিডিয়াতে কাজের সঙ্গে যুক্ত রয়েছি। এই দু বছরে আমি বিভিন্ন ধরনের বিষয়ের উপরে জেনারেল নিউজ লিখেছি। এবং বর্তমানে আমি অনেকটাই কাজ শিখে এই জেনারেল নিউজ লেখায় নিজেকে সাবলীল করে তুলেছি। এই কয়েক বছরে আমার অভিজ্ঞতা ভীষণই ভালো।