লেটেস্ট খবরবিনোদনভাইরাললাইফ স্টাইলরেসিপি

Subhasish Mukhopadhy: সন্তানের পিতা না হতে পারায় নেই আফসোস! পিতা হতে না পারার কারণ জানিয়ে যা বললেন অভিনেতা শুভাশিস

Published on:

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Subhasish Mukhopadhy: বাংলা সিনেমা জগতের শুভাশিস মুখোপাধ্যায়ের (Subhasish Mukhopadhy) নাম কে না জানে। কৌতুক চরিত্রে অভিনয় করে হাজার দর্শকদের আনন্দ দিয়েছেন এই অভিনেতা। হাসির চরিত্রে অভিনয় করলেও নিজের অভিনয় নিয়ে যথেষ্ট সিরিয়াস তিনি। বড় পর্দার পাশাপাশি ছোট পর্দাতেও তাঁর অবাধ চলাচল। দর্শক তাকে কখনো সিনামায় আবার কখনো সিরিয়ালে অভিনয় করতে দেখেছেন। ১৯৮৭ সালে ছোট বকুলপুরের যাত্রী দিয়ে নিজের অভিনয় জীবন শুরু করেন। এরপর দর্শকদের একের পর এক হিট সিনেমা দিয়েছেন। হাজার হাজার দর্শকদের মন জেতার সঙ্গে সম্মানিত হয়েছেন প্রচুর পুরস্কারে। বর্তমানে এখনো তাকে ছোট পর্দা, বড় পর্দা মিলিয়ে অভিনয় করতে দেখা যায়।

Subhasish Mukhopadhy Said About Not To Becoming A Father:

শুভাশিস কিন্তু ব্যক্তিগতজীবনে ভীষণ সুখী একজন মানুষ। তিনি বিয়ে করেছিলেন নাট্যজগতেরই এক প্রতিভাময়ীকে। আজ থেকে প্রায় ৩৮ বছর আগে নিজের সেই জীবনসঙ্গীকে খুঁজে পেয়েছিলেন শুভাশিস। তাঁর নাম ঈশিতা মুখোপাধ্যায়। ১৯৮৬ সালে ম্যাক্সমুলার ভবনে একটি নাটক একসঙ্গে করেছিলেন শুভাশিস-ইশিতা। সেখানেই আলাপ হয় এই দুই শিল্পীর। সেই থেকেই কাছাকাছি আসেন তারা।

প্রথমে বন্ধুত্ব সেই থেকে প্রেম এবং তারপরে বিয়েতে পূর্ণতা পায় তাদের সম্পর্ক। যদিও তারা নিঃসন্তান। কিন্তু এই নিয়ে কোন আক্ষেপ নেই শুভাশিসের। কোনওদিনও সন্তান সুখ পাননি শুভাশিস। তাঁর এবং ইশিতার জীবনে আসেনি কোনও সন্তান। সন্তানের জন্য হাহাকার হয় শিল্পী শুভাশিসের বুকে। বিষয়টি সম্পর্কে এক বিশ্বস্ত সংবাদমাধ্যমের কাছে প্রথমবার মুখ খুলেছিলেন শুভাশিস। তিনি বলেছিলেন, “আমি সন্তানের বাবা হতে পারিনি তো কী আছে! এই নিয়ে আমার কোনও দুঃখ নেই। দিব্যি আছি আমি আর ঈশিতা।”

আরও পড়ুন: ভারতে পরিষেবা বন্ধ হবে WhatsApp-এর! কী জানাচ্ছে সংস্থা?

কিছুদিন আগেই এই অভিনেতা দম্পতির জীবনের এক বিশেষ দিন ছিল। ৬ মে নিজেদের মতো করে কাটিয়েছেন শুভাশিস-ইশিতা। এই দিনটায় আসলে পালিত হয় তাঁদের বিবাহবার্ষিকী। স্ত্রী সম্পর্কে এক বিশ্বস্ত সংবাদমাধ্যমকে সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, “আমি ভীষণ লাকি যে ঈশিতাকে আমি স্ত্রী হিসেবে পেয়েছি। ওর সঙ্গে আমার এই পথচলা দারুণ মধুর। জন্মান্তর বলে যদি কিছু সত্যিই থেকে থাকে, তাহলে আবারও ঈশিতাকেই আমি আমার স্ত্রী হিসেবে চাইব।”

WhatsApp Group Join Now
About Author
Neha Basu

বিগত প্রায় ২ বছর ডিজিটাল মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত। যে কোনো ধরনের জেনারেল নিউজ লেখায় পারদর্শী।