লেটেস্ট খবরবিনোদনভাইরাললাইফ স্টাইলরেসিপি

Mamata Banerjee: ‘এত অসম্মান কেন করছ’? বৈঠক না হলেও জুনিয়র ডাক্তারদের চা খাওয়ার অনুরোধ মুখ্যমন্ত্রীর! আর কি বললেন মমতা?

Published on:

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Mamata Banerjee: জুনিয়র ডাক্তারদের ১৫ জন প্রতিনিধিকে বৈঠকে আমন্ত্রণ জানানো হয়েছিল। তবে তাঁদের মধ্যে ৩২ জন নবান্নে গিয়ে পৌঁছেছিলেন। তা সত্ত্বেও বৈঠকে আপত্তি ছিল না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। তবে ডাক্তারদের লাইভ স্ট্রিমিংয়ের শর্তে ঘোর আপত্তি ছিল মমতার। জুনিয়র ডাক্তারদের ১৫ জন প্রতিনিধিকে বৈঠকে আমন্ত্রণ জানানো হয়েছিল। তবে তাঁদের মধ্যে ৩২ জন নবান্নে গিয়ে পৌঁছেছিলেন। তা সত্ত্বেও বৈঠকে আপত্তি ছিল না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। তবে ডাক্তারদের লাইভ স্ট্রিমিংয়ের শর্তে ঘোর আপত্তি ছিল মমতার। আর সেই ইস্যুতেই অনড় থাকে দুই পক্ষ। যার জেরে ভেস্তে যায় বৈঠক৷

জুনিয়র ডাক্তারদের সঙ্গে বৈঠক করার জন্যে প্রায় ২ ঘণ্টা নবান্ন সভাঘরে অপেক্ষা করছিলেন মমতা বন্দ্যোপাধ্য়ায় (Mamata Banerjee)। সেদিন নবান্নের দুয়ারে চলে এসেছিলেন জুনিয়র ডাক্তাররা। শেষ পর্যন্ত লাইভ স্ট্রিমিং না হওয়ায় বৈঠকও হল না। কার্যত নবান্ন সভাঘরের বাইরে ‘অবস্থানে’ বসে পড়েন চিকিৎসকরা। এদিকে বৈঠক না হওয়ায় জট কাটার সম্ভাবনাও কমেছে।

এদিকে লাইভ স্ট্রিমিংয়ে কী ‘সমস্যা’ ছিল তা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, টেলিকাস্টের ব্যাপারে ওপেন মাইন্ডেড আমরা। কিন্তু বিচারাধীন বিষয়ে কিছু জিনিস মাথায় রাখতে হয়। সুপ্রিম কোর্টের মামলা নিয়ে যদি আমরা হঠাৎ করে টেলিকাস্ট করি, কেউ যদি হঠাৎ কোনও মন্তব্য করেন যা আগে প্রধান বিচারপতিকে নিয়ে মন্তব্যের ক্ষেত্রে দেখা গিয়েছে তাহলে আমার কি দায়বদ্ধতা থাকবে না? আমাদের অফিসারদের কি দায়বদ্ধতা থাকবে না? আমরা এমন কিছু করতে চাইনি যাতে অচলাবস্থা দূর না হয়।

দু’ঘণ্টা অপেক্ষা করিয়ে ডাক্তাররা মিটিংয়ে বসেননি।

WhatsApp Group Join Now

মমতা আরও বলেছিলেন, আমরা স্বচ্ছতার জন্য ভিডিয়োগ্রাফির জন্য প্রস্তুতি নিয়েছিলাম। আমরা বিচারাধীন মামলা নিয়ে আলোচনার লাইভ টেলিকাস্ট করতে পারি না। সুপ্রিম কোর্টের রায় অনুসারে আমরা লাইভ স্ট্রিমিং করতে পারি না। আমরাও চাই নির্যাতিতা বিচার পাক।কিন্তু মামলা আমাদের হাতে নেই। আমরা ডাক্তারদের নিরাপত্তা, স্বাস্থ্য পরিকাঠামোর উন্নতি নিয়ে আলোচনায় রাজি ছিলাম। বিচারাধীন মামলার কারণেই লাইভ সম্প্রচারে সমস্যা আছে। দু’ঘণ্টা অপেক্ষার পরে ডাক্তাররা আসেননি। তার পরেও আমরা কোনও পদক্ষেপ করব না। ওরা ছোট, তাই ক্ষমা করে দেব।

সেইসঙ্গে তিনি বলেন, ‘তোমরা যদি বাড়িতে এসে মিটিংই না করো, তাহলে আমায় চিঠি দিলে কেন? এত অসম্মান কেন করছো? অনেক অসম্মান করছো তোমরা। আগেও তিনদিন দু’ঘণ্টা করে অপেক্ষা করছি। আমি যে কারণে নিজে ছুটে গিয়েছিলাম। প্লিজ এটুকু রেসপেক্ট তো দেবে।’

আরও পড়ুন: Unmesh Ganguly: নাম না করে মমতাকে নিশানা, বিতর্কে জড়ালেন বাঁকুড়া মিমসের উন্মেষ গাঙ্গুলী

About Author
Adhrit Roy

বিগত প্রায় চার বছর ধরে ডিজিটাল মিডিয়ায় কাজের সঙ্গে যুক্ত। যেকোনো ধরণের জেনারেল নিউজ লেখায় পারদর্শী।