লেটেস্ট খবরবিনোদনভাইরাললাইফ স্টাইলরেসিপি

Akshay Kumar: আম্বানি পরিবারের নিমন্ত্রণ খারিজ করে দিলেন বলিউডের খিলাড়ি অক্ষয় কুমার, জানেন আসল ঘটনা?

Published on:

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Akshay Kumar: আজ ১২ই জুলাই মুম্বাই শহরে সাজো সাজো র।ব কারণ আজ আম্বানি পরিবারের ছোট ছেলে অনন্ত আম্বানি এবং রাধিকা মার্চেন্টের বিয়ে। গোটা বলিউড উপস্থিত থাকছে বিয়ের আসরে। এছাড়াও থাকছে হলিউডের বিশিষ্ট তারকারা এবং রাজনৈতিক মহল, ক্রিকেট জগতের বিভিন্ন তারকারা। গোটা বলিউডের উপস্থিতি আম্বানির বিয়েতে দেখা গেলেও বিয়েতে উপস্থিত থাকতে পারছে না বলিউডের খিলাড়ি অক্ষয় কুমার(Akshay Kumar)।

অনন্ত আম্বানি নিজে অক্ষয়কে গিয়ে বিয়ের জন্য নিমন্ত্রণ করে এলেও বিয়েতে যাওয়ার জন্য তার আমন্ত্রণ ফিরিয়ে দিয়েছেন অক্ষয় কুমার। সূত্রের খবর অনুযায়ী জানা গিয়েছে হঠাৎই কো-ভিডে আক্রান্ত হয়ে পড়েছেন অক্ষয় কুমার। উল্লেখ্য অনন্ত-রাধিকার বিয়ের দিনই মুক্তি পেয়েছে অক্ষয়ের নতুন ছবি সরফিরা। সেই ছবির প্রচার করতে গিয়েই হঠাৎ অসুস্থবোধ করেন তিনি। সঙ্গে সঙ্গে তাকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। সেখানেই পরীক্ষা করা হলে, তাঁর শরীরে কোভিড ১৯ ধরা পড়ে। আপাতত নিজেকে আইসোলেশনে রেখেছেন অভিনেতা। হঠাৎই কোভিড আক্রান্ত হওয়ায় অনন্তের বিয়েতে যাবেন না অক্ষয়।

রাধিকা অনন্তর বিয়েতে উপস্থিত থাকছে গোটা বলিউড। থাকছেন শাহরুখ খান সলমন খান, অক্ষয় কুমার, প্রিয়াঙ্কা চোপড়া, দীপিকা পাড়ুকোন, আলিয়া ভাট, অমিতাভ বচ্চন, আমির খান, ঐশ্বর্য রাই বচ্চন, জাহ্নবী কাপুর,হানি সিং, অনন্যা পাণ্ডে, করিনা কাপুর খান, করিশ্মা কাপুর, সইফ আলি খান, ক্যাটরিনা কাইফ, ভিকি কৌশলের মতো তারকারা। মার্কিন মুলুক থেকে এসেছেন প্রিয়াঙ্কা চোপড়া, নিক জোনাস। প

শ্চিমবঙ্গ থেকে বিশেষ অতিথি হিসেবে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৈদিক মতে গাঁটছড়া বাঁধবেন অনন্ত রাধিকা। জিও ওয়ার্ল্ড কনভেনশন সেন্টারেই বসছে বিয়ের আসর। উপস্থিত থাকবেন প্রাক্তন সুইডিশ প্রধানমন্ত্রী কার্ল বিলডট, প্রাক্তন কানাডিয়ান প্রধানমন্ত্রী স্টিফেন হার্পার, তানজানিয়ার প্রেসিডেন্ট সামিয়া সুলুহু হাসান, আইওসি ভাইস প্রেসিডেন্ট জুয়ান আন্তোনিও সামারাঞ্চ, ফিফা প্রেসিডেন্ট জিয়ানি ইনফান্টিনো।

WhatsApp Group Join Now

এছাড়াও HSBC গ্রুপের চেয়ারম্যান মার্ক টাকার, আরামকো সিইও আমিন নাসির, মর্গান স্ট্যানলি এমডি মাইকেল গ্রিমস, অ্যাডোব সিইও সান্তনু নারায়ন, স্যামসং ইলেকট্রনিকস চেয়ারম্যান জে লি, এরিকসন সিইও বোর্জে এখোলম, এইচপি প্রেসিডেন্ট এনরিক লোরস, নোকিয়া প্রেসিডেন্ট টমি উইত্তোর মতো আন্তর্জাতিক স্তরের ব্যক্তিত্বরা।

আরও পড়ুন: Jaya Bachchan: পারিবারিক অশান্তি থেকে মুক্তি পেতে বাবা বিশ্বনাথের পায়ে পূজো দিতে গেলেন জয়া বচ্চন, সাথে ছিলেন অভিষেক এবং শ্বেতা

ভারতে অথিতি তালিকার শীর্ষে রয়েছেন সমস্ত কেন্দ্রীয় মন্ত্রীরা এবং সব রাজ্যের মুখ্যমন্ত্রী থেকে শিল্পপতি, উদ্যোগপতিরা। বিয়ের অনুষ্ঠান চলবে ৩ দিন ধরে। ১২ই জুলাই বিয়ে, তারপরদিন ১৩ই জুলাই আশীর্বাদের অনুষ্ঠান এবং সবশেষে ১৪ই জুলাই রিসেপশন পার্টি। বিয়ের কয়েকদিন আগে থেকেই চলছিল সঙ্গীত, মেহেন্দি, গায়ে হলুদের অনুষ্ঠান। সেখানেও বলিউড তারকাদের উপস্থিতি ছিল।

About Author
Ankana Chowdhury

নমস্কার আমার নাম অঙ্কনা চৌধুরী। আমি বিগত দু'বছর ধরে ডিজিটাল মিডিয়াতে কাজের সঙ্গে যুক্ত রয়েছি। এই দু বছরে আমি বিভিন্ন ধরনের বিষয়ের উপরে জেনারেল নিউজ লিখেছি। এবং বর্তমানে আমি অনেকটাই কাজ শিখে এই জেনারেল নিউজ লেখায় নিজেকে সাবলীল করে তুলেছি। এই কয়েক বছরে আমার অভিজ্ঞতা ভীষণই ভালো।