লেটেস্ট খবরবিনোদনভাইরাললাইফ স্টাইলরেসিপি

Ratan Tata: কোটি কোটি সম্পত্তির মালিক হওয়া সত্ত্বেও সাধারণ জীবন যাপন করেন রতন টাটা, জানেন তার বাড়িতে কি কি রয়েছে?

Published on:

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Ratan Tata: আমাদের দেশে বিদেশে যে সমস্ত বড় বড় ব্যবসায়ী, শিল্পপতিরা রয়েছেন তাদের নিয়ে হামেশাই চর্চা হয়ে থাকে। সাধারণ মানুষরা তাদের জীবনযাপন নিয়ে বরাবরই কৌতুহল থাকেন। রতন টাটা (Ratan Tata), মুকেশ আম্বানি, আনন্দ মাহিন্দ্রা, গৌতম আদানির মতো বড় বড় ব্যবসায়ীদের নিয়ে কৌতূহলের শেষ নেই সাধারণ মানুষের। বর্তমানে মুকেশ আম্বানি রয়েছেন এশিয়ার ধনী ব্যক্তিদের তালিকায় দশম স্থানে। পাশাপাশি রতন টাটাও রয়েছেন সেই তালিকায়। তবে কোটি কোটি টাকা থাকা সত্ত্বেও রতন টাটা নিজের সাধারণ জীবনযাপন, মানুষের সেবা ইত্যাদির জন্য সকলের মন জয় করে নিয়েছেন।

সম্প্রতি মুকেশ আম্বানি ছোট ছেলে অনন্ত আম্বানির বিবাহ পর্ব মিটেছে। গত তিন মাস ধরে চলছিল এই বিয়ের অনুষ্ঠান। প্রি ওয়েডিং, সঙ্গীত, মেহেন্দি, গায়ে হলুদ, ডান্ডিয়া খেলা, সবকিছুর মাধ্যমে গত ১৪ জুলাই শেষ হয়েছে বিয়ের অনুষ্ঠানের সমস্ত পর্ব। মুকেশ এবং নীতা আম্বানি মিলে ছেলের বিয়ের জন্য যা আয়োজন করেছিল তাতে গোটা দেশের চোখ ধাঁধিয়ে গিয়েছে। বলিউড, হলিউড, টলিউডের সমস্ত তারকারা এবং রাজনৈতিক, ক্রিকেট মহলের বিশিষ্ট ব্যক্তিত্বরা উপস্থিত ছিল এই বিয়েতে। কি ছিল না এই বিয়েতে।

এলাহী আয়োজনের মাধ্যমে ছেলের বিয়ে দিয়েছেন মুকেশ আম্বানি। কয়েক হাজার কোটি টাকা খরচ করেছেন এই জাঁকজমকের জন্য। আম্বানি অট্টালিকা অ্যান্টিলিয়া বেশ সেজে উঠেছিল। মুকেশ আম্বানির এই বাড়ি অ্যান্টিলিয়া নিয়ে বেশ চর্চা রয়েছে। এটি মুম্বইয়ে অবস্থিত। ৪ লক্ষ বর্গফুটের উপরে তৈরি ২৭ তলার এই বাড়ির দাম ১৫ হাজার কোটি টাকা। সেখানে ইনফিনিটি সুইমিং পুল থেকে হেলিপ্যাড-সবই আছে। এছাড়া লন্ডন, দুবাইতেও মুকেশ আম্বানির বাড়ি রয়েছে।

অন্যদিকে রতন টাটা ব্যক্তিগত জীবনে যেমন খুব সাদামাটা, ঠিক তেমনই তাঁর বাড়িটিও বেশ সাধারণ। সম্পূর্ণ সাদা রঙের এই বাড়িটি অবস্থিত মুম্বইতে। নাম বখতাওয়ার। বাড়িতে যাতে পর্যাপ্ত সূর্যালোক আসে, তার জন্য বড় জানালার তৈরি এমনভাবে তৈরি করা হয়েছে যা বসার ঘর থেকে বেডরুম পর্যন্ত বিস্তৃত।

WhatsApp Group Join Now

এটি মুম্বইতে মাত্র ১৩,৩৫০ বর্গফুট এলাকার উপরে তিনটি তল নিয়ে তৈরি হয়েছে। শুধু তাই নয়, ১০ থেকে ১৫টি গাড়ির জন্য পার্কিং স্পেসও রয়েছে। আসলে প্রায় তিন দশক ধরে টাটা গ্রুপের দায়িত্ব ভার সামলানোর পর অবসর জীবনে সময় কাটাতে এই বাড়ি নির্মাণ করেছিলেন রতন টাটা।

আরও পড়ুন: Jio New Cheapest Plan: বাজার ধরে রাখতে আকর্ষণীয় নতুন প্ল্যান আনল জিও! এইবার ৯০ দিনের বৈধতার সঙ্গে মিলবে ২০০ জিবি ডেটা! জানুন বিস্তারিত

About Author
Ankana Chowdhury

নমস্কার আমার নাম অঙ্কনা চৌধুরী। আমি বিগত দু'বছর ধরে ডিজিটাল মিডিয়াতে কাজের সঙ্গে যুক্ত রয়েছি। এই দু বছরে আমি বিভিন্ন ধরনের বিষয়ের উপরে জেনারেল নিউজ লিখেছি। এবং বর্তমানে আমি অনেকটাই কাজ শিখে এই জেনারেল নিউজ লেখায় নিজেকে সাবলীল করে তুলেছি। এই কয়েক বছরে আমার অভিজ্ঞতা ভীষণই ভালো।