Summer Vacation 2025: চৈত্র থেকেই গরমের দাবদাহে অতিষ্ঠ হয়ে উঠছে সাধারণ মানুষ। আবহাওয়া দফতর জানিয়েছে, আরও চড়বে তাপমাত্রার পারদ। এমতাবস্থায় স্কুলপড়ুয়াদের গরমের দাবদাহ থেকে রেহাই দিতে মধ্যশিক্ষা পর্ষদের তরফে গ্রীষ্মকালীন ছুটি (Summer Vacation 2025) ঘোষণা করা হয়েছে। পশ্চিমবঙ্গ রাজ্যের বেশ কিছু জেলা যেমন বাঁকুড়া, পুরুলিয়া, বর্ধমান, বীরভূম এমনকি কলকাতা, উত্তর ২৪ পরগনা, হাওড়া, হুগলিতেও তাপপ্রবাহ শুরু হয় এপ্রিলের মাঝামাঝি সময় থেকে।
জানুন, কবে থেকে পড়বে গরমের ছুটি?
প্রাথমিক শিক্ষা সংসদ ও মধ্যশিক্ষা পর্ষদের তরফে প্রতিবছর মে জুন মাসে গরমের ছুটি দেওয়া হয়ে থাকে স্কুলগুলিতে। প্রতি বছর গরমের দাবদাহতা থেকে রেহাই দেওয়ার জন্য গরমের ছুটির পরেও অতিরিক্ত ছুটি ঘোষণা করা হয় রাজ্য সরকারের তরফে তবে এবার মধ্যশিক্ষা পর্ষদ অগ্রিম গরমের ছুটি ঘোষণা করেছে।
অতিরিক্ত গরমে তাপপ্রবাহের কারণে পশ্চিমবঙ্গ রাজ্যের একাধিক জেলার ছাত্র-ছাত্রীদের বিদ্যালয়ে গিয়ে অসুস্থ হয়ে পড়তে দেখা গিয়েছে। পাশাপাশি এপ্রিল মাসের শুরু থেকে প্রচন্ড তাপপ্রবাহের দরুন বিদ্যালয়ে যাওয়া আসা নিয়েও সমস্যা তৈরি হয়। এই সমস্যা সমাধানের জন্য বিগত তিন চার বছর পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফে এক মাসেরও অধিক সময় অনিশ্চিত কালের জন্য গ্রীষ্মকালীন ছুটি ঘোষণা করা হয়ে থেকে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বরাবরই জানিয়েছেন, অন্য সকল কিছুর পূর্বে রাজ্যের কাছে ছাত্র-ছাত্রীদের জীবন এবং স্বাস্থ্য দুই গুরুত্বপূর্ণ।
সিলবাস শেষে ভোগান্তি
তবে দীর্ঘকালীন এই ছুটির কারণে সিলেবাস শেষ করতে রীতিমতো হিমশিম খেতে হয় শিক্ষকবৃন্দ থেকে শুরু করে ছাত্র-ছাত্রীদের। এখনো পর্যন্ত রাজ্যের বিভিন্ন জেলার প্রত্যন্ত গ্রামের বিদ্যালয়গুলিতে অনলাইন মাধ্যমে লেখাপড়ার প্রচলন করতে শুরু হয়নি।
ছুটি চলবে কতদিন?
চলতি বছর বহু আগে বার্ষিক ছুটির (Summer Vacation 2025) তালিকা প্রকাশ করা হয়েছিল মধ্যশিক্ষা পর্ষদের তরফে। এই তালিকাটি দেখলে বোঝা যাচ্ছে, এই বছর মোট ১১ দিনের গ্রীষ্মকালীন ছুটি ঘোষণা করা হয়েছে মধ্যশিক্ষা পর্ষদের তরফে। বিগত বছরে ঘোষিত ছুটির দিন ছিল ১০। তবে সেই ছুটির সময়কাল শুরু হওয়ার পূর্বেই রাজ্য সরকারের তরফে অনির্দিষ্টকালের জন্য বিদ্যালয় বন্ধের ঘোষণা করা হয়েছিল।
বিগত কয়েক বছরে সরকারের পক্ষ থেকে নির্ধারিত ছুটির পরেও গ্রীষ্মকালীন ছুটি বৃদ্ধি করা হয়। আর তাই এই বিষয়ে মধ্যশিক্ষা পর্ষদের পক্ষ থেকে কেন সঠিক সিদ্ধান্ত গ্রহণ করা হচ্ছে না সেই বিষয়েও দাবি উঠেছিল। যদিও ২০২৫ সালে মধ্যশিক্ষা পর্ষদের পক্ষ থেকে প্রকাশিত বার্ষিক ছুটির তালিকা অনুসারে ১২ই মে থেকে একটানা ২৩শে মে পর্যন্ত মাধ্যমিক স্তরের শিক্ষার্থীরা গ্রীষ্মকালীন ছুটি উপভোগ করতে পারবেন। তবে এক্ষেত্রেও পরিস্থিতির উপর নির্ভর করে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের পক্ষ থেকে ছুটির সময়সীমা বৃদ্ধি করা হতে পারে।
আরও পড়ুন: Taslima Nasrin: ‘ইসলাম আমার ধর্ম নয়..’,’ আমাকে ইদ মুবারক জানাবেন না’, সাফ বার্তা তসলিমা নাসরিনের