গরমকাল মানেই রোদ ঝলমলে দিন, স্কুলের মাঠে দৌড়ঝাঁপ, আর অপেক্ষার প্রহর গোনা সেই কাঙ্ক্ষিত গরমের ছুটির জন্য। কিন্তু এই বছর পরিস্থিতি একটু অন্যরকম। সাধারণত মে মাসের দ্বিতীয় সপ্তাহে পড়ুয়া ও শিক্ষকদের জন্য ছুটি ঘোষণা করা হয়, কিন্তু এবছর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণায় বদলে গেল সেই চেনা ছন্দ।
গরম এখনো ঠিক মতো পড়েনি, তবুও হঠাৎ করে আগেভাগে ছুটি ঘোষণা হওয়ায় অভিভাবক মহলে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। কেউ বলছেন, গরম থেকে বাঁচতে পড়ুয়াদের জন্য এটি স্বস্তির, আবার কেউ বলছেন, এত আগে স্কুল বন্ধ হয়ে গেলে পড়াশোনার ক্ষতি হবে। এমন পরিস্থিতিতে ছাত্র-ছাত্রী, শিক্ষক এবং অভিভাবকরা কি বলছেন?
School Holiday Announcement: কী জানালেন মুখ্যমন্ত্রী?
সম্প্রতি নবান্নে একটি প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান, এবারের গরমের ছুটি (Summer Vacation) ৩০ এপ্রিল থেকে শুরু হবে। তিনি বলেন, “এবার আগেভাগে ছুটি দেওয়া হচ্ছে যাতে ছাত্র-শিক্ষকদের গরমের কষ্ট না পেতে হয়।” শিক্ষামন্ত্রী জানিয়েছেন, সাধারণত মে মাসের দ্বিতীয় সপ্তাহে ছুটি পড়ে, কিন্তু এবছর পরিস্থিতি অন্যরকম। তাই সরকার সিদ্ধান্ত নিয়েছে, এপ্রিলের শেষেই স্কুল বন্ধ থাকবে।
Confusion Among Schools: শিক্ষক-অভিভাবকদের কী মতামত?
হঠাৎ ছুটি ঘোষণায় বিভিন্ন স্কুলের শিক্ষকদের মধ্যে বিভ্রান্তি ছড়িয়েছে। তারা বলছেন, “স্কুল তো মাত্রই খুলল, কিছুদিন আগেই নতুন ক্লাস শুরু হয়েছে। এখন আবার ছুটি! এতে শিক্ষার ধারাবাহিকতা নষ্ট হবে।” অভিভাবকদের একাংশের মত, “সবে তো গরম শুরু হয়েছে, এখনই ছুটি দিলে কী হবে? পরীক্ষার প্রস্তুতির সময় কমে যাবে।” অন্যদিকে, গরম থেকে বাঁচতে অনেকেই এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন।
Impact on Education: শিক্ষার ক্ষতি না সুবিধা?
বিশেষজ্ঞদের মতে, এভাবে আগেভাগে ছুটি ঘোষণা করলে শিক্ষার স্বাভাবিক ছন্দ ব্যাহত হতে পারে। একাধিক শিক্ষক সংগঠন জানিয়েছে, সরকার যদি বিকল্প সময়ে ক্লাস করানোর ব্যবস্থা না করে, তাহলে ছাত্রছাত্রীদের বড়সড় ক্ষতি হতে পারে। অন্যদিকে, স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, “প্রচণ্ড গরমে ছাত্রদের অসুস্থ হওয়ার সম্ভাবনা থাকে, তাই এই সিদ্ধান্তকে একেবারে ভুল বলা যায় না।” তবে কতদিন পর্যন্ত এই ছুটি চলবে, সে বিষয়ে এখনো সরকারিভাবে কিছু জানানো হয়নি।
কতদিন চলবে ছুটি? (West Bengal School Summer Vacation 2025)
৩০ এপ্রিল থেকে ছুটি শুরু হলেও, তা কতদিন চলবে তা নিয়ে এখনো কোনো স্পষ্ট ঘোষণা আসেনি। গরমের প্রকোপ যদি বেশি বাড়ে, তাহলে ছুটি দীর্ঘায়িত হতে পারে বলে মনে করা হচ্ছে। তবে এখনো এই বিষয়ে রাজ্য সরকারের তরফ থেকে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হয়নি। স্কুল পড়ুয়াদের অপেক্ষা এখন সেই ঘোষণার দিকে।
আরও পড়ুন: PM Modi: কোটি টাকা ইনকাম একটি ভিডিও থেকে! Youtube থেকে কত আয় করেন নরেন্দ্র মোদি? জানুন বিস্তারিত