By TANMAY Giri | ARRil 28, 2025
বিনোদন
খুশবু পটানী ফিটনেস কোচ, প্রাক্তন সেনা অফিসার ও সমাজসেবী—এই তিন পরিচয়ের মিশেলে তৈরি খুশবু পটানীর জীবন যাত্রা এক অনন্য উদাহরণ।
#1
খুশবু পটানীর জন্ম উত্তরপ্রদেশের বরেলিতে। পুলিশ অফিসার বাবা এবং স্বাস্থ্যকর্মী মায়ের কড়া অনুশাসনের মধ্যেই কেটেছে তাঁর শৈশব।
#2
খুশবুর মধ্যে ছোট থেকেই ছিল অনুশাসন, শৃঙ্খলা ও দায়িত্ববোধ। তিনি দৃঢ় ছিলেন দেশের সেবা করার লক্ষ্যে।
#3
খুশবু পটানী ‘গ্রেটার নয়ডা ইন্সটিটিউট অব টেকনোলজি’ থেকে ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং নিয়ে স্নাতক সম্পূর্ণ করেন।
#4
ইঞ্জিনিয়ারিং শেষ করে কঠিন পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ভারতীয় সেনাবাহিনীতে যোগ দেন খুশবু পটানী, তাঁর সাহস ও মনোবল তাঁকে সাহায্য করে এগোতে।
#5
দক্ষতা ও অধ্যবসায়ের জোরে খুশবু পটানী সেনাবাহিনীতে লেফটেন্যান্ট থেকে সরাসরি মেজর পদে উন্নীত হন, যা অত্যন্ত সম্মানের।
#6
দীর্ঘ পরিষেবা শেষে খুশবু পটানী সেনাবাহিনী থেকে অবসর নেন। কিন্তু থেমে যাননি, বরং শুরু হয় নতুন অধ্যায়।
#7
অবসরের পর ফিটনেসকে জীবনের অঙ্গ করে তোলেন খুশবু পটানী। সোশ্যাল মিডিয়ায় নিয়মিত পোস্ট করেন ট্রেনিং ও লাইফস্টাইল বিষয়ক ভিডিও।
#8
ইনস্টাগ্রামে খুশবুর ফলোয়ারের সংখ্যা বাড়ছে দিনদিন। মানুষ তাঁর ডেডিকেশন ও রুটিন দেখে উদ্বুদ্ধ হচ্ছেন।
#9
সম্প্রতি নিজের বাড়ির সামনে এক নবজাতক কন্যাশিশুকে উদ্ধার করে মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করেন খুশবু পটানী।
#10
শিশুটিকে উদ্ধার করে ভিডিও শেয়ার করেন ও প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী সহ একাধিক প্রশাসনিক ব্যক্তিত্বকে ট্যাগ করেন সচেতনতার জন্য।
#11
এই মানবিক কাজের কারণে বিভিন্ন মিডিয়াতে উঠে আসে খুশবুর কাহিনি। নেটদুনিয়া প্রশংসায় ভাসায় তাঁকে।
#12
বলিউড অভিনেত্রী দিশা পটানীর সঙ্গে খুশবুর সম্পর্ক অত্যন্ত ঘনিষ্ঠ। দু’জনেই ফিটনেস প্রেমী ও অনুপ্রেরণাদায়ক।
#13
দিশাও ভর্তি হন একই কলেজে। তবে দ্বিতীয় বর্ষে থাকাকালীন মডেলিংয়ের সুযোগ পেয়ে পড়াশোনা ছেড়ে দেন।
#14
দিদির ডিসিপ্লিন ও ডেডিকেশন দিশার জীবনে একটা বড় ভূমিকা রেখেছে। ক্যারিয়ারের ক্ষেত্রে দিশা তাঁর পথ অনুসরণ করেছেন।
#15
একজন নারী হিসেবে খুশবু বারবার প্রমাণ করেছেন, সাহস ও নিষ্ঠা থাকলে যেকোনো ক্ষেত্রেই সাফল্য পাওয়া সম্ভব।
#16
তাঁর ইনস্টাগ্রাম প্রোফাইলে পাওয়া যায় ফিটনেস টিপস, সমাজসেবার আপডেট ও উৎসাহব্যঞ্জক কনটেন্ট।
#17
তিনি প্রমাণ করেছেন, একজন নারী সেনা অফিসার, সমাজসেবী ও ফিটনেস কোচ—তিনটি পরিচয় একসঙ্গে বহন করতে পারেন।
#18
দুই কন্যাই আলাদা পথে গিয়ে সাফল্যের শিখরে পৌঁছেছেন, যা এক গর্বের বিষয় তাঁদের পরিবারের জন্য।
#19
তিনি চান ভবিষ্যতে আরও বড় পরিসরে সমাজসেবা করতে। শিশু ও নারীদের উন্নয়নে ভূমিকা রাখতে চান।
একজন সাহসী, শৃঙ্খলা ও সহানুভূতির প্রতিচ্ছবি খুশবু পটানী: খুশবুর জীবন এক অনুপ্রেরণা। তিনি প্রমাণ করেছেন—মন থেকে চাইলে অসম্ভব কিছু নয়।
Next steps