Weather Update: শীত বিদায় নিলেও স্বস্তি নেই! বসন্তের শুরুতেই আকাশের চোখ রাঙানি, রাজ্যজুড়ে আবহাওয়ার বড় পরিবর্তনের ইঙ্গিত মিলেছে। আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, বঙ্গোপসাগরের উপর তৈরি হওয়া শক্তিশালী ঘূর্ণাবর্তের কারণে রাজ্যের বিভিন্ন প্রান্তে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টি হতে পারে। এমনকি দার্জিলিংয়ে তুষারপাতের সম্ভাবনাও জোরাল হচ্ছে।
ঝড়বৃষ্টির দাপট কোথায় কোথায়?
বৃহস্পতিবার থেকেই রাজ্যের আবহাওয়ায় পরিবর্তন দেখা যাবে। পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, পূর্ব ও পশ্চিম বর্ধমান, হুগলি-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ঘণ্টায় ৪০-৫০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। কলকাতা, পূর্ব মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনাতেও মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
উত্তরে বরফের ছোঁয়া!
উত্তরবঙ্গেও আবহাওয়ার বড়সড় রদবদলের ইঙ্গিত মিলেছে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ির মতো পাহাড়ি জেলাগুলিতে বৃষ্টির পাশাপাশি তুষারপাতের সম্ভাবনা রয়েছে। বিশেষ করে দার্জিলিংয়ের উচ্চ পার্বত্য অঞ্চলে তুষারের চাদরে ঢেকে যাওয়ার সম্ভাবনা উড়িয়ে দিচ্ছেন না আবহাওয়াবিদরা।
কখন সর্বোচ্চ দাপট দেখাবে এই দুর্যোগ?
আবহাওয়া দফতরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সোমনাথ দত্ত জানিয়েছেন, বঙ্গোপসাগরের ঘূর্ণাবর্ত শক্তিশালী হচ্ছে, ফলে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে দক্ষিণবঙ্গে। এর জেরে শুক্রবার থেকে রবিবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টি, কোথাও কোথাও শিলাবৃষ্টি এবং ঝোড়ো হাওয়া চলবে।
শনিবার ও রবিবার পূর্ব ও পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, উত্তর ২৪ পরগনা, হুগলি ও নদিয়া জেলায় ৪০-৫০ কিমি বেগে ঝোড়ো বাতাস বইতে পারে। কলকাতাতেও ঝড়বৃষ্টির সম্ভাবনা থাকছে।
তাপমাত্রার হেরফের
কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ২৩.৭ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে বেশি, আর সর্বোচ্চ তাপমাত্রা ২৯.৫ ডিগ্রি, যা স্বাভাবিকের তুলনায় কম। আপেক্ষিক আর্দ্রতা ৯৫% পর্যন্ত পৌঁছেছে।আবহাওয়া বিশেষজ্ঞদের মতে, বসন্তের শুরুতেই এমন রুদ্ররূপ বিরল নয়, তবে এবারের দুর্যোগের তীব্রতা কতটা হবে, তা নিয়ে কপালে ভাঁজ পড়েছে বঙ্গবাসীর!
আরও পড়ুন: Rekha Gupta: দিল্লির নতুন মুখ্যমন্ত্রী হলেন রেখা গুপ্ত! তাঁর কত টাকার সম্পত্তি? কতদূর পড়াশোনা?