লেটেস্ট খবরবিনোদনভাইরাললাইফ স্টাইলরেসিপি

Weather Update: ছুটির দিনেও স্বস্তি নেই, রবিবারও ভাসবে দক্ষিণবঙ্গের এই পাঁচ জেলা!

Published on:

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Weather Update: সবে সবে শেষ হয়েছে বাংলার বৃহত্তম উৎসব। তবে সেই উৎসবের আগে থেকেই বৃষ্টি যেনো রাজত্ব করছে বাংলার উপর। সেই দুর্গা পুজোর আগে থেকে শুরু করে এখনও পর্যন্ত প্রায় রোজই বিক্ষিপ্ত ভাবে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিতে ভিজছে বাংলা। এ যেনো বারবার বর্ষার প্রত্যাবর্তন। সামনেই কালীপুজো এরই মধ্যে শোনা যাচ্ছে পুনরায় বঙ্গোপসাগরে সৃষ্টি হচ্ছে একটি ঘূর্ণাবর্তের যা দ্রুত শক্তি সঞ্চয় করে নিম্নচাপে পরিণত হতে চলেছে। কিছুদিন আগেই একটি ঘূর্ণাবর্ত আছড়ে পড়ে অন্ধ্র উপকূলে।

আলিপুর আবহাওয়া দপ্তরের থেকে পাওয়া খবর অনুযায়ী জানা যাচ্ছে মধ্য বঙ্গোপসাগরেও সৃষ্টি হয়েছে একটি গভীর নিম্নচাপ। এদিকে এটি সৃষ্টির পর আছড়ে পড়ার আগে থেকেই বাংলায় বৃষ্টিতে ভিজছে। আজও এর ব্যতিক্রম হবেনা। সপ্তাহান্তে রবিবারও ছুটির মজা ভেস্তে দিতে দেখা দেবে বৃষ্টি এমনটাই বলছে হাওয়া অফিস।

আজ দক্ষিণবঙ্গের আবহাওয়া কেমন যাবে তার উপর একটি বুলেটিন জারি করেছে আবহাওয়া দপ্তর। এই বুলেটিন অনুসারে আজ দক্ষিণবঙ্গের ৫ জেলায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। জেলা গুলি হলো পশ্চিম মেদিনীপুর, হাওড়া, কলকাতা, দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুর।

অন্যদিকে দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেরও আজ বৃষ্টির হাত থেকে নিস্তার নেই। জানা যাচ্ছে রবিবার দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহার জেলায় ঝেঁপে বৃষ্টি হতে পারে। তবে বাকি জেলা গুলিতে আপাতত কোনো বৃষ্টি সতর্কতা জারি করেনি হাওয়া অফিস।

WhatsApp Group Join Now

আজ কলকাতাতেও দফায় দফায় চলবে বিক্ষিপ্ত বৃষ্টিপাত। কোনো কোনো জায়গায় বজ্র বিদ্যুৎ এর সঙ্গী হবে। রবিবারের ছুটির হাওয়ায় বৃষ্টির প্রভাব পড়তে চলেছে এটা নিশ্চিত। এদিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৩ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৬ ডিগ্রি সেলসিয়াস।

আরও পড়ুন: Ajker Rasifal 20 October: আজ রবিবার রোহিনী নক্ষত্রের দৃষ্টিতে কপাল খুলবে ৭ রাশির, জানুন আজ দিনটি আপনার কেমন যাবে, ২০ অক্টোবর

About Author
Adhrit Roy

বিগত প্রায় চার বছর ধরে ডিজিটাল মিডিয়ায় কাজের সঙ্গে যুক্ত। যেকোনো ধরণের জেনারেল নিউজ লেখায় পারদর্শী।