লেটেস্ট খবরবিনোদনভাইরাললাইফ স্টাইলরেসিপি

Weather Update: সারা রাজ্যজুড়ে বজ্রপাত ও বিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস, কেমন থাকবে আবহাওয়া? জেনে নিন

Updated on:

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Weather Update: আজ, বুধবার কলকাতা এবং আশেপাশের এলাকায় মূলত আংশিক মেঘলা আকাশ থাকবে। আবার কোথাও কোথাও পরিষ্কার আকাশও থাকবে। আজ ও আগামিকাল, বৃহস্পতিবার বৃষ্টির সম্ভাবনা কম রয়েছে বঙ্গের জেলাগুলিতে। বজ্রবিদ্যুৎ-সহ কয়েক জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এমনটাই জানিয়েছে আবহাওয়া দফতর ৷ গাঙ্গেয় বঙ্গোপসাগরে তৈরির হওয়া নিম্নচাপের জেরে গত কয়েকদিন ধরেই বৃষ্টি হয়েই চলেছে। এখনও শক্তি বাড়িয়ে চলেছে নিম্নচাপ যার জেরে দফায় দফায় ভারী বৃষ্টি চলছে। তবে আজ সব জেলায় বৃষ্টির সম্ভাবনা নেই (Weather Update)।

দক্ষিণবঙ্গের আবহাওয়া

আজ কলকাতার তাপমাত্রা সর্বোচ্চ ৩২ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন ২৬ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে। তবে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৭৫ থেকে ৯৮ শতাংশ পর্যন্ত হতে পারে। যার জেরে তাপমাত্রা খুব বেশি না হলেও আদ্রতা জনিত অস্বস্তি বজায় থাকবে। শুক্রবার থেকে আবহাওয়ার (Weather Update) পরিবর্তন হবে। শনি ও রবিবার উইকেন্ডে ফের ভারী বৃষ্টির আশঙ্কা দক্ষিণবঙ্গের পশ্চিমের দিকের জেলাগুলিতে।

নতুন করে বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হবে আগামিকাল, অর্থাৎ বৃহস্পতিবার। পূর্ব মধ্য ও উত্তর বঙ্গোপসাগরের এই নিম্নচাপের প্রভাব পড়বে বাংলা এবং ওড়িশায়। শুক্র ও শনিবার ওড়িশায় প্রবল বৃষ্টির আশঙ্কা রয়েছে। মৎস্যজীবীদের জন্য সতর্কবার্তা জারি করা হয়েছে। শুক্রবার থেকে আবহাওয়ার পরিবর্তন হওয়ার সম্ভাবনা। শনিবার থেকে ফের বাড়বে বৃষ্টির পরিমাণ। কলকাতা ছাড়া হুগলি, হাওড়া জেলাতেও মাঝারি বৃষ্টির সম্ভাবনা থেকেই যাচ্ছে। এছাড়া পূর্ব ও পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান জেলায় ভারী বৃষ্টি ও বজ্রবিদ্যুৎ পাতের সম্ভাবনা থাকছে।

উত্তরবঙ্গের আবহাওয়া

আজ অর্থাৎ ২৮শে অগাস্ট বুধবারও জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর, থেকে মালদা জেলায় ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি করা হয়েছে। আগামী কয়েকদিন উত্তরবঙ্গেও বৃষ্টি চলবে বলেই জানা যাচ্ছে। দার্জিলিং, জলপাইগুড়ি ও কালিম্পং জেলায় বৃহস্পতিবারও ভারী বৃষ্টির সম্ভাবনা আছে বলে জানানো হয়েছে আবহাওয়া দফতরের তরফ থেকে।

WhatsApp Group Join Now

আরও পড়ুন: Vande Metro Route: খুব শীঘ্রই দেশে চালু হচ্ছে প্রথম বন্দে মেট্রো, জেনে নিন কোথায় কোথায় চলবে এই ট্রেন

About Author
Ankana Chowdhury

নমস্কার আমার নাম অঙ্কনা চৌধুরী। আমি বিগত দু'বছর ধরে ডিজিটাল মিডিয়াতে কাজের সঙ্গে যুক্ত রয়েছি। এই দু বছরে আমি বিভিন্ন ধরনের বিষয়ের উপরে জেনারেল নিউজ লিখেছি। এবং বর্তমানে আমি অনেকটাই কাজ শিখে এই জেনারেল নিউজ লেখায় নিজেকে সাবলীল করে তুলেছি। এই কয়েক বছরে আমার অভিজ্ঞতা ভীষণই ভালো।