Weather Update: চৈত্রের শুরু থেকেই দাবদাহ গরমে পুড়ছে বঙ্গবাসী। বেলার দিকে বাইরে বেরোনো দায় হয়ে দাঁড়িয়েছে। মাঝেমধ্যে এক-দু পশলা বৃষ্টি হলেও তেমন স্বস্তি মিলছে না। তবে আগামী ২০-২৩ মার্চ অর্থাৎ বৃহস্পতিবার থেকে রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির পূর্বাভাস জারি করেছে হাওয়া অফিস। জানা যাচ্ছে, এই সময় বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকবে এবং বাতাসের গতি থাকবে বৃষ্টির অনুকূল।
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া (Weather Update)?
২০শে মার্চ বৃহস্পতিবার বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, হুগলি, পূর্ব বর্ধমানে বেশি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভবনা রয়েছে সব জেলাতেই। কালবৈশাখীর সম্ভাবনা বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান ও হুগলি সহ এই চার জেলাতে। প্রতি জেলায় ৪০ থেকে ৬০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড় ও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি ও শিলাবৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে।
২১শে মার্চ শুক্রবার উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে। দক্ষিণবঙ্গের সব জেলাতেই বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভবনা রয়েছে। তবে বেশি বৃষ্টির সম্ভবনা রয়েছে বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, হুগলি, পূর্ব বর্ধমান জেলায়। কালবৈশাখীর সম্ভাবনা বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান সহ হাওড়া ও হুগলিতে। বৃষ্টির সঙ্গে ঝড়ের দাপট চলবে প্রায় সব জেলাতেই। জানা যাচ্ছে ৪০-৬০ কিলোমিটার গতিবেগে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি ও শিলাবৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে।
২২শে মার্চ শনিবার বীরভূম, পূর্ব বর্ধমান, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুর- এই জেলাগুলিতে বৃষ্টি বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে। বাকি জেলাগুলিতেও বিক্ষিপ্ত বৃষ্টি হবে।