Ekchokho.com 🇮🇳

Weather Update : আর কতক্ষণ অপেক্ষা? ঘাম ঝরানো গরমের মাঝে দক্ষিণবঙ্গে আসছে স্বস্তির বৃষ্টি , দিন-তারিখ জানাল হাওয়া অফিস (IMD)

গোটা দক্ষিণবঙ্গ (South Bengal) জুড়ে এখন একটাই প্রশ্ন – কবে মিলবে একটু স্বস্তি? সকাল গড়াতেই রোদ (Heat Wave) যেন জ্বালিয়ে-পুড়িয়ে মারছে জনজীবনকে। রাস্তাঘাট কার্যত শুনশান। মাথায় গামছা, হাতে ছাতা, জল পান করে কোনও মতে দিনের কাজ সারছেন মানুষ। রোদের তাপে হাঁসফাঁস (Hot Weather) করছে রাজ্যবাসী। একনজরে » 1. Weather Update ...

Updated on:

Weather Update : আর কতক্ষণ অপেক্ষা? ঘাম ঝরানো গরমের মাঝে দক্ষিণবঙ্গে আসছে স্বস্তির বৃষ্টি , দিন-তারিখ জানাল হাওয়া অফিস (IMD)

গোটা দক্ষিণবঙ্গ (South Bengal) জুড়ে এখন একটাই প্রশ্ন – কবে মিলবে একটু স্বস্তি? সকাল গড়াতেই রোদ (Heat Wave) যেন জ্বালিয়ে-পুড়িয়ে মারছে জনজীবনকে। রাস্তাঘাট কার্যত শুনশান। মাথায় গামছা, হাতে ছাতা, জল পান করে কোনও মতে দিনের কাজ সারছেন মানুষ। রোদের তাপে হাঁসফাঁস (Hot Weather) করছে রাজ্যবাসী।

Weather Update : গরমে হাঁসফাঁস জনজীবন, স্বস্তির বৃষ্টির অপেক্ষায় সকলেই (Rain News)

সকাল থেকে রাত – গরমের Weather (Summer Heat) দাপট একটুও কমছে না। দিনের বেলা বাইরে বেরোলেই ঘাম ছুটে যাচ্ছে। কেউ ঠান্ডা পানীয় খাচ্ছেন, কেউ বরফের জল খাচ্ছেন, কেউ আবার ফ্যান ছাড়া থাকতে পারছেন না। স্কুল-কলেজ, অফিস যাতায়াত করা মানেই যুদ্ধ জয়ের মত ব্যাপার। এই পরিস্থিতিতে সবার মনে একটাই প্রশ্ন – কবে নামবে সেই বহু প্রতীক্ষিত বৃষ্টি (Rain Update)?

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

রাজ্যে বৃষ্টির (Rain in West Bengal) পূর্বাভাস, কী জানাচ্ছে হাওয়া অফিস (IMD Weather Office)

আবহাওয়া দফতর (Weather Department) জানাচ্ছে, দক্ষিণবঙ্গের (South Bengal) আকাশ খুব তাড়াতাড়ি বদলে যেতে চলেছে। পশ্চিমী ঝঞ্ঝা (Western Disturbance) এবং বঙ্গোপসাগরের (Bay of Bengal) উপর তৈরি নিম্নচাপ (Low Pressure) মিলিয়ে রাজ্যের একাধিক জেলায় বৃষ্টি (Rain) এবং ঝড়ের (Thunderstorm) সম্ভাবনা তৈরি হয়েছে। বিশেষ করে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা (North and South 24 Parganas), মুর্শিদাবাদ (Murshidabad), নদিয়া (Nadia)-র কিছু অংশে বিক্ষিপ্ত ঝড়-বৃষ্টির (Rain with Thunderstorm) সম্ভাবনা রয়েছে।

Weather Update

কবে কোথায় হতে পারে বৃষ্টি (Rain Forecast), কী বলছে আবহাওয়া দফতর (Weather Update)

আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Office) জানিয়েছে, ৭, ৮ ও ৯ এপ্রিল (7, 8, 9 April) দক্ষিণবঙ্গের (South Bengal) বেশ কিছু জেলায় ঝড়-বৃষ্টি (Rain with Storm) হতে পারে। কলকাতা (Kolkata) সহ দক্ষিণবঙ্গের (South Bengal Weather) একাধিক জেলা ভিজতে পারে হালকা থেকে মাঝারি বৃষ্টিতে। তবে আজ (Sunday) ও আগামীকাল (Monday) দক্ষিণবঙ্গে তেমন বৃষ্টির সম্ভাবনা নেই। মূলত পারদ থাকবে ৩৬-৩৭ ডিগ্রির (Temperature Update) আশেপাশে।

আন্দামান সাগরে (Andaman Sea) ঘূর্ণাবর্ত, এবার ঝড়-বৃষ্টির (Rain with Thunderstorm) চমক

সবচেয়ে বড় খবর, আন্দামান সাগরের (Andaman Sea) উপর তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত (Cyclonic Circulation)। যার জেরে নিম্নচাপ (Low Pressure) তৈরি হতে পারে। পশ্চিমী ঝঞ্ঝা (Western Disturbance) ও নিম্নচাপের (Low Pressure) যুগলবন্দিতে দক্ষিণবঙ্গে (South Bengal) বাড়বে জলীয় বাষ্পের (Humidity) পরিমাণ। আর তার ফলেই ৭, ৮, ৯ এপ্রিল দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ঝড়-বৃষ্টির  পূর্বাভাস জারি করেছে হাওয়া অফিস (IMD Weather Office)। তবে এখনও পুরোপুরি ঝড়-বৃষ্টি (Rain and Storm) আসতে সময় লাগবে।

দক্ষিণবঙ্গবাসীর (People of South Bengal) জন্য তাই সুখবর – অপেক্ষার আর বেশিদিন নয়, এপ্রিলের (April Weather) শুরুতেই মিলতে পারে স্বস্তির বৃষ্টি (Rain Relief)।

Read More: West Bengal Weather Update: চৈত্রের দাবদাহে হাঁসফাঁস বাংলা, তবে স্বস্তি দিচ্ছে নতুন বৃষ্টির পূর্বাভাস! কেমন থাকবে আগামীকালের আবহাওয়া?