Weather Update: বেশ কিছুদিন ধরেই কনকনে ঠান্ডায় নাজেহাল রাজ্য। এর উপরে বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা দেখা দিয়েছে বলে জানাচ্ছে আবহাওয়া দপ্তর। যার ফলে আবারও আতঙ্কের মধ্যে পশ্চিমবঙ্গের মানুষজন। আর এই নিম্নচাপের জেরেই আগামী ২৪-৪৮ ঘণ্টা শীতের প্রকোপ বেশ খানিকটা কমে আসবে বলে জানা যাচ্ছে। বিশেষত দক্ষিণ বঙ্গের আবহাওয়া ১৪-১৫ ডিগ্রি থেকে বেড়ে ২০ ডিগ্রি পর্যন্ত উঠে যেতে পারে। শুক্রবার থেকেই ধীরে ধীরে আবহাওয়ার পরিবর্তন আসতে চলেছে বলে জানা যাচ্ছে।
বিগত কয়েকদিনের মেঘলা আবহাওয়াকে মেঘলা দেখালেও তাপমাত্রা কমছিল বেশ দ্রুত গতিতে। তবে জানা যাচ্ছে আগামী তিন দিনের মধ্যে আবারও তাপমাত্রা বেড়ে ২১° সেলসিয়াস অবধি উঠতে পারে। অর্থাৎ নভেম্বরের শেষেও শীতের পুরোপুরি মজা নিতে পারবেনা বঙ্গবাসী।
জানা যাচ্ছে সম্ভাব্য এই ঘূর্ণিঝড়ের নাম ফেনজাল দেওয়া হয়েছে যা উপকূলবর্তী সদস্য দেশগুলোর মধ্যে থেকে ওমানের দেওয়া। তবে সরাসরি এর প্রভাব বাংলার আবহাওয়ার উপর না পড়লেও তাপমাত্রা কিছুটা বাড়তে পারে বলে অনুমান। তবে উত্তরবঙ্গে ঠাণ্ডার রেশ একই ভাবে বজায় থাকতে চলেছে। তবে দক্ষিণবঙ্গের জেলাগুলোতেও অনুভব হবে হালকা ঠাণ্ডার।
অন্যদিকে আবহাওয়া দপ্তর সূত্রের খবর বৃহস্পতিবার আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের সংলগ্ন একটি স্থানে তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত। যেটি শনিবারের মধ্যে ঘূর্ণাবর্ত হিসেবে পরিণত হবে বঙ্গোপসাগরে। তবে জানা যাচ্ছে এই ঘূর্ণাবর্তটি আছড়ে পড়তে পারে শ্রীলঙ্কা এবং তামিলনাড়ুর সংলগ্ন দক্ষিণ বঙ্গোপসাগরের উপকূলের উপর আছড়ে পড়তে পারে। অর্থাৎ এর সরাসরি প্রভাব পশ্চিমবঙ্গের উপর পড়বেনা বলেই জানা গেছে।
আরও পড়ুন: PM Awas Yojona: কবে পাবেন আবাস যোজনার টাকা বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের