জুই নাগ, কলকাতা: এপ্রিল পড়তেই শহর ও শহরতলিতে যেন আগুন ঝরছে। সকাল ৯টা গড়াতে না গড়াতেই রোদের প্রখরতা মানুষকে একপ্রকার ঘরবন্দি করে ফেলছে। সকাল থেকে তীব্র গরম, অস্বস্তিকর আদ্রতা আর প্যাচপ্যাচে ঘাম—এসব মিলিয়ে সাধারণ মানুষের হাঁসফাঁস অবস্থা। বাজার, অফিস কিংবা স্কুল—সব জায়গাতেই গরমের ধাক্কায় ভোগান্তি চরমে।
আবহাওয়ার অদ্ভুত রূপ (Unpredictable Weather Conditions)
একদিকে সূর্য দিগন্তে যেন তেজের রেকর্ড গড়ছে, আবার কখনও হঠাৎ মেঘ করে আকাশ কালো হয়ে উঠছে। গ্রীষ্মকালের এমন দ্বৈত রূপে বিভ্রান্ত সবাই। সকালের সূর্যদগ্ধ রোদের পর দুপুর গড়াতেই হঠাৎ ঠান্ডা হাওয়ার ছোঁয়া, আকাশে কালো মেঘ—এ যেন প্রকৃতির রহস্যময় খেলা। প্রশ্ন উঠছে, তবে কি আবার আসছে কালবৈশাখী (Kalbaisakhi)?
ঘূর্ণিঝড়ের পূর্বাভাস (Storm Warning Issued)
আবহাওয়া দফতরের (IMD – India Meteorological Department) তরফে জানানো হয়েছে, বৃহস্পতিবার অর্থাৎ আজ ফের একবার দক্ষিণবঙ্গের একাধিক জেলায় কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে। দুপুরের পর থেকেই বাঁকুড়া (Bankura), পুরুলিয়া (Purulia), বীরভূম (Birbhum), পশ্চিম বর্ধমান (Paschim Bardhaman) সহ বেশ কিছু জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। পাশাপাশি কলকাতা ও শহরতলিতেও বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।
কালবৈশাখী নিয়ে সতর্কতা (Kalbaisakhi Alert for Safety)
দুপুর ২টা থেকে রাত ৮টার মধ্যে কালবৈশাখীর প্রকোপ বেশি হতে পারে বলে জানানো হয়েছে। ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া (Gusty Wind) বইতে পারে। বজ্রপাত ও বৃষ্টির সঙ্গে গাছ পড়া, ছোটখাটো ক্ষতির আশঙ্কাও উড়িয়ে দিচ্ছেন না বিশেষজ্ঞরা। তাই সকলকে বাইরে বের হওয়ার সময় সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। কৃষকদের ক্ষেতের ফসল তুলতে এবং গৃহস্থদের ছাদে রাখা জিনিসপত্র সরিয়ে ফেলতে বলা হয়েছে।
আসছে ঝড়-জল, কোন জেলাগুলি ভিজবে? (Affected Districts and Forecast Details)
আবহাওয়া দফতরের রিপোর্ট অনুযায়ী, আজ ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে হাওড়া (Howrah), হুগলি (Hooghly), দুই ২৪ পরগনা (North & South 24 Parganas), নদীয়া (Nadia), মুর্শিদাবাদ (Murshidabad), মালদহ (Malda) ও উত্তরবঙ্গের কিছু অংশে। বজ্রবিদ্যুৎ-সহ মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে এইসব জেলাগুলিতে। আজকের পর কালও (শুক্রবার) আংশিক বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গে। সেই সঙ্গে হাওয়া অফিস জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টায় রাজ্যে গরম কিছুটা কমতে পারে, তবে আদ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে। আরও আপডেট ও সরকারি স্কিমের তথ্য পেতে আমাদের Tollywood Online নিয়মিত ভিজিট করুন!
অবশ্যই দেখবেন: Kalbaisakhi Weather Forecast: ৯ জেলায় ধেয়ে আসছে রুদ্র কালবৈশাখী! ঘন্টায় ৬০ কিমি হাওয়া, বজ্রবিদ্যুৎ সহ ঝড়ের তাণ্ডব শুরু!
📅 বিষয় | 🔗 লিংক/বিবরণ |
---|---|
🌤 আবহাওয়া আপডেট | ✅ প্রতিদিনের আবহাওয়ার খবর জানতে আমাদের ফলো করুন |
🔮 রাশিফল | ✅ দৈনিক রাশিফল ও জ্যোতিষশাস্ত্রভিত্তিক পরামর্শ |
💬 হোয়াটসঅ্যাপ | 👉 WhatsApp গ্রুপে যোগ দিন |
📢 টেলিগ্রাম | 👉 Telegram চ্যানেল সাবস্ক্রাইব করুন |
📰 অন্যান্য আপডেট | ✅ View More |