লেটেস্ট খবরবিনোদনভাইরাললাইফ স্টাইলরেসিপি

Weather Update: বহু প্রতীক্ষার অবসান! ৬ ডিগ্রি নামবে পারদ, তুমুল বৃষ্টিতে ভাসবে দক্ষিণবঙ্গের এই জেলাগুলি

Published on:

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Weather Update: বৃষ্টির অপেক্ষায় আম বাঙালি। গতকাল সকাল থেকেই আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী বৃষ্টি হয়েছে উত্তর এবং দক্ষিণ বঙ্গ জুড়ে। উইকেন্ডে ভারী বৃষ্টির সম্ভাবনা জারি করেছে আলিপুর হাওয়া অফিস। এতদিন ধরে অপেক্ষার শেষে অবশেষে ঢুকেছে বর্ষা। তবে বর্ষা অনেক আগেই ঢুকে পড়েছিল বাংলায়। উত্তরে বর্ষা আসলেও দক্ষিণে বর্ষা ছিল অধরা। কবে আসবে বর্ষা তা নিয়ে প্রহর গুন ছিলেন মানুষ কারণ ক্রমেই বাড়ছিল তাপমাত্রা।

খাতায় কলমে বর্ষাকাল হলেও প্রচন্ড রোদের তাপ এবং অস্বস্তিকর আবহাওয়া নাজেহাল করেছিল আমজনতাকে। উত্তর ২৪ পরগনা নদিয়া মুর্শিদাবাদ এবং কলকাতার কয়েকটি অংশে,বর্ষার বৃষ্টি হয়নি বললেই চলে। মাঝেমধ্যে ছিটেফোঁটা বৃষ্টি হয়েছে। তাতে গরম কমেনি উল্টে অস্বস্তি বেড়েছে।

আবার দক্ষিণবঙ্গের পশ্চিম দিকে জেলাগুলিতে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি হলেও রোদ এসে ফিরিয়ে দিয়ে গেছে গরম। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে মৌসুমী বায়ু রাজ্যের সর্বত্র ইতিমধ্যেই ঢুকে গিয়েছে। উত্তর-পশ্চিম সংলগ্ন বঙ্গোপসাগরে আবার তৈরি হচ্ছে নয়া নিম্নচাপ। নিম্নচাপ এবং মৌসুমী বায়ুর প্রভাবে এবার আসছে তেড়ে-ফুরে বৃষ্টি। আগামী দুই দিনের উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে উড়িষ্যা উপকূলে আছড়ে পড়বে।

আসছে নিম্নচাপ:

এর ফলে বৃষ্টির ঘাটতি অনেকটাই মিটবে দুই বাংলায়। সকাল থেকেই কলকাতা সহ বিভিন্ন এলাকায় বিক্ষিপ্ত বৃষ্টি দেখা গিয়েছে। কোথাও মেঘলা আকাশ আবার কোথাও ঝমঝমিয়ে পড়েছে বৃষ্টি। বজ্রবিদ্যুতের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। তাপমাত্রা থাকতে পারে ৩০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। বাতাসে আপেক্ষিক আদ্রতা থাকবে প্রায় ৯৮%। অন্যদিকে আগামীকাল ওই একই আবহাওয়া বজায় থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস। এদিকে উত্তরবঙ্গের পার্বত্য অঞ্চলের উপরের দিকে জেলাগুলিতে সকাল থেকেই ভারী বৃষ্টির সম্ভাবনা। বিকেলের পর থেকে বৃষ্টি আরো বাড়বে। নিচু এলাকাগুলি প্লাবিত হতে পারে। মুর্শিদাবাদ নদিয়া এবং দুই ২৪ পরগণা জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা।

WhatsApp Group Join Now
কতদিন থাকবে বৃষ্টি:

বুধবার পর্যন্ত পর্যাপ্ত বৃষ্টির সম্ভাবনা জারি করা হয়েছে। অন্যদিকে রবিবারেও বৃষ্টিমুখর থাকবে পরিস্থিতি। সকালে বাজারে যেতে গিয়ে যথেষ্ট বেগ পেতে হবে। কলকাতা এবং সংলগ্ন এলাকাগুলিতে অবশ্য রোদ বৃষ্টির খেলা চলবে দুইদিন।

আরও পড়ুন: এগিয়ে এলো মাধ্যমিক! কবে থেকে শুরু পরীক্ষা? নয়া বিজ্ঞপ্তি জারি করলো মধ্যশিক্ষা পর্ষদ

About Author
Adhrit Roy

বিগত প্রায় চার বছর ধরে ডিজিটাল মিডিয়ায় কাজের সঙ্গে যুক্ত। যেকোনো ধরণের জেনারেল নিউজ লেখায় পারদর্শী।