লেটেস্ট খবরবিনোদনভাইরাললাইফ স্টাইলরেসিপি

Weather Update: জামাইষষ্ঠীতেও প্রচণ্ড গরম, আজ দক্ষিণবঙ্গের ৯ জেলায় বৃষ্টির সম্ভাবনা! বর্ষা কবে আসবে? জানাচ্ছে আবহাওয়া দফতর

Published on:

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Weather Update: যত দিন যাচ্ছে তত গরমের দাবদাহ যেন বেড়েই চলেছে। সূর্যের তাপমাত্রা দিন দিন নাজেহাল করছে রাজ্যের মানুষকে। তার মধ্যে বাতাসে রয়েছে আদ্রতাজনিত অস্বস্তি। এই টাক ফাটা গরমের মধ্যে আজ আবার জামাইষষ্ঠী। জুনের প্রথম সপ্তাহে বর্ষার চলে আসার কথা। কিন্তু এখনো পর্যন্ত বৃষ্টির কোন দেখাই নেই।

পশ্চিম বিহার থেকে নাগাল্যান্ড পর্যন্ত একটি অক্ষরেখা বিস্তৃত রয়েছে। আবার এই অক্ষরেখার সঙ্গে মিশেছে আরও একটি ঘূর্ণাবর্ত, যা পূর্ব বিহারের উপর রয়েছে। এই দুইয়ের টানে বঙ্গোপসাগর থেকে ছুটে আসছে জলীয় বাষ্প। যার কারণে শেষ অনেকদিন ধরেই উত্তরবঙ্গে ভারী বৃষ্টিপাত হচ্ছে এবং দক্ষিণবঙ্গ ভুগছে গরমে। দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু বা বর্ষা আগামী সপ্তাহের মাঝামাঝি দক্ষিণবঙ্গে আসতে পারে বলে অনুমান আবহাওয়াবিদদের (Weather Update)।

সকাল হতে না হতেই সূর্যের তাপে যেন গায়ে ফোসকা পড়ছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ছে রোদের তাপ। আজও দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলাতে হিট ওয়েভের সর্তকতা বার্তা জারি করা হয়েছে। তাপপ্রবাহের অনুরূপ বা ফিল লাইক পরিস্থিতি থাকবে পুরুলিয়া, ঝাড়গ্রাম বীরভূম, পূর্ব বর্ধমান এবং হুগলি জেলাতে।

আরও পড়ুন: Kanchan-Sreemoyee: বিয়ের পর প্রথম জামাইষষ্ঠী কাঞ্চন শ্রীময়ীর, শাশুড়ির আয়োজন দেখে কপালে হাত কাঞ্চনের

আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩৬ ডিগ্রী সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৯ ডিগ্রী সেলসিয়াস। অন্যদিকে উত্তরবঙ্গের বেশ কিছু জেলাগুলিতে ভারী বৃষ্টির কারণে কমলা সতর্কতা জারি করা হয়েছে। দার্জিলিং এবং কালিম্পঙে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সূত্রের খবর অনুযায়ী, মুষলধারে বৃষ্টির জন্য শিলিগুড়ি শহরের একাধিক এলাকা জলমগ্ন হয়ে রয়েছে।

WhatsApp Group Join Now
আজ দক্ষিণবঙ্গের আবহাওয়া:

আবহাওয়াবিদদের কথা অনুযায়ী আজ দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলাতে হালকা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। দক্ষিণ ২৪ পরগনা, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, দুই বর্ধমান, নদিয়া, বীরভূম এবং মুর্শিদাবাদ বৃষ্টিতে ভিজতে পারে। সঙ্গে বজ্রবিদ্যুৎ এবং ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি বেশ কিছু জেলায় তীব্র গরমের জন্য সতর্কতা জারি করা হয়েছে। ঝাড়গ্রাম, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, বীরভূম এবং হুগলিতেও বৃহস্পতিবার পর্যন্ত তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবার থেকে ঝড়বৃষ্টির পরিমাণ বাড়বে। সুতরাং বৃহস্পতিবার থেকে কলকাতা সহ আশেপাশের জেলাগুলিতে প্রাক বর্ষা শুরু হয়ে যাওয়া সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুন: Jamai Sasthi: রূপাঞ্জনা রাতুল থেকে শুরু করে দর্শনা সৌরভ কে কেমন ভাবে কাটাচ্ছে নিজেদের প্রথম জামাইষষ্ঠী, চলুন জেনে নিই

About Author
Ankana Chowdhury

নমস্কার আমার নাম অঙ্কনা চৌধুরী। আমি বিগত দু'বছর ধরে ডিজিটাল মিডিয়াতে কাজের সঙ্গে যুক্ত রয়েছি। এই দু বছরে আমি বিভিন্ন ধরনের বিষয়ের উপরে জেনারেল নিউজ লিখেছি। এবং বর্তমানে আমি অনেকটাই কাজ শিখে এই জেনারেল নিউজ লেখায় নিজেকে সাবলীল করে তুলেছি। এই কয়েক বছরে আমার অভিজ্ঞতা ভীষণই ভালো।