Weather Today: গরমে হাঁসফাঁস দশা! টানা ভ্যাপসা গরমে নাজেহাল অবস্থা দক্ষিণবঙ্গের মানুষের। তবে এবার মিলতে পারে স্বস্তি। আকাশ কালো মেঘে ঢেকে রয়েছে, বাতাসে যেন একটু ঠান্ডার ছোঁয়া। এই আবহেই প্রশ্ন উঠছে—তবে কি আজ থেকেই মিলবে বৃষ্টির পরশ? আলিপুর আবহাওয়া দফতর (Alipore Meteorological Department) জানাচ্ছে, আবহাওয়ার (Weather Today) বড় পরিবর্তন আসতে চলেছে। তাই বাইরে বেরোবার আগে ছাতা সঙ্গে রাখার কথা মনে করিয়ে দিচ্ছেন আবহাওয়াবিদরা।
দক্ষিণবঙ্গে বৃষ্টি, কোথায় কোথায় নামবে জলধারা?
আজ বুধবার দক্ষিণবঙ্গের তিনটি জেলায় বজ্রবিদ্যুৎ (Thunderstorm) সহ বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে। ঝাড়গ্রাম (Jhargram), পূর্ব মেদিনীপুর (East Midnapore) এবং পশ্চিম মেদিনীপুর (West Midnapore)-এই তিন জেলায় দমকা হাওয়ার সঙ্গে সঙ্গে ঝেঁপে নামতে পারে বৃষ্টি। সঙ্গে বইবে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া।
বৃষ্টির কারণ কী? জানাল হাওয়া অফিস
আলিপুর হাওয়া অফিসের রিপোর্ট অনুযায়ী, বঙ্গোপসাগর (Bay of Bengal) থেকে জলীয় বাষ্পপূর্ণ বাতাস প্রবেশ করছে স্থলভাগে। গরম বাতাসের সংস্পর্শে এসে তা বজ্রগর্ভ মেঘ তৈরি করছে। যার ফলে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির (Rainfall) সম্ভাবনা তৈরি হচ্ছে। এই অবস্থার কারণে আগামী কয়েকদিন ধরে দক্ষিণবঙ্গে বৃষ্টি (Weather Today) অব্যাহত থাকতে পারে বলে অনুমান করা হচ্ছে।
উত্তরবঙ্গে আবহাওয়া কেমন থাকবে?
এদিকে উত্তরবঙ্গের (North Bengal) বেশিরভাগ জেলায় আবহাওয়া শুষ্ক থাকবে। তবে পার্বত্য অঞ্চল দার্জিলিং (Darjeeling) ও কালিম্পং (Kalimpong)-এ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাকি জেলাগুলিতে খুব একটা পরিবর্তন আসবে না, তাপমাত্রা থাকবে স্বাভাবিকের কাছাকাছি।
আগামীকাল আরও বড় ঝড়-বৃষ্টি!
আবহাওয়া দফতর জানিয়েছে, বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের পাঁচটি জেলায় (Districts) আরও বেশি বৃষ্টি নামতে পারে। পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া (Bankura), পুরুলিয়া (Purulia) এবং পশ্চিম বর্ধমান (West Burdwan)-এ বজ্রবিদ্যুৎ সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়াবিদরা বলছেন, এই পরিস্থিতি আরও কয়েকদিন স্থায়ী হতে পারে। ফলে এপ্রিল মাসে প্রচণ্ড গরমের থেকেও বেশি বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে, যা একপ্রকার আশার আলো দক্ষিণবঙ্গের মানুষের জন্য।
আরও পড়ুন: মেয়ের বিয়ের টেনশন শেষ! LIC দিচ্ছে ২২.৫ লক্ষ টাকা, জেনে নিন বিনিয়োগের পরিমাণ