লেটেস্ট খবরবিনোদনভাইরাললাইফ স্টাইলরেসিপি

WB Monsoon Latest Forecast: প্রায় ১৯ দিন পর নিজের স্থান পরিবর্তন বর্ষার! কবে ঢুকবে দক্ষিণবঙ্গে? জানাল হাওয়া অফিস

Published on:

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

WB Monsoon Latest Forecast: এখনও দুর্বল রয়েছে বর্ষা। আজ অর্থাৎ শুক্রবার সকালের বুলেটিন এমনটাই ইঙ্গিত মিলেছে। দীর্ঘ ১৯ দিন পর বর্ষার অবস্থানে কিছুটা বদল এলেও এখনও দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশ করেনি। তবে আশা করা হচ্ছে জুন মাসের শেষে বা জুলাইয়ের প্রথমেই নিজের শক্তি বৃদ্ধি করবে বর্ষা। আবহাওয়া অফিস জানিয়েছে আগামী ২৪ ঘণ্টা কলকাতা সহ বিভিন্ন জেলায় আকাশের মুখ ভার থাকবে। কোথাও কোথাও আবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে।

গত ৩১শে মে থেকে ১৯শে জুন পর্যন্ত বর্ষার অবস্থান ছিল পূর্ব ভারতে। টানা ১৯ দিন একই জায়গায় থাকার পর অবশেষে বৃহস্পতিবার কিছুটা এগিয়ে এসেছে বর্ষা। আইএমডির তরফে জানা গিয়েছে, বৃহস্পতিবার উত্তরবঙ্গ লাগোয়া বিহারের কিছু অংশে মৌসুমি বায়ু প্রবেশ করেছে। তবে বজ্রগর্ভ মেঘ সঞ্চারের ফলে বৃষ্টি হলেও দক্ষিণবঙ্গে বর্ষা এখনও প্রবেশ করেনি এমনটাই জানাচ্ছে মৌসম ভবন। গত মে মাসে নির্ধারিত সময়ের প্রায় ১০ দিন পূর্বে উত্তরবঙ্গে বর্ষা ঢুকেছিল।

এর জেরে প্রবল বৃষ্টিতে ভেসেছে উত্তরবঙ্গ। ফুঁসছে তিস্তা, জলের তলায় তলিয়ে গিয়েছে তিস্তাবাজার সংলগ্ন এলাকা সহ একাধিক রাস্তাঘাট। বিপরীত প্রাণে অর্থাৎ দক্ষিণবঙ্গে ছবিটা সম্পূর্ণ উল্টো। রোদ ও অস্বস্তিকর গরমে নাজেহাল বঙ্গবাসী। যদিও খুব শীঘ্রই এই আবহাওয়ার পরিবর্তন হবে বলে জানিয়েছে আইএমডি।

আইএমডির তরফে জানানো হয়েছে, আগামী ৩ থেকে ৪ দিনের মধ্যে দক্ষিণপশ্চিমি মৌসুমি বায়ু অগ্রসর হতে শুরু করবে। সেই সময় গাঙ্গেয় পশ্চিমবঙ্গেও বর্ষা প্রবেশ করবে। উল্লেখ্য, স্বাভাবিক ভাবে ২০শে জুন পূর্ব ভারতে বর্ষার উত্তর সীমা বিহার ছাড়িয়ে উত্তরপ্রদেশে পৌঁছনোর কথা। যদিও তা আটকে রয়েছে উত্তরবঙ্গেই। তবে এর মধ্যে আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গজুড়ে প্রাক বর্ষার বৃষ্টি চলবে। বৃষ্টি হলেও বর্ষা প্রবেশের অনুকূল পরিস্থিতি তৈরি হয়নি দক্ষিণবঙ্গে।

WhatsApp Group Join Now

প্রসঙ্গত উল্লেখ্য, চলতি বছর মূল ভূখণ্ডে নির্ধারিত সময়ের আগে বর্ষা প্রবেশ করেছিল। সাধারভাবে ১লা জুন দেশে বর্ষা প্রবেশ করে। তবে এই বছর ৩০ মে বর্ষা ঢুকেছিল দেশের মূল ভূখণ্ডে। সাধারণত কেরল দিয়েই বর্ষা প্রথম প্রবেশ করে। তবে এইবার কেরলের দিনই বর্ষা প্রবেশ করেছিল উত্তরপূর্ব ভারতে। দেশের দুই প্রান্তে একইদিনে বর্ষা প্রবেশের ঘটনা তেমন লক্ষ করা যায়না।

আরও পড়ুন: AC Tips For Rainy Season: এই বর্ষাতেও বাড়ির এসি দিব্যি চাঙ্গা থাকবে, শুধু এই কাজটি করুন

এরপর উত্তরবঙ্গের জলপাইগুড়ি জেলায় সাধারণত যেখানে ১০ই জুন বর্ষার অনুপ্রবেশ ঘটে, সেখানে ৩১শে মে বর্ষার আগমন ঘটে। এরপর থেকে বিগত প্রায় ৩ সপ্তাহ প্রবল বৃষ্টিতে ভিজছে উত্তরের পাঁচ জেলা। তবে আগামী ৩ থেকে ৪ দিনের মধ্যে দক্ষিণপশ্চিমি মৌসুমি বায়ু গাঙ্গেয় পশ্চিমবঙ্গে প্রবেশ করতে পারে। সেক্ষেত্রে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভবনা রয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে।

About Author
Adhrit Roy

বিগত প্রায় চার বছর ধরে ডিজিটাল মিডিয়ায় কাজের সঙ্গে যুক্ত। যেকোনো ধরণের জেনারেল নিউজ লেখায় পারদর্শী।