লেটেস্ট খবরবিনোদনভাইরাললাইফ স্টাইলরেসিপি

Victor Banerjee: ভিক্টর বন্দ্যোপাধ্যায়ের শারীরিক অবস্থা সংকটজনক! হঠাৎ কী ঘটল অভিনেতার, ভর্তি করা হয়েছে হাসপাতালে

Published on:

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Victor Banerjee: ভিক্টর বন্দ্যোপাধ্যায়ের (Victor Banerjee) অভিনয় বারবার মুগ্ধ করেছে দর্শককে। শুধু টলিউড নয়, হলিউড পরিচালকদেরও পছন্দের অভিনেতা তিনি। বহু সুপারহিট সিনেমা উপহার দিয়েছেন সারা জীবন। তবে,বাংলা ছবি থেকে বেশ কিছুদিন ধরেই দূরে ছিলেন তিনি। ২০২৩ সালে উইনডোজ প্রোডাকশনের শিবপ্রসদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায় পরিচালিত ছবি ‘রক্তবীজ’-এ প্রয়াত প্রাক্তণ রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের চরিত্রে দেখা যায় তাঁকে অভিনয় মুগ্ধ দর্শকরা।

মালদার চাঁচোলের রাজা বাহাদুর ও হুগলির উত্তরপাড়ার রাজার বংশধর অভিনেতা ভিক্টর বন্দ্যোপাধ্যায়। শিলংয়ে শেষ করেছিলেন স্কুলজীবন। তারপর কলকাতা এবং পরবর্তীকালে বিদেশ পাড়ি দেন। শুধু সিলভার স্ক্রিন নয়, থিয়েটারের মঞ্চেও তিনি একইভাবে সফল কাজ করেছেন। ব্রিটিশ কাউন্সিল থেকে বম্বের মাটিতেও থিয়েটারে নজর কাড়েন দর্শকদের। এমনকী, এশিয়ার প্রথম বাসিন্দা হিসেবে ব্রিটিশ থিয়েটারেও অভিনয় করেন তিনি।

সাম্প্রতিক হৃদরোগে আক্রান্ত হয়ে বলিউডের বর্ষীয়ান অভিনেতা ভিক্টর বন্দ্যোপাধ্যায় ভর্তি হলেন হাসপাতালে।মুসৌরিতে নিজের বাড়িতেই হৃদরোগে আক্রান্ত হন অভিনেতা৷ তাড়াতাড়ি তাঁকে দেরাদুনের এক বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ আপাততঃ হাসপাতালে চিকিৎসাধীন।

তিনদিন আগেই হাসপাতালে ভর্তি হয়েছেন তিনি। আপাততঃ অবস্থা স্থিতিশীল চিকিৎসায় সাড়াও দিচ্ছেন অভিনেতা। ৭৭ বছর বয়সী অভিনেতার অসুস্থতায় খুব স্বাভাবিকভাবেই উদ্বিগ্ন ভক্তেরা। এর আগে ২০২২ সালে ওমিক্রনে আক্রান্ত হয়েছিলেন ভিক্টর বন্দ্যোপাধ্যায়। সামান্য অস্বস্তি ছাড়া সেরকম কোনও জটিলতাও ছিল না তাঁর শরীরে সেই একই বছর কোভিড ও ডেঙ্গুতেও আক্রান্ত হয়ে ভিক্টর বন্দ্যোপাধ্যায়কে হাসপাতালে ভর্তি হতে হয়েছিলো।

WhatsApp Group Join Now

সত্যজিৎ রায়, মৃণাল সেন, শ্যাম বেনেগাল থেকে শুরু করে জেমস আইভরি চলচ্চিত্র দুনিয়ার একের পর এক নামজাদা তারকাদের সঙ্গে কাজ করেছিলেন তিনি। জাতীয় পুরস্কারপ্রাপ্ত অভিনেতা বাংলা-হিন্দি-ইংরাজির পাশাপাশি অসমীয়া ভাষায়ও কাজ করেছেন। তাঁর অভিনীত আক্রোশ, ঘরে-বাইরে থেকে লাঠি আজও দর্শকের কাছে উপহার বলা চলে। রুপোলি পর্দায় একের পর এক সফল অভিনয়। রক্তবীজ মুক্তির পর আবারও প্রমাণিত অভিনয় দিয়ে আজও মুগ্ধ করেন দর্শকদের।

আরও পড়ুন: Rituparna Sengupta: ‘যন্ত্রণা আর সহ্য করা যাচ্ছে না…’, আর জি করের কান্ডে শাঁখ বাজিয়ে প্রতিবাদ করলেন ঋতুপর্ণা

About Author
Adhrit Roy

বিগত প্রায় চার বছর ধরে ডিজিটাল মিডিয়ায় কাজের সঙ্গে যুক্ত। যেকোনো ধরণের জেনারেল নিউজ লেখায় পারদর্শী।