লেটেস্ট খবরবিনোদনভাইরাললাইফ স্টাইলরেসিপি

Vande Metro Route: খুব শীঘ্রই দেশে চালু হচ্ছে প্রথম বন্দে মেট্রো, জেনে নিন কোথায় কোথায় চলবে এই ট্রেন

Published on:

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Vande Metro : রেলের তরফ থেকে আগস্ট মাসের শুরুতেই বন্দে মেট্রো ট্রেনের প্রথম ট্রায়াল রান চালানোর কথা জানতে পেরেছিলেন সকলে। প্রথম ট্রায়াল রানেই সফল হয় ভারতীয় রেল। আর এরপর শুরু হয় কোন রুটে এই ট্রেন চালানো হবে তা নিয়ে জল্পনা। অবশেষে ভারতের প্রথম বন্দে মেট্রো (Vande Metro) রুট সম্পর্কে জানা গেল।

আগস্ট মাসের ৩ তারিখ শনিবার ভারতীয় রেলের তরফ থেকে প্রথম বন্দে মেট্রো ট্রেনের ট্রায়াল রান চালানো হয় চেন্নাইয়ের ভিল্লাভাক্কম স্টেশন থেকে। বন্দে মেট্রো নিয়ে সকল তথ্য জানার পর এই ট্রেন নিয়ে কৌতুহল আরও অনেক বেড়ে গিয়েছে সকলের মধ্যে। স্বাভাবিকভাবেই দেশের প্রথম কোন রুটে বন্দে মেট্রো চলবে এবং এই ট্রেন বাংলায় কবে আসবে তা নিয়ে কৌতুহলের শেষ নেই।

বন্দে মেট্রো ট্রেনে মোট ১২টি কামরা থাকবে। এই ট্রেনের প্রত্যেকটি কামরা হবে বাতানুকূল। বন্দে ভারত এক্সপ্রেস অথবা মেট্রো ট্রেনের মত ট্রেনগুলির দরজা স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হওয়া ও খোলার কাজ করবে। মেট্রো ট্রেনের কামরার থেকে সামান্য বদল রয়েছে বন্দে মেট্রো ট্রেনের (Vande Metro) কামরায়।

রেল সূত্রে যা জানা গিয়েছে তাতে বন্দে মেট্রো চালানো হবে ১০০ কিলোমিটার দূরত্বের মধ্যে থাকা দুই শহরে। দেশের প্রথম কোথায় বন্দে মেট্রো চলবে তা জানা গিয়েছে। দেশের প্রথম বন্দে মেট্রো চলবে গুজরাটে। গুজরাটের ভাদোদরা ও আমেদাবাদ শহরের মধ্যে প্রথম যাত্রা করবে বন্দে মেট্রো। রেলপথে এই দুই শহরের দূরত্ব পুরো ১০০ কিলোমিটার।

WhatsApp Group Join Now

সর্বভারতীয় একাধিক সংবাদ সংস্থার তরফ থেকে দেশের প্রথম বন্দে মেট্রো (Vande Metro) ট্রেনের রুট সম্পর্কে জানানো হয়েছে। এর পাশাপাশি পশ্চিম রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক জে কে জয়ন্ত নতুন এই রুট নিয়ে কনফারমেশন দিয়েছেন। জানানো হয়েছে, গুজরাতের ওই দুই স্টেশনের মধ্যে বন্দে মেট্রো চালানোর জন্য খুব তাড়াতাড়ি ট্রায়াল রান শুরু করতে চলেছে। তবে গুজরাত দেশের প্রথম রাজ্য হিসাবে বন্দে মেট্রো পেলেও বাংলার বাসিন্দারা ঠিক কবে প্রথম বন্দে মেট্রো ট্রেন পেতে চলেছে তা সম্পর্কে এখনো কিছু জানা যায়নি।

আরও পড়ুন: ICC Breaking: আইসিসির চেয়ারম্যান পদে নিযুক্ত হলেন জয় শাহ! কবে থেকে কাঁধে তুলে নেবেন দায়িত্বভার? জানুন বিস্তারিত

About Author
Ankana Chowdhury

নমস্কার আমার নাম অঙ্কনা চৌধুরী। আমি বিগত দু'বছর ধরে ডিজিটাল মিডিয়াতে কাজের সঙ্গে যুক্ত রয়েছি। এই দু বছরে আমি বিভিন্ন ধরনের বিষয়ের উপরে জেনারেল নিউজ লিখেছি। এবং বর্তমানে আমি অনেকটাই কাজ শিখে এই জেনারেল নিউজ লেখায় নিজেকে সাবলীল করে তুলেছি। এই কয়েক বছরে আমার অভিজ্ঞতা ভীষণই ভালো।