লেটেস্ট খবরবিনোদনভাইরাললাইফ স্টাইলরেসিপি

Digha: ২২৫ টাকায় মিলবে থাকার জায়গা! এইবার উইকেন্ডে দীঘা ঘুরে আসুন স্বল্প খরচে! জানুন বিস্তারিত

Published on:

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Vacation Travel In Digha: সামান্য একটু ছুটি পেলেই ঘুরতে যাওয়ার ইচ্ছা হয় বাঙালির। কথায় বলে বাঙালির হাওয়া বদল মানে দীঘা, পুরী আর দার্জিলিং। উত্তরবঙ্গের মানুষ দীঘা এবং পুরীতে অহরহ যাতায়াত করতে না পারলেও দক্ষিণবঙ্গের মানুষের এই দিন জায়গায় পরিভ্রমণ করা চাই। পুরী কিংবা দার্জিলিং কিছুটা দূরে হলেও দীঘা বললে চোখের সামনে ভেসে ওঠে বিশাল সমুদ্র সৈকত। শুধু ঢেউ আর ঢেউ নীল জলরাশি। আর তার সঙ্গে রয়েছে উদয়পুর এবং মন্দারমনির মজা।

প্রতি বছর বিভিন্ন ঋতুতে দিঘাতে থাকে জমজমাট ভিড়। যারা পুরীতে যেতে পারেন না তারা দিঘাতেই সমুদ্রসৈকতের মজা উপভোগ করেন। সামান্য কিছু টাকা পকেটে থাকলেই দীঘায় বেরিয়ে আসতে পারবেন সহজে। সামনেই যারা দীঘা যেতে চান তাদের জন্য রয়েছে এক দারুণ সুবর্ণ সুযোগ। এই সুবর্ণ সুযোগ কিন্তু মিস করলে একেবারেই চলবে না।

দীঘায় যারা গিয়েছেন তারা হোটেল পেতে নানা সমস্যায় পড়েছেন। তাছাড়া দীঘার হোটেলের মূল্য আকাশ ছোঁয়া। যেহেতু প্রতি ঋতুতে থাকে পর্যটকদের ভিড় তাই হোটেলের ভাড়া থাকে সাধ্যের বাইরে। কিন্তু বন্ধুবান্ধব হোক কিংবা পরিবারের সবাইকে নিয়ে হৈ-হুল্লোড় করতে দীঘা ছাড়া আর কোন জায়গা আছে বলুন।

আরও পড়ুন: New Holiday: এযেন মেঘ না চাইতেই জল! জামাইষষ্ঠী উপলক্ষে রাজ্য সরকারের কর্মীদের বড় উপহার মুখ্যমন্ত্রীর!

পর্যটকদের জন্য তাদের কথা ভেবে এক নতুন উদ্যোগ নিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দীঘার পর্যটন কেন্দ্র গুলির কাছাকাছি তৈরি হয়েছে যুব আবাস বা ইয়ুথ হোস্টেল। এখানে প্রতি রাতের ভিত্তিতে বুকিং করতে পারবেন আপনি। এই হোস্টেলে থাকার খরচ একেবারে ন্যূনতম। তিন দিনের জন্য এই হোস্টেল বুক করতে পারবেন।

WhatsApp Group Join Now

চেক ইন করতে হবে সকাল ন’টায় এবং চেক আউট রাত সাড়ে আটটায়। তবে এই হোস্টেলের ভিতরে মদ্যপান কিংবা ধূমপান করা চলবে না। এমনকি হোস্টেলের বারান্দা থেকে কোন প্রকার ভিডিও করা যাবে না। তবে এই হোস্টেলের ভাড়া কত তা জানার জন্য রাজ্য সরকারের অফিসিয়াল ওয়েবসাইটে যোগাযোগ করতে হবে আপনাকে।

আরও পড়ুন: Butter Garlic Egg Recipe: একঘেয়ে ব্রেকফাস্টের বদলে এইবার দুধ ও ডিম দিয়ে বানিয়ে ফেলুন এই সহজ রেসিপি; পছন্দ করবে আট থেকে আশি সকলেই

About Author
Neha Basu

বিগত প্রায় ২ বছর ডিজিটাল মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত। যে কোনো ধরনের জেনারেল নিউজ লেখায় পারদর্শী।