লেটেস্ট খবর বিনোদন অফবিট রাশিফল পশ্চিমবঙ্গ ভারত খেলা চাকরি টাকা পয়সা টেক আবহাওয়া পলিসি

UPI New Rules: ১লা এপিল থেকে বন্ধ হতে পারে UPI পরিষেবা; কোন নম্বরগুলির ক্ষেত্রে প্রযোজ্য হবে এই নিয়ম? জানুন বিস্তারিত

Published on:

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

UPI New Rules: বর্তমানে দ্রুত টাকাপয়সা লেনদেনের ক্ষেত্রে সাধারণ মানুষ অনলাইন পেমেন্টের উপরই অধিক নির্ভরশীল। ফাস্ট ফুডের দোকান থেকে শুরু করে শপিংমল সর্বত্র ইউপিআই পেমেন্টের প্রবণতা লক্ষ্য করা যায়। আজকের দিনে ক্যাশ ব্যবহার প্রায় সকলেই বন্ধ করে দিচ্ছেন। পরিবর্তে যে কোন জায়গায় QR স্ক্যান করেই চলছে টাকা-পয়সার লেনদেন। ইউপিআই (UPI) পেমেন্টের ক্ষেত্রে গ্রাহকরা তাদের নিজস্ব ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে ইউপিআই অ্যাকাউন্টটিকে যুক্ত করে নেন অনেকে আবার ক্রেডিট কার্ডের সঙ্গেও ইউপিআই অ্যাকাউন্ট যুক্ত করেন। এবার UPI ব্যবহারকারীদের জন্য রয়েছে এক গুরুত্বপূর্ণ আপডেট। জানা যাচ্ছে, গ্রাহকদের ব্যাঙ্কের সঙ্গে সংযুক্ত করা মোবাইল নম্বর দীর্ঘদিন ধরে নিষ্ক্রিয় থাকলে অবিলম্বে সেটিকে সক্রিয় করতে হবে। অন্যথায়, ১লা এপ্রিল থেকে বন্ধ হতে পারে UPI পরিষেবা।

NPCI-এর নতুন নিয়ম অনুসারে, জালিয়াতি রোধে ব্যাঙ্ক ও পেমেন্ট পরিষেবা প্রদানকারীদের (PSPs) ৩১শে মার্চের মধ্যে নিষ্ক্রিয় বা পরিবর্তিত মোবাইল নম্বরগুলি ডাটাবেস থেকে সরিয়ে ফেলতে হবে। ফলে, ১লা এপ্রিলের পর নিষ্ক্রিয় মোবাইল নম্বরের সঙ্গে যুক্ত UPI আইডি স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে।

জানুন, কেন এই পরিবর্তন করা হচ্ছে?

ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া (NPCI) জানিয়েছে, যেসকল নিষ্ক্রিয় মোবাইল নম্বরের সঙ্গে UPI আইডির সংযুক্ত রয়েছে তা একটি নিরাপত্তা ঝুঁকি তৈরি করতে পারে। অনেক ব্যবহারকারী মোবাইল নম্বর পরিবর্তন করার পরেও UPI আইডি আপডেট করেন না, যা প্রতারণার সম্ভাবনাকে আরও বাড়িয়ে দেয়। তাই জালিয়াতি রোধ করতে এই নতুন নিয়ম (UPI New Rules) কার্যকর করা হচ্ছে।

জানুন, কাদের UPI পরিষেবা বন্ধ হতে পারে?

যে সকল ব্যবহারকারীর মোবাইল নম্বর পরিবর্তিত হয়েছে, কিন্তু ব্যাঙ্কের সঙ্গে আপডেট করা হয়নি বা যারা ব্যাঙ্কে না জানিয়েই তাদের নম্বর নিষ্ক্রিয় করে রেখেছেন অথবা যেসকল নম্বর দীর্ঘদিন ধরে কল, এসএমএস বা অন্য কোনো পরিষেবার জন্য ব্যবহৃত হচ্ছে না ১লা এপ্রিল থেকে তাদের UPI বন্ধ হতে পারে।

জানুন, কীভাবে এই সমস্যার সমাধান করবেন?

প্রথমেই ব্যাঙ্ক অ্যাকাউন্টের যুক্ত মোবাইল নম্বরটি সক্রিয় আছে কিনা তা নিশ্চিত করতে হবে।
যদি নম্বর পরিবর্তন হয়ে থাকে, তবে অবিলম্বে ব্যাঙ্কে গিয়ে নতুন নম্বর আপডেট করতে হবে।
UPI আইডির সঙ্গে লিঙ্ক করা নম্বর নিষ্ক্রিয় থাকলে ১ এপ্রিলের আগে একটি নতুন নম্বর রেজিস্টার করতে হবে।

ব্যাঙ্ক ও UPI অ্যাপগুলির ক্ষেত্রে নতুন নির্দেশিকা জারি:

NPCI-এর নিয়ম অনুযায়ী, ব্যাঙ্ক ও UPI পরিষেবা প্রদানকারীদের (যেমন Google Pay, PhonePe) প্রতি সপ্তাহে অন্তত একবার তাদের ডাটাবেস আপডেট করতে হবে। সাথে সাথে সন্দেহজনক নম্বর সনাক্ত ও অপসারণ করতে ডিজিটাল ইন্টেলিজেন্স প্ল্যাটফর্ম বা DIP ব্যবহার করতে হবে। পাশাপাশি MNRL তালিকা অনুযায়ী নিষ্ক্রিয় মোবাইল নম্বর সরিয়ে ফেলতে হবে।

UPI পরিষেবা সক্রিয় রাখতে চাইলে ১ এপ্রিলের আগে নিজের মোবাইল নম্বর আপডেট করতে হবে বা সক্রিয় রাখতে হবে। অন্যথায়, ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে লিঙ্ক করা UPI পরিষেবা স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে।

আরও পড়ুন। Fixed Deposit: SBI নাকি PNB? ১ লাখ টাকার FD করলে কোথায় বেশি লাভ, জানলে চমকে যাবেন!

About Author