লেটেস্ট খবরবিনোদনভাইরাললাইফ স্টাইলরেসিপি

Budget 2024: বাজেট নিরূপণের পরই দাম কমল সোনা থেকে মোবাইলের! দাম বাড়ল কোন কোন জিনিসের? জানুন বিস্তারিত

Published on:

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Budget 2024: মধ্যবিত্তরা ছিলেন আশায়, তৃতীয় বার মোদি সরকার গঠনের পর এই বাজেট পূরণ করবে তাদের চাহিদা। সত্যিই কি চাহিদা পূরণ হলো সমাজের নিম্ন মধ্যবিত্ত মানুষের। বাজেট নিয়ে আগে অনেক স্বপ্ন দেখিয়েছিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী থেকে প্রধানমন্ত্রী। অবশেষে আজ পেশ করা হলো কেন্দ্রীয় বাজেট। গত ফেব্রুয়ারিতে দ্বিতীয় মোদি সরকার শেষ বাজেট পেশ করেছিল।

তৃতীয় মোদি সরকারের বাজেট:

২০২৪ ২০২৫ অর্থ বর্ষের পূর্ণাঙ্গ বাজেট এবারে তুলে ধরলেন নির্মলা। প্রায় দেড় ঘন্টার বাজেট পেশ করা হয়। গত কয়েক বছরের বাজেটের পরিসংখ্যানের দিকে নজর রাখলে দেখা যাবে, নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বাজেট পেশ করেছে বিজেপি। তবে এবারে তেমনটা নেই। যদিও বাজেটে বিহার এবং অন্ধ্রপ্রদেশের জন্য একেবারে উপহারের ডালি সাজিয়ে রেখেছে মোদি সরকার।

এবারের বাজেটে বিভিন্ন জিনিসের উপর কর ছাড় দেওয়ার ঘোষণা করেছে কেন্দ্রীয় অর্থমন্ত্রী। কোথাও অর্ধেক আবার কোন পণ্যে পুরোপুরি ছাড় দেওয়া হয়েছে শুল্কতে। প্লাস্টিক, পলিভিনাইল ক্লোরাইড, সোলার প্যানেল প্রভৃতির দাম বেড়ে গেল এক ধাক্কায়। স্বাভাবিকভাবেই এসব জিনিস মহার্ঘ্য হলে তার ব্যবহার কমে যাবে বলেই ওয়াকিবহাল মহলের মতামত।

কমছে ওষুধের দাম:

দাম কমছে ইলেকট্রনিক জিনিস বিশেষত, মোবাইল চার্জারের। এছাড়া চিকিৎসা ক্ষেত্রে ক্যান্সারের তিনটি ওষুধ, এক্সরে মেশিনের দাম কমছে উল্লেখযোগ্য হাড়ে। দাম কমতে চলেছে সোনা রুপোর, স্বাভাবিকভাবেই মুখে হাসি ফুটেছে মধ্যবিত্তের। তামার যে কোন দ্রব্যের উপরে ৪ শতাংশ কমানো হয়েছে শুল্ক। আয়করের নতুন কাঠামোতে স্ট্যান্ডার্ড ডিডাকশন পঞ্চাশ হাজার টাকা থেকে করা হয়েছে ৭৫ হাজার টাকা।

WhatsApp Group Join Now

আরও পড়ুন: Budget 2024: জেটে নয়া আয়কর কাঠামোর ঘোষণা, অর্থমন্ত্রীকে ‘দহি-চিনি’ খাওয়ালেন রাষ্ট্রপতি এবার কত হারে ট্যাক্স?

এছাড়া, বিদ্যুৎ বিল এবং কৃষিজাত বিভিন্ন পণ্যের দাম কমানো হয়েছে। কাচা সবজি বাজার নিয়ে গত কয়েকদিন ধরেই চলছে নানান রকম দর কশাকষী। সবজি বাজারের দাম এবং বেবি ফুডের দাম কমানো হয়েছে। দুগ্ধজাত পণ্যের দাম কমানো হয়েছে। প্রসঙ্গত গত অর্থের বেড়ে গিয়েছিল দুগ্ধজাত পণ্যের দাম। শিক্ষাক্ষেত্রে বড়সড় সুযোগের কথা ঘোষণা করা হয়েছে বাজেটে। বিশেষ করে শিক্ষার্থীদের শিক্ষা ঋণের বরাদ্দ বৃদ্ধি করবার ঘোষণা করা হয়েছে এই বাজেটে।

আরও পড়ুন: Ditipriya Roy: বাবার ক‍্যানসার ধরা পড়ায়, সংসারের দায়িত্ব কাঁধে তুলে নিয়েছে রানীমা

About Author
Adhrit Roy

বিগত প্রায় চার বছর ধরে ডিজিটাল মিডিয়ায় কাজের সঙ্গে যুক্ত। যেকোনো ধরণের জেনারেল নিউজ লেখায় পারদর্শী।