লেটেস্ট খবরবিনোদনভাইরাললাইফ স্টাইলরেসিপি

TRP List: টিআরপিতে মহা ধামাকা! প্রথম পাঁচে উঠে এলো জলসা, কোন ধারাবাহিকের হাত ধরে?

Published on:

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

TRP List: বৃহস্পতিবার অর্থাৎ টিআরপি (TRP) বেরনোর দিন। ছোট পর্দার কোন ধারাবাহিক কেমন স্কোর করেছে ? কাদের দর্শক বেশি পছন্দ করছে সব জানার উপায় এই টিআরপি। সাম্প্রতিক সামনে এসেছে বাংলা টেলিভিশনের (Bangla Television) গত সপ্তাহের মার্কশিট। একেবারে হাড্ডাহাড্ডি লড়াই চলছে বাংলা টেলিভিশনে। গত কয়েক সপ্তাহ ধরে বিরাট রদবদল হয়েছে রেটিং চার্টে।

এই সপ্তাহে বেঙ্গল টপার ‘ফুলকি'(Phulki), পেয়েছে ৭.২। দ্বিতীয় স্থান বহাল ‘নিম ফুলের মধু’ (Neem Phuler Modhu)-র, পেয়েছে ৭.১। ৬.৫ নম্বর পেয়ে ‘কোন গোপনে মন ভেসেছে'(Kon Gopone Mon Bheseche) রয়েছে তৃতীয় স্থানে। চতুর্থ স্থানে উঠে এসেছে নতুন মেগা ‘শুভ বিবাহ’ (Subho Bibaho) পেয়েছে ৬.৪ রেটিং পয়েন্ট। এবার পঞ্চমে ‘জগদ্ধাত্রী’ (Jagaddhatri)-র ঝুলিতে ৬.২।

৬.১ নম্বর পেয়ে ‘রোশনাই'(Roshnai) রয়েছে ষষ্ঠ স্থানে, পেয়েছে ৬.১। সপ্তম স্থানে যৌথভাবে রয়েছে দুটি মেগা সিরিয়াল। ‘কথা'(Kotha) ও ‘উড়ান’ (Udaan)-র স্কোর ৬.০। এদিকে অষ্টমে স্থানেও যৌথভাবে রয়েছে দুটি ধারাবাহিক। ‘অনুরাগের ছোঁয়া'(Anurager Chhowa) ও ‘হরগৌরী পাইস হোটেল’ (Horogouri Pice Hotel)-র ঝুলিতে ৫.৭। নবমে ‘গীতা এলএলবি'(Geeta LLB)-র ঝুলিতে ৫.৪ রেটিং পয়েন্ট। ৪.৯ নম্বর পেয়ে দশম স্থানে রয়েছে ‘মিঠিঝোরা’ (Mithijhora)।

কয়েক সপ্তাহ আগে পর্যন্তও টিআরপি তালিকায় একচ্ছত্র রাজত্ব চালিয়ে গিয়েছে জনপ্রিয় ধারাবাহিক জগদ্ধাত্রী। কিন্তু চলতি মাসে বেশ কিছুটা পিছিয়ে পড়েছে এই সিরিয়াল। শীর্ষস্থান দখলের লড়াই চলছে ফুলকি, নিম ফুলের মধু, কোন গোপনে মন ভেসেছে-র মধ্যে।

WhatsApp Group Join Now

আর তারই মধ্যে এবারেও সকলকে পিছনে ফেলে টিআরপি তালিকার শীর্ষে জায়গা করে নিল ফুলকি। টানটান উত্তেজনা আর টুইস্টের মধ্যে দিয়ে এগিয়ে চলেছে এই সিরিয়ালের প্রতিটা এপিসোড। এবার কোন সিরিয়াল চলবে এবং কোনটি হবে বন্ধ সব গল্প জানতে চোখ রাখতে হবে আবার আগামি টিআরপি লিস্টে।

আরও পড়ুন: Reliance Jio: বাজারে নতুন স্মার্ট টিভি লঞ্চ করতে চলেছে রিলায়েন্স কোম্পানি, জিও গ্রাহকরা পাবে বিনামূল্যে পরিষেবা

About Author
Adhrit Roy

বিগত প্রায় চার বছর ধরে ডিজিটাল মিডিয়ায় কাজের সঙ্গে যুক্ত। যেকোনো ধরণের জেনারেল নিউজ লেখায় পারদর্শী।