লেটেস্ট খবরবিনোদনভাইরাললাইফ স্টাইলরেসিপি

TRP List: টিআরপিতে স্থান হারালো কথা! এগিয়ে রইল কে নিম ফুলের মধু নাকি ফুলকি! দেখে নিন আজকের টিআরপি তালিকা

Published on:

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

TRP List: প্রথমবার টিআরপি লিস্টে একেবারে প্রথমে জায়গা করে নিয়েছিল স্টার জলসার কথা (Kotha)। স্টার জলসার এই ধারাবাহিক নিয়ে শেষের গুঞ্জন চলছে বেশ কয়েক মাস থেকে। টিআরপি তালিকায় জায়গা না পেয়ে নাকি পাততাড়ি গুটিয়ে চলে যেতে চেয়েছিলেন পরিচালক। তবে গত সপ্তাহে দর্শকদের বিচারে প্রথম হয় কথা। এবারে চলে এসেছে চলতি সপ্তাহের টিআরপির ফলাফল।

কাদের সবার চেয়ে সেরা করেছে জনতা জনার্দন। এবারে আর কথার জাদুতে মুগ্ধ হলো না দর্শক বরং স্টার জলসাকে টেক্কা দিল জি বাংলা (Zee bangla)। লিস্টে প্রথমে চলে গেল নিম ফুলের মধু (Neem Phooler Madhu)। তারকাটা পর্না এবং সৃজনের মিষ্টি ঝাল কেমিস্ট্রি দেখিয়ে প্রথম স্থান দখল করে নিয়েছে এই ধারাবাহিক। তবে তাদের পয়েন্ট খুব একটা বেশি নয় মাত্র ৬.৯! দুই নম্বরে রয়েছে জি বাংলার আরও একটি ধারাবাহিক ফুলকি, (Phulki)তারা পেয়েছে ৬.৫। অন্যদিকে তৃতীয় স্থানে রয়েছে স্টার জলসার কথা। যারা গত সপ্তাহে একেবারে প্রথমে ছিল। পাঁচক মশাই এবং গোবর দেবীর প্রেম এখন রীতিমত জমে উঠেছে। দুজন দুজনকে ভালোবাসে কিন্তু কেউ কাউকে কিছুই বলতে পারছে না। চার নম্বরে রয়েছে জি বাংলার কোন গোপনে মন ভেসেছে (Kon gopone mon veseche) এবং স্টারের গীতা এলএলবি(Gita LLB)।

একেবারে পঞ্চম স্থানে এক ধাক্কায় নেমে গিয়েছে জগদ্ধাত্রী(Jagghadhatri)। জগদ্ধাত্রীর ম্যাড়মেড়ে গল্প নাকি আর পছন্দ হচ্ছে না দর্শকদের। টিআরপি (TRP List) তালিকায় সেরা দশ কারা দেখুন এক নজরে :

  • নিম ফুলের মধু ৬.৯
  • ফুলকি ৬.৫
  • কথা ৬.৩
  • কোন গোপনে মন ভেসেছে এবং গীতা এলএলবি ৬.২
  • জগদ্ধাত্রী ৫.৯
  • অনুরাগের ছোঁয়া ৫.৩
  • বধুয়া ৫.২
  • জল থৈথৈ ভালোবাসা ৪.৮
  • রোশনাই ৪.৫
  • আলোর কোলে ৪.৪!

আরও পড়ুন: Gold Price: লক্ষীবারে ৬৫০০ টাকা অবধি কমল সোনার দাম; এক নজরে দেখে নিন আজকের বাজার দর

গীতা এলএলবি প্রথমে বেশ ভালো রেটিং করলেও ধীরে ধীরে অনেকটাই নিচে নেমে এসেছে। এদিকে সবেমাত্র শুরু হওয়া ধারাবাহিক রোশনাই এর গল্প বেশ ভালো লাগছে দর্শকদের। বারবার একঘেয়েমি আর সহ্য করতে পারছে না জল থৈথৈ ভালোবাসার দর্শকরা।

WhatsApp Group Join Now
About Author
Adhrit Roy

বিগত প্রায় চার বছর ধরে ডিজিটাল মিডিয়ায় কাজের সঙ্গে যুক্ত। যেকোনো ধরণের জেনারেল নিউজ লেখায় পারদর্শী।