লেটেস্ট খবরবিনোদনভাইরাললাইফ স্টাইলরেসিপি

Tollywood Actresses: পার্শ্বচরিত্রে অভিনয় করেই জিতেছেন দর্শকদের মন! চ্যালেঞ্জিং চরিত্রে সেরা টেলি পাড়ার এই অভিনেত্রীরা

Published on:

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Tollywood Actresses: কিছু বছর আগেও বাংলা টেলিভিশনের সিরিয়ালে অভিনেত্রী হওয়ার ইঁদুর দৌড়ে নাম লেখাতেন অভিনেত্রীরা। কারণ অভিনেত্রী মানেই জনপ্রিয়তা। পার্শ্বচরিত্রের তেমন গুরুত্ব কিছু বছর আগে ছিল না বললেই চলে। তবে এখন সেই মিথ ভেঙেছে। আজকের দিনে বাংলা ধারাবাহিকের চ্যালেঞ্জিং চরিত্রগুলি প্রধান নায়িকার (Tollywood Actresses) সমতুল্য জনপ্রিয়তা অর্জন করে থাকে। বর্তমানে বাংলা সিরিয়ালে এমন কিছু চ্যালেঞ্জিং চরিত্র রয়েছে যারা তাদের অভিনয় দক্ষতায় মন জিতে নিয়েছেন দর্শকদের। আজকের প্রতিবেদনে রইল এমন কিছু জনপ্রিয় অভিনেত্রীর (Tollywood Actresses) কথা যারা নায়িকা না হয়েও জনপ্রিয়তা অর্জন করেছেন দর্শক মহলে।

পুতুল (শ্রীতমা ভট্টাচার্য):

চ্যালেঞ্জিং চরিত্রর কথা বললেই প্রথমেই যার নাম মাথায় আসে সেটি হল পুতুল। জি বাংলার ‘কার কাছে কই মনের কথা’ ধারাবাহিকে পুতুল চরিত্রে অভিনয় করেছিলেন অভিনেত্রী শ্রীতমা ভট্টাচার্য। স্টার জলসার ‘জল নূপুর’ ধারাবাহিকের পারি পাগলির পর এই প্রথম কোনও স্পেশাল চাইল্ডের চরিত্র টিভির পর্দায় জনপ্রিয়তা অর্জন করেছিল। স্পেশাল চাইল্ডের ভূমিকায় শ্রীতমা অপরাজিতা আঢ্যের রেকর্ড যে ভেঙে দিয়েছে তা বলাই বাহুল্য।

গিনি (ঐশী ভট্টাচার্য):

এরপরই এই তালিকায় যার নাম উঠে আসে তিনি হলেন অভিনেত্রী ঐশী ভট্টাচার্য। ‘ইচ্ছে পুতুল’ ধারাবাহিক শেষ হলেও ‘গিনি’ চরিত্রটি সারাজীবন দর্শকের মনের মণিকোঠায় থেকে যাবে। নায়িকা না হয়েও পার্শ্বচরিত্রে দর্শকদের মনে দাগ কেটেছিলেন ঐশি। একটি চ্যালেঞ্জিং চরিত্রকে যেভাবে তিনি পর্দায় তুলে ধরেছিলেন তা সত্যিই প্রশংসনীয়। ধারাবাহিকের শুরুর দিকে গিনি চরিত্রটি অতটা চ্যালিঞ্জ না হলেও বিয়ের পর থেকে এই চরিত্র অন্য মোড় নেয়। যেখানে দেখানো হয় নিজের স্বামী কাছ থেকে প্রতিনিয়ত শারীরিক এবং মানসিক নির্যাতনের শিকার গিনি। এমন একটা বিষয়বস্তু পর্দায় তুলে ধরা খুব সহজ কাজ নয়। তবে নিজের ১০০ শতাংশ দিয়ে চরিত্রটি সার্থক করে তুলেছিলেন ঐশি।

কৌশিকী মুখার্জি (রূপসা চক্রবর্তী):

অভিনেত্রী রূপসা চক্রবর্তীকে পছন্দ করেন না এমন দর্শকের সংখ্যা খুবই কম। একাধিক ধারাবাহিকে অভিনয় করে নিজের অভিনয় দক্ষতায় হাজার হাজার দর্শকের মন জয় করেছেন তিনি। গল্পের নায়িকা নয় বরং পার্শ্বচরিত্রে অভিনয় করেই জনপ্রিয়তা পেয়েছেন অভিনেত্রী রূপসা। তবে বর্তমানে তাঁকে দর্শক কৌশিকী মুখার্জি হিসাবেই চেনেন। জি বাংলার জগদ্ধাত্রী ধারাবাহিকে কৌশিকী চরিত্রে তার অভিনয় সবকিছুকে ছাপিয়ে গিয়েছে। ধারাবাহিকে কৌশিকী চরিত্রটি এমন একটি চরিত্র যেখানে নায়িকার থেকে বেশি চর্চা হয় তাঁকে নিয়ে। নিজের অনবদ্য অভিনয়ে কৌশিকী চরিত্রটিকে আরও প্রাণবন্ত করে তুলছেন রূপসা চক্রবর্তী।

WhatsApp Group Join Now
কৃষ্ণা (অরিজিতা মুখোপাধ্যায়):

জি-বাংলার ‘নিম ফুলের মধু’ ধারাবাহিকের জনপ্রিয়তার পিছনে সৃজন-পর্ণার পাশাপাশি আরও যে চরিত্রে অবদান অনস্বীকার্য তিনি হলেন কৃষ্ণা। এই চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী অরিজিতা মুখোপাধ্যায়। ধারাবাহিকে কৃষ্ণা চরিত্রটি এমন একটি চরিত্র যিনি ছেলের ভালোবাসায় অন্ধ, হিংসুটে শাশুড়ি, এক কথায় ভিলেনও বলা চলে। ধারবাহিকের অন্যতম আকর্ষণ যে পর্ণার শাশুড়ি তা বলাই বাহুল্য।

দিব্যা সেন (প্রিয়া পাল) :

জি বাংলার অন্যতম জনপ্রিয় ধারাবাহিক ‘জগদ্ধাত্রী’। এই ধারাবাহিকে জগদ্ধাত্রী-কৌশিকী, মেহেন্দি ছাড়াও আরও একটি চরিত্র জনপ্রিয়তা অর্জন করেছে দর্শক মহলে। সেটি হল দিব্যা সেন, যেই চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী প্রিয়া পাল। অনেক বছর বাদে এই ধারাবাহিকে ভিলেন হয়ে ফিরেছন অভিনেত্রী। পার্শ্বচরিত্র হয়েও নিজের অভিনয় দক্ষতায় খুব অল্প সময়ের মধ্যে দিব্যা সেন চরিত্রটি দর্শকের মধ্যে জনপ্রিয় করে তুলেছেন প্রিয়া।

আরও পড়ুন: Rachana Banerjee: বয়কটের দাবি উঠেছে নেটদুনিয়ায়! এ বিষয়ে কী বললেন বাংলার ‘দিদি নম্বর ১’ রচনা ব্যানার্জী

About Author
Adhrit Roy

বিগত প্রায় চার বছর ধরে ডিজিটাল মিডিয়ায় কাজের সঙ্গে যুক্ত। যেকোনো ধরণের জেনারেল নিউজ লেখায় পারদর্শী।