লেটেস্ট খবরবিনোদনভাইরাললাইফ স্টাইলরেসিপি

Tollywood Update: শুটিং বন্ধ! শুনশান টলিপাড়া, সম্ভাবনা বাড়ছে পুনঃপ্রচারের

Published on:

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Tollywood Update: ধারাবাহিকের শুটিং বন্ধ থাকার অর্থ নতুন এপিসোড কমে আসার সম্ভাবনা। পরিচালকদের সঙ্গে ফেডারেশনের সমস্যায় সোমবার থেকে টলিপাড়ার সমস্ত শুটিং অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে। এই ধরনের ঘটনায় সিনেমা ও ওয়েব সিরিজ়ের কাজ নিয়ন্ত্রণ করা গেলেও, সমস্যায় ধারাবাহিক। কারণ এপিসোড ব্যাঙ্কিং ও সম্প্রচারের চাপ।

বেশ কয়েকদিন ধরেই টলিপাড়ায় চলছে সংঘাত। একদিকে, টেকনিশিয়ান ফেডারেশন। অন্যদিকে, ডিরেক্টরস গিল্ড থেকে শুরু করে ইন্ডাস্ট্রির একাংশ।প্রতিদিন ড্রইংরুমে যাদের দেখে অভ্যস্ত দর্শক, হঠাৎই তাদের দেখা যাবে না! অনেকে কারণ জানলেও, এমন অনেকেই আছেন যারা উত্তর খুঁজবেন। তাদের কাছে পরিচালক-প্রযোজক-টেকনিশিয়ান-গিল্ড এসবের ঊর্ধে বিনোদন। এই সিদ্ধান্ত কি তবে ইন্ডাস্ট্রির জন্য ক্ষতি নয়! নাকি একমুহূর্তের কিছু থমকে যাওয়া ভবিষ্যতের জন্য ভালো পথ দেখাবে?

সোমবার বিকেলে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বাড়িতে বসে মিটিং পরিচালকদের । কিন্তু তাতেও কাটে উঠে না জট। একদিকে যেমন পরিচালকরা নিজেদের জায়গায় অনড়, তেমনই আরেকদিকে টেকনিশিয়ানরা। এবার তাহলে কি যতদিন না এই অচলাবস্থা কাটছে ততদিন কি বন্ধ থাকবে পছন্দের সমস্ত ধারাবাহিক?

সোমবার প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বাড়ির মিটিংয়ের পর বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে, পরিচালকরা ফ্লোরে যাবেন না এই সিদ্ধান্ত অটল রইল। কারণ মিটিংয়ে ১২০ থেকে ১৩০ জন পরিচালক উপস্থিত ছিলেন। এবং সবাই একত্রে এই সিদ্ধান্ত সমর্থন করেছেন! কারণ তাঁরা সম্মানের সঙ্গে কাজ করতে চান।

WhatsApp Group Join Now

যদিও কম বেশি সমস্ত ধারাবাহিকেরই কিছু কিছু পর্ব ব্যাঙ্কিং করা থাকে। কিন্তু লাগাতার এভাবে কাজ বন্ধ থাকলে অচিরেই সেই সমস্ত ধারাবাহিকের নতুন পর্বের সম্প্রচার বন্ধ হবে যে সেটা বলার অপেক্ষা রাখে না। শুটিং বন্ধ হলেও সকলেই আশাবাদী। শীঘ্রই বেরবে সমাধান সূত্র। আবারও সবপক্ষ মিলেমিশে হইহই করে কাজকর্ম করবে। সেটা পুজোর ছবির শুটিং হোক, কিংবা সিরিয়াল-ওটিটি। এক বুক আশায় পরিচালক-প্রযোজক থেকে কলাকুশলীরা।

আরও পড়ুন: ‘ঋষির আনা সব অভিযোগ পুরোটাই মিথ্যে’, এবার বিস্ফোরক ঋষিপত্নী দেবযানী

About Author
Adhrit Roy

বিগত প্রায় চার বছর ধরে ডিজিটাল মিডিয়ায় কাজের সঙ্গে যুক্ত। যেকোনো ধরণের জেনারেল নিউজ লেখায় পারদর্শী।