Neel-Trina Divorce: টলিপাড়ার (Tollywood) অন্যতম সেরা এবং চর্চিত জুটি নীল ভট্টাচার্য (Neel Bhattacharya) ও তৃণা সাহা (Trina Saha)। কলেজ জীবন থেকে এক অপরের প্রেমে পড়েছিলেন নীল-তৃণা। বহু বছর সম্পর্কের পর ২০২১ সালে সাত পাকে বাঁধা পড়েছিলেন এই জুটি। তাঁদের বিয়ে নিয়ে তুমুল মাতামাতিও হয়েছিল। কিন্তু কয়েক বছর ঘুরতে না ঘুরতেই সমাজমাধ্যমে খবর বিয়ে ভাঙতে চলেছে নীল তৃণার। চুক্তির বিয়ে ভেঙে নাকি আলাদা হচ্ছেন তাঁরা এমনকি কয়েক বছর ধরে নাকি আলাদাই ছিলেন এই জুটি।
বিচ্ছেদ নিয়ে কি বললেন অভিনেত্রী?
গত সোমবার থেকেই এই ধরনের সব খবরে তোলপাড় নেটপাড়া। এই নিয়ে কি বলছেন অভিনেত্রী তৃণা সাহা? আদৌ কি বিয়ে ভাঙছে তাঁদের সত্যিই কি তবে চুক্তির বিয়েতে আবদ্ধ হয়েছিলেন নীল-তৃণা! এক বিশ্বস্ত সংবাদমাধ্যমের তরফে অভিনেত্রী তৃণা সাহার সঙ্গে যোগাযোগ করা হলে অভিনেত্রী জানান, এ রকম কিছুই হচ্ছে না। এ বারেও ভুয়ো খবর ছড়ানো হচ্ছে। পুরোটাই মিথ্যে।” উল্লেখ্য, বর্তমানে স্টার জলসার পরশুরাম ধারাবাহিকের শুটিংয়ে ব্যস্ত রয়েছেন তৃণা সাহা।
নতুন করে বিচ্ছেদের গুঞ্জনে তোলপাড় নেটমাধ্যম:
সোমবার সকালে হঠাৎই জানা যায়, চার বছরের এক চুক্তির বিয়েতে আবদ্ধ হয়েছিলেন নীল ভট্টাচার্য ও তৃণা সাহা। চুক্তি অনুযায়ী স্থির হয়েছিল চার বছর তাঁরা একসঙ্গে থাকবেন, লৌকিকতাও করবেন। তবে কানাঘুষো শোনা যায়, বিয়ের ছ’মাসের মধ্যেই নাকি সম্পর্কের অবনতি ঘটে এবং আলাদা থাকা শুরু করেন দুজনেই। সেই সময়েও তৃণা বিশ্বস্ত এক সংবাদমাধ্যমকে এই বিষয়ে জানান, তাঁরা ভাল আছেন। সুখে সংসার করছেন। কোথাও কোনও সমস্যা নেই। কাজের ব্যস্ততার কারণে উভয়কে একসঙ্গে দেখা যাচ্ছে না। এরপর নীলের জন্মদিন ধুমধাম করে পালন করতেও দেখা গিয়েছিল তৃণাকে। পুজোয় একসঙ্গে সময় কাটানোর ছবি, ভিডিয়ো সবই সোশ্যাল মিডিয়ায় আপলোড করেন এই জুটি। সেই সময় বিষয়টি ধামাচাপা পড়ে গেলেও সোমবার থেকে আবারও নতুন করে মাথাচাড়া দিয়ে উঠেছে এই গুঞ্জন।
শোনা যাচ্ছে, এবার আর মিটমাট করে নিতে রাজি নন তৃণা সাহা। তৃণার মতো প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের প্রযোজনা সংস্থার ধারাবাহিক ‘অমর সঙ্গী’তে নায়কের ভূমিকায় দেখা যাচ্ছে নীলকে। তিনিও শুটিংয়ে ব্যস্ত। এই বিষয়ে তাঁর মতামত জানতে যোগাযোগ করা হলেও ফোনে সাড়া দেননি তিনি।