Today’s Weather Report: ঝড় বৃষ্টির পালা শেষ। আবারও একবার ঘন কুয়াশার চাদরে চাকতে চলেছে বাংলার কয়েক জেলা। আজ বেশ কিছু জায়গায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস জারি করা হলেও হালকা ঠান্ডার আমেজ থাকবে। এক নজরে দেখে নেওয়া যাক আজ সারাদিন আবহাওয়া কেমন থাকবে।
জেনে নেওয়া যাক, দক্ষিণবঙ্গের আবহাওয়া (South Bengal Weather Update) কেমন থাকবে?
বঙ্গ থেকে বিদায় নিয়েছে বৃষ্টি। আপাতত কলকাতা-সহ দক্ষিণের সব জায়গাতেই আবারও কিছু দিন শুকনো আবহাওয়া বিরাজ করবে এমনটাই জানিয়েছে হাওয়া অফিস। সেইসঙ্গে এই কিছুদিন তাপমাত্রার পারদও খানিক এনবিআর। সঙ্গে দাপট থাকবে ঘন কুয়াশার। কুয়াশার কারণে দৃশ্যমানতা ২০০ মিটারের নীচে নেমে যেতে পারে। আজ যে জেলাগুলিতে ঘন কুয়াশার দাপট থাকবে সেগুলি হল দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান বাঁকুড়া।
জেনে নিন, কেমন থাকবে আজ উত্তরবঙ্গের আবহাওয়া (North Bengal Weather Update)?
আজ উত্তরবঙ্গের বেশ কিছু জেলায় (দার্জিলিং, কালিম্পঙ, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার) বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভবনা রয়েছে। পাশাপাশি ঘন কুয়াশার সতর্কতা জারি করা হয়েছে দার্জিলিং, কালিম্পঙ, উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলায়। দার্জিলিংয়ের কোথাও কোথাও আবার তুষারপাতের সম্ভবনাও রয়েছে।
জেনে নিন আগামীকালের আবহাওয়া (Tomorrow Weather Update) কেমন থাকবে?
আপাতত কয়েকদিন দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আকাশ মেঘলা থাকলেও বৃষ্টির সম্ভবনা নেই। আবহাওয়া দফতর জানিয়েছে, বুধ, বৃহস্পতি কোথাও উল্লেখ্যযোগ্য বৃষ্টির পূর্বাভাস নেই। দার্জিলিঙ-এর উঁচু পার্বত্য এলাকায় হালকা তুষারপাত হতে পারে। হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি জেলাতে। তবে সর্বত্র তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস হ্রাস পাবে।