লেটেস্ট খবরবিনোদনভাইরাললাইফ স্টাইলরেসিপি

Today’s Gold Rate: সপ্তাহের শুরুতেই মিললো স্বস্তি, কমলো সোনা রুপোর মূল্য

Updated on:

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Today’s Gold Rate: বর্তমানে যেভাবে জিনিসের দাম অগ্নি মূল্য হচ্ছে তাদের করে মধ্যবিত্তরা বেশ চিন্তাতেই পড়েছেন। পাশাপাশি সোনা রুপোর দাম দিন দিন বেড়েই চলেছে। সোনা রূপো হল এমন দুটি ধাতু যা সারা বছরই বিক্রি হতে থাকে। মধ্যবিত্ত পরিবার হোক বা ধনী পরিবার সব পরিবারের সোনা রুপো কেনা হয়ে থাকে। ভবিষ্যতের জন্য অনেকেই একটু একটু করে সোনা সঞ্চয় করতে থাকেন। কিন্তু যেভাবে সোনার দাম বাড়ছে তাতে কতদিন পর্যন্ত সেই সোনা মধ্যবিত্ত কেনার সাধ্যের মধ্যে থাকবে সেটা বলা যাচ্ছে না।

যদিও সোনা রুপার দাম প্রতিদিনই ওঠানামা করছে। কখনো একলাফে অনেকটা বেড়ে গেল তো আবার কখনো এক ধাক্কায় অনেকটাই কমে যায় সোনা রুপার দাম। তাই প্রতিদিনই খবরের কাগজ এবং নিউজ চ্যানেলে চোখ রাখতে হয় কবে কেমন দাম রয়েছে সেটার জানার জন্য। আজকের প্রতিবেদনে তাই আপনাদের জন্য আমরা সোনা রুপার আজকের কি মূল্য রয়েছে সেটা জানাবো।

সোমবার সোনার মূল্য(Gold Rate):

শনিবার ১ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম রয়েছে ৭,০৫৮ টাকা এবং কেজি প্রতি সোনার দাম রয়েছে ৭,০৫,৮০০ টাকা। রবিবার কোনো পরিবর্তন আসেনি সোনার দামে। সোমবারও একই দাম রয়েছে ২৪ ক‍্যারাট সোনার। শনিবার ১ গ্রাম ২২ ক‍্যারাট সোনার দাম রয়েছে ৬,৪৭০ টাকা। কেজি প্রতি সোনার দাম এদিন রয়েছে ৬,৪৭,০০০ টাকা।

রবিবার ২২ ক‍্যারাট সোনার দামও রয়েছে অপরিবর্তিত। সোমবারেও কেজি প্রতি ২২ ক‍্যারাট সোনার দাম রয়েছে ৬,৪৭,০০০ টাকা। শনিবার ১ কেজি ১৮ গ্রাম সোনার দাম রয়েছে ৫,২৯,৪০০ টাকা। দামে কোনো বদল আসেনি রবিবার। এদিনও ১ গ্রাম ১৮ ক‍্যারাট সোনার দাম রয়েছে ৫,২৯৪ টাকা। সোমবারেও অপরিব‍র্তিত ১৮ ক‍্যারাট সোনার দাম।

WhatsApp Group Join Now
সোমবার রুপোর দাম

শনিবার ১ কেজি রূপোর দাম রয়েছে ৮৫,৫০০ টাকা। সোনার মতো রূপোর দামেও কোনো পরিবর্তন হয়নি রবিবার। সোমবার ১ গ্রাম রূপোর দাম রয়েছে ৮৫.৭০ টাকা এবং কেজি প্রতি রূপোর দাম রয়েছে ৮৫,৭০০ টাকা।

আরও পড়ুন: IND vs SL ODI Series : শ্রীলঙ্কার বোলার ভ্যান্ডারস এর জাদুতে কুপোকাত রোহিতের ভারত, ODI সিরিজে এগিয়ে গেলো শ্রীলঙ্কা

আরও পড়ুন: Air India Express: স্বাধীনতা দিবস উপলক্ষে এবারে বিরাট বড় অফার নিয়ে আসলো এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস, জলের দামে বিক্রি হচ্ছে টিকিট

About Author
Ankana Chowdhury

নমস্কার আমার নাম অঙ্কনা চৌধুরী। আমি বিগত দু'বছর ধরে ডিজিটাল মিডিয়াতে কাজের সঙ্গে যুক্ত রয়েছি। এই দু বছরে আমি বিভিন্ন ধরনের বিষয়ের উপরে জেনারেল নিউজ লিখেছি। এবং বর্তমানে আমি অনেকটাই কাজ শিখে এই জেনারেল নিউজ লেখায় নিজেকে সাবলীল করে তুলেছি। এই কয়েক বছরে আমার অভিজ্ঞতা ভীষণই ভালো।