লেটেস্ট খবরবিনোদনভাইরাললাইফ স্টাইলরেসিপি

Today’s Gold Rate: সোনার দাম পড়ল বাজেটের পর, আজ শুক্রবার সোনা কেনার মোক্ষম সুযোগ

Published on:

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Today’s Gold Rate: সোনা হল এমন একটি ধাতু যার চাহিদা দিন দিন বাড়ে বই কমেনা। প্রতিদিনই আমাদের দেশে সোনা বিক্রি হচ্ছে। তাই সোনার চাহিদা প্রতিদিনই থাকে। সেই কারণে সাধারণ মানুষের প্রতিদিন সোনার দামের উপর নজর থাকে। কোন দিন সোনার দাম কত রয়েছে সেই নিয়ে সকলেরই ধারণা থাকা দরকার। দেশ বিদেশে সোনার ব্যাপক চাহিদা রয়েছে।

তবে যেভাবে প্রতিদিন সোনার দাম বাড়ছে তাতে করে কদিন পরে সোনা কিনতে গেলে মধ্যবিত্তের পকেট খালি হয়ে যাবে। সোনার দাম প্রতিদিন এক থাকেনা কিন্তু বর্তমানে সোনার যে দাম রয়েছে তাতে সোনা কেনার ক্ষমতা মধ্যবিত্তের নাগালের বাইরে বেরিয়ে যাচ্ছে।

যেকোনো শুভ অনুষ্ঠান বিয়ে, জন্মদিন, অন্নপ্রাশন, বিবাহ বার্ষিকীতে আত্মীয়-স্বজনরা সোনা উপহার দিয়ে থাকে। কিন্তু আকাশছোঁয়ার সোনার দাম হওয়ায় এখন সোনা দেওয়া থেকে অনেকেই বিরত থাকেন। সোনার দাম একেক দিন একেক রকম থাকে। কখনো একলাফের সোনার দাম অনেকটাই বেড়ে যায়। আবার কখনো সোনার দাম অনেকটাই কমে যায়। আজ শুক্রবার চলুন দেখে নেওয়া যাক বাজারে সোনা রুপোর কি মূল্য রয়েছে।

শুক্রবার সোনার দাম (Gold Rate):

বৃহস্পতিবার ১ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম ছিল ৬,৯৮২ টাকা। কেজি প্রতি সোনার দাম রয়েছে ৬,৯৮,২০০ টাকা। শুক্রবারে অপরিবর্তিত রয়েছে দাম। বৃহস্পতিবার কেজি প্রতি ২২ ক‍্যারাট সোনার দাম ছিল ৬,৪০,৪০০ টাকা। শুক্রবারেও অপরিবর্তিত রয়েছে দাম। বৃহস্পতিবার ১ কেজি ১৮ ক‍্যারাট সোনা ছিল ৫,২৩,৭০০ টাকা। শুক্রবারও একই দাম রয়েছে ১৮ ক‍্যারাট সোনার।

WhatsApp Group Join Now
শুক্রবার রুপোর দাম

বুধবার গ্রাম প্রতি রূপোর দাম ছিল ৮৭.৫০ টাকা এবং কেজিতে দাম রয়েছে ৮৭,৫০০ টাকা। বৃহস্পতিবার কেজি প্রতি রূপোর দাম ছিল ৮৪,৫০০ টাকা। শুক্রবার রূপোর দাম অপরিবর্তিত রয়েছে।

আরও পড়ুন: Ratna Ghoshal: “বর্তমান যুগে মহানায়ক তকমা পাওয়ার যোগ্যতা কারোর নেই” সাক্ষাৎকারে স্পষ্ট জানালেন বর্ষীয়ান অভিনেত্রী রত্না ঘোষাল

About Author
Ankana Chowdhury

নমস্কার আমার নাম অঙ্কনা চৌধুরী। আমি বিগত দু'বছর ধরে ডিজিটাল মিডিয়াতে কাজের সঙ্গে যুক্ত রয়েছি। এই দু বছরে আমি বিভিন্ন ধরনের বিষয়ের উপরে জেনারেল নিউজ লিখেছি। এবং বর্তমানে আমি অনেকটাই কাজ শিখে এই জেনারেল নিউজ লেখায় নিজেকে সাবলীল করে তুলেছি। এই কয়েক বছরে আমার অভিজ্ঞতা ভীষণই ভালো।