লেটেস্ট খবরবিনোদনভাইরাললাইফ স্টাইলরেসিপি

Today’s Gold Rate: সপ্তাহের শুরুতে নিম্নমুখী সোনা রুপার দাম? চলুন জেনে নেওয়া যাক

Published on:

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Today’s Gold Rate: যেভাবে প্রতিদিন নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বাড়ছে তাতে করে মধ্যবিত্ত পরিবারের জন্য চিন্তার বিষয় হয়ে দাঁড়াচ্ছে। দিনের পর দিন সবজি, চাল, ডাল এসবের দাম যেন বেড়েই চলেছে। পাশাপাশি সোনার দাম ও বাড়ছে মাঝেমধ্যে। আর সোনা হলো এমন একটি ধাতু যা আমাদের দেশে তো বটে অন্যান্য দেশেও ভীষণ গুরুত্বপূর্ণ। সারা বছরই সোনা কেনাবেচা হয়ে থাকে।

বিভিন্ন অনুষ্ঠানে সোনা দেওয়ার প্রচলন রয়েছে এই দেশে। তাই যদি এভাবেই সোনার দাম বাড়তে থাকে তাহলে আর কদিন পরে সোনা উপহার দেওয়ার আগে দুবার ভাবতে হবে। যদিও প্রতিদিন সোনার দাম এক থাকে না কখনো এক ধাক্কায় অনেকটা বেড়ে যায় আবার কখনো এক ধাক্কায় অনেকটা সোনার দাম কমেও যায়। চলুন তাহলে দেখে নেওয়া যাক সপ্তাহের শুরুর দিন সোনার দাম কেমন রয়েছেন বাজারে।

সোমবার সোনার মূল্য (Gold Rate):

শনিবার ২৪ ক্যারেট ১ গ্রাম সোনার দাম ছিল ৭,৩৯৭ টাকা। রবিবার দাম ছিল অপরিবর্তিত। কেজিতে দর ছিল ৭,৩৯,৭০০ টাকা। সোমবার ১ গ্রাম সোনার দাম রয়েছে ৭,৩৮৫ টাকা এবং কেজি প্রতি দাম রয়েছে ৭,৩৮,৫০০ টাকা। শনিবার ১ গ্রাম ২২ ক‍্যারাট সোনার দাম ছিল ৬,৭৮০ টাকা এবং কেজি প্রতি দাম ছিল ৬,৭৮,০০০ টাকা।

রবিবার দাম অপরিবর্তিত ছিল।সোমবার দাম রয়েছে ৬,৭৭০ টাকা এবং কেজি প্রতি দাম ৬,৭৭,০০০ টাকা। শনিবার ১ কেজি ১৮ ক্যারেট সোনার দাম ছিল ৫,৫৪,৮০০ টাকা। রবিবার দাম অপরিবর্তিত ছিল। সোমবার কেজি প্রতি দাম রয়েছে ৫,৫৩,৯০০ টাকা।

WhatsApp Group Join Now
সোমবার রূপোর দাম

শনিবার গ্রাম প্রতি রূপোর দাম ছিল ৯১.৫০ টাকা এবং কেজি প্রতি দাম ছিল ৯১,৫০০ টাকা। রবিবারে রূপোর দাম অপরিবর্তিত ছিল। সোমবারেও অপরিবর্তিত রয়েছে রূপোর দাম।

আরও পড়ুন: Sohini-Shovan Wedding: সারা শরীরে হলুদের আস্তরণ; লাজুক চোখে দুজনের দিকে তাকিয়ে সোহিনী-শোভন; দেখুন বিয়ের কিছু অদেখা ছবি

About Author
Ankana Chowdhury

নমস্কার আমার নাম অঙ্কনা চৌধুরী। আমি বিগত দু'বছর ধরে ডিজিটাল মিডিয়াতে কাজের সঙ্গে যুক্ত রয়েছি। এই দু বছরে আমি বিভিন্ন ধরনের বিষয়ের উপরে জেনারেল নিউজ লিখেছি। এবং বর্তমানে আমি অনেকটাই কাজ শিখে এই জেনারেল নিউজ লেখায় নিজেকে সাবলীল করে তুলেছি। এই কয়েক বছরে আমার অভিজ্ঞতা ভীষণই ভালো।