লেটেস্ট খবরবিনোদনভাইরাললাইফ স্টাইলরেসিপি

Gold Rate: মাসের শুরুতেই সোনার দামে বড়সড় পরিবর্তন! দেখুন আজকের বাজারমূল্য

Updated on:

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Today’s Gold Rate: খবরের কাগজে খবর দেখার পাশাপাশি অনেকেই প্রতিদিন সোনা রূপার দাম এর দিকে নজর দেন। কারণ এই দেশে সারাবছরই সোনা রূপা কেনা হয়ে থাকে। আর সকলেই অপেক্ষা করে থাকেন কবে সোনা রূপার দাম কমবে আর কবে কেনা হবে। সোনা কে আমাদের দেশে অত্যন্ত শুভ জিনিস বলে মনে করা হয়ে থাকে। তাই যেকোনো শুভ অনুষ্ঠানে সোনা দেওয়া হয়। দেশীয় টাকা ও ডলারের মূল্য, আন্তর্জাতিক বাজারে সোনার চাহিদা এবং দেশের অভ্যন্তরে থাকা বাজার দেখে ঠিক করা হয় সোনা ও রুপোর দাম। এছাড়া বিভিন্ন রাজ্যে ভিন্ন ভিন্ন করের হার থাকায় দামও ভিন্ন হয়ে থাকে। সোনার দামের উপর অনেককিছু নির্ভর করে থাকে।

Gold Rate On 1st June:

এই দুর্মূল্যের বাজারে কাল কলকাতার বাজারে সোনার দাম ছিল নিম্নমুখী। সপ্তাহের শেষ দিন অর্থাৎ শনিবার কলকাতার বাজারে ২৪ ক্যারেট ও ২২ ক্যারেট সোনার দাম কত হল চলুন দেখা নেওয়া যাক।

আজ শনিবার কলকাতায় সোনার দাম প্রতি ১০ গ্রাম ২৪ ক্যারাট সোনার দাম ৭২,৭৫০ টাকা। প্রতি ১০ গ্রাম ২২ ক্যারাট গহনা সোনার দাম ৬৬,৬৯০ টাকা।

গতকাল অর্থাৎ শুক্রবার কলকাতায় সোনার দাম ছিল প্রতি ১০ গ্রাম ২৪ ক্যারাট সোনার দাম ৭২,৭৬০ টাকা। প্রতি ১০ গ্রাম ২২ ক্যারাট গহনা সোনার দাম ৬৬,৭০০ টাকা। আজ শনিবার কলকাতায় রূপোর দাম ৯৫,৪০০ টাকা প্রতি কেজি। গতকাল কলকাতায় রূপোর দাম ছিল ৯৫,৫০০ টাকা প্রতি কেজি। শনিবার বিশ্ব বাজারে সামান্য নিম্নমুখী সোনার দাম। গতকাল যেখানে ১ ট্রয় আউন্স স্পট গোল্ডের দাম ছিল বাজারে ২৩৪১.৭০ মার্কিন ডলার, আজ তা সামান্য কমে হয়েছে ২৩২৬.৭০ মার্কিন ডলার।

WhatsApp Group Join Now

আরও পড়ুন: DA Hike: লোকসভা ভোটের মাঝেই দারুন সুখবর বাংলা সরকারি কর্মচারীদের জন্য

About Author
Ankana Chowdhury

নমস্কার আমার নাম অঙ্কনা চৌধুরী। আমি বিগত দু'বছর ধরে ডিজিটাল মিডিয়াতে কাজের সঙ্গে যুক্ত রয়েছি। এই দু বছরে আমি বিভিন্ন ধরনের বিষয়ের উপরে জেনারেল নিউজ লিখেছি। এবং বর্তমানে আমি অনেকটাই কাজ শিখে এই জেনারেল নিউজ লেখায় নিজেকে সাবলীল করে তুলেছি। এই কয়েক বছরে আমার অভিজ্ঞতা ভীষণই ভালো।