লেটেস্ট খবরবিনোদনভাইরাললাইফ স্টাইলরেসিপি

Today’s Gold Rate: সপ্তাহের শেষে আজ শনিবার বাজারে কেমন রয়েছে সোনা রুপোর মূল্য, চলুন জেনে নেওয়া যাক

Published on:

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Today’s Gold Rate: এই দেশের পাশাপাশি বিভিন্ন বাইরের দেশে সোনার অনেক মূল্য রয়েছে। কারণ সোনা হলো এমন একটি ধাতু যা শুধুমাত্র আমাদের দেশে শুভ মনে করা হয় না এছাড়া অন্যান্য দেশেও সোনাকে শুভ ধাতু বলে মনে করা হয়। তবে এই শুভ ধাতুই প্রতিদিন মধ্যবিত্তের হাতের নাগালে বেরিয়ে যাচ্ছে। প্রতিদিন যেভাবে সোনার দাম ঊর্ধ্বমুখী হচ্ছে তার কারণে মধ্যবিত্তের সাধ্যের বাইরে এই সোনা। যদিও প্রতিদিন এক থাকে না সোনার দাম।

কখনো হঠাৎ এক লাফে অনেকটা বেড়ে যায়, আবার কখনো এক ধাক্কায় অনেকটা কমে যায় সোনার দাম। শুধুমাত্র একটু লক্ষ্য রাখতে হবে কবে সোনার দাম কত রয়েছে। চলুন জেনে নেওয়া যাক আজ সোনার দাম কত রয়েছে বাজারে।

শনিবার সোনার মূল্য

বুধবার ১ গ্রাম ২৪ ক‍্যারাট সোনার দাম রয়েছে ৭,১৫,১ টাকা। ১ কেজি সোনার দাম এদিন রয়েছে ৭,১৫,১০০ টাকা। বৃহস্পতিবার ও শুক্রবার দাম অপরিবর্তিত ছিল। আজ শনিবার ১ গ্রাম ২৪ ক‍্যারাট সোনার দাম রয়েছে ৭,১৬৩ টাকা। আর প্রতি কেজি সোনার দাম রয়েছে ৭১,৬৩০ টাকা। বুধবার গ্রাম প্রতি ২২ ক‍্যারাট সোনার দাম ছিল ৬,৫৫৫ টাকা‌। কেজি প্রতি সোনার দাম ছিল ৬,৫৫,৫০০ টাকা।

বৃহস্পতি ও শুক্রবার ২২ ক‍্যারাট সোনার দামও অপরিবর্তিত ছিল। আজ শনিবার ১ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম রয়েছে ৬,৫৬৬ টাকা। আর কেজি প্রতি সোনার দাম রয়েছে ৬,৫৬,৬০০ টাকা। বুধবার ১ কেজি ১৮ ক‍্যারাট সোনার দাম ছিল ৫,৩৬,৩০০ টাকা। বৃহস্পতিবার ও শুক্রবার ১৮ গ্রাম সোনার দাম ছিল অপরিবর্তিত। আজ শনিবার ১৮ ক্যারেট সোনার দাম রয়েছে ৫,৩৭৩। কেজি প্রতি সোনার দাম রয়েছে ৫,৩৭,৩০০ টাকা।

WhatsApp Group Join Now
শনিবার রুপোর মূল্য

আজ কলকাতায় প্রতি কেজি রুপোর বাটের দাম ৮১৩০০ টাকা, যা গত দিনের থেকে ০.০০ শতাংশ পরিবর্তিত হয়েছে। অন্য দিকে খুচরো রুপোর প্রতি কেজিের দাম ৮১৪০০ টাকা রয়েছে।

আরও পড়ুন: West Bengal: সিলেবাসে যুক্ত হলো নেতাজি ও স্বামীজির নতুন দুই বই! কাদের পড়ানো হবে? দেখে নিন শিক্ষা দপ্তরের নোটিশ

About Author
Ankana Chowdhury

নমস্কার আমার নাম অঙ্কনা চৌধুরী। আমি বিগত দু'বছর ধরে ডিজিটাল মিডিয়াতে কাজের সঙ্গে যুক্ত রয়েছি। এই দু বছরে আমি বিভিন্ন ধরনের বিষয়ের উপরে জেনারেল নিউজ লিখেছি। এবং বর্তমানে আমি অনেকটাই কাজ শিখে এই জেনারেল নিউজ লেখায় নিজেকে সাবলীল করে তুলেছি। এই কয়েক বছরে আমার অভিজ্ঞতা ভীষণই ভালো।