লেটেস্ট খবরবিনোদনভাইরাললাইফ স্টাইলরেসিপি

Today’s Gold Rate: ফের চড়াও সোনার মূল্য, মঙ্গলবার কেমন দাম সোনার? জেনে নিন

Published on:

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Today’s Gold Rate: ভারতে সোনা রুপার মূল্য প্রতিটি মানুষের কাছে বেশ গুরুত্বপূর্ণ। আমাদের দেশে যে কোন শুভ অনুষ্ঠানে সোনা রুপা দেওয়া অত্যন্ত শুভ লক্ষণ বলে মনে করা হয়। তাই তো সারা বছর ধরেই এই দেশে সোনা রুপাকে কেনা হয়ে থাকে। কিন্তু সোনা রুপার মূল্য দেশে অনেক কিছুর উপর নির্ভরশীল।

আর সারা বছরই এই দেশে সোনা রুপা বিক্রি হয়ে থাকে। কখনো সোনার দাম হাতের নাগালে বেরিয়ে যায়। আবার কখনো এক ধাক্কায় অনেকটাই কমে যায় সোনার দাম। সবকিছুই নির্ভর করে পরিস্থিতির উপরে চলুন তাহলে জেনে নেওয়া যাক আজ সপ্তাহে শেষ শনিবারে বাজারে সোনা রুপোর কি মূল্য রয়েছে।

মঙ্গলবার সোনার মূল্য(Today’s Gold Rate):

বিগত কয়েকদিন ধরে সোনার দাম কখনো অনেকটা বেড়েছে, কখনো আবার এক ধাক্কায় কমে গিয়েছে। সপ্তাহের শুরুতে সোমবার দাম কমেছে সোনার। আজ মঙ্গলবার ২৪ ক্যারেট ১ গ্রাম সোনার দাম রয়েছে ৭, ৪০২ টাকা। ১০ গ্রাম সোনার দাম রয়েছে ৭৪,০২০ টাকা।

গতকাল ২৪ ক্যারেট ১০ গ্রাম সোনার দাম ছিল ৭৩,৬৪০ টাকা। সুতরাং দাম বেড়েছে ৩৮০ টাকা। অন্যদিকে গতকাল ২২ ক্যারেট গহনা সোনার দাম ছিল ৬৭,৫০০ টাকা। আজ ১০ গ্রাম গহনা সোনার দাম রয়েছে ৬৭,৮৫০ টাকা। সুতরাং দাম বেড়েছে ৩৫০ টাকা। আর আজ ১৮ ক্যারেট সোনার দাম রয়েছে ৫৫,৫২০ টাকা।

WhatsApp Group Join Now
মঙ্গলবার রূপোর দাম

১৬ জুলাই, ২০২৪ কলকাতায় প্রতি কেজি রুপোর বাটের দাম ৯২০০০ টাকা। অন্য দিকে খুচরো রুপোর প্রতি কেজিের দাম ৯২১০০ টাকা।

আরও পড়ুন: Weather Forecast: নিম্নচাপের সৃষ্টি বঙ্গোপসাগরে, দক্ষিণবঙ্গে আগামী কয়েক দিন বৃষ্টির পূর্বাভাস

About Author
Ankana Chowdhury

নমস্কার আমার নাম অঙ্কনা চৌধুরী। আমি বিগত দু'বছর ধরে ডিজিটাল মিডিয়াতে কাজের সঙ্গে যুক্ত রয়েছি। এই দু বছরে আমি বিভিন্ন ধরনের বিষয়ের উপরে জেনারেল নিউজ লিখেছি। এবং বর্তমানে আমি অনেকটাই কাজ শিখে এই জেনারেল নিউজ লেখায় নিজেকে সাবলীল করে তুলেছি। এই কয়েক বছরে আমার অভিজ্ঞতা ভীষণই ভালো।