লেটেস্ট খবরবিনোদনভাইরাললাইফ স্টাইলরেসিপি

Today’s Gold Rate: জামাইষষ্ঠীতে এক ধাক্কায় অনেকটাই কমে গেলো সোনা রুপোর দাম, এই সুযোগ একদম হাতছাড়া করবেন না

Published on:

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Today’s Gold Rate: সোনার প্রতি আকর্ষণ কমবেশি সকল মানুষেরই রয়েছে। বিশেষ করে মহিলাদের তো সোনার গহনার প্রতি আলাদাই ভালোবাসা। তাই আমাদের দেশের পাশাপাশি অন্যান্য দেশেও সোনার ব্যাপক চাহিদা রয়েছে। আর চাহিদের মতোই সোনার দাম ও বাড়ছে দিন দিন। তবে সোনার দাম প্রতিদিন সমান হয় না, কোনদিন কমে যায়, আবার কোনদিন হঠাৎ এক ধাক্কায় অনেকটা বেড়ে যায়।

এটা পুরোটাই মার্কেটে উপরে নির্ভর করে। সোনার পাশাপাশি রুপোর জিনিস কেনারও বেশ চল রয়েছে এই দেশে। অনেকেই রুপোর গহনা পড়তে ভালোবাসেন। তবে গত সপ্তাহের শেষ দিক থেকেই সোনার এবং রুপোর দামের বেশ অনেকেই হেরফের হয়েছে। চলুন তাহলে জেনে নেওয়া যাক আজ মঙ্গলবার সোনার কেমন মূল্য রয়েছে বাজারে।

মঙ্গলবার সোনার দাম(Gold Rate):

গত সপ্তাহে শনিবার দিন সোনার দাম অনেক কমেছিল। তারপর রবিবার ও সোমবার সোনার দামের কোনো হেরফের হয়নি। সোমবার কলকাতায় প্রতি গ্রাম ২৪ ক্যারাট সোনার দাম ছিল ৭,১৬৭ টাকা, অর্থাৎ সোমবার ১০ গ্রাম ২৪ ক্যারাট সোনার দাম পড়ছিল ৭১,৬৭০ টাকা। সেখানে মঙ্গলবার গ্রাম প্রতি ২৪ ক্যারাট সোনার দাম রয়েছে ৭,১৬৬ টাকা। অর্থাৎ আজ মঙ্গলবার দাম কমেছে ১০০ টাকা।

আরও পড়ুন: Jamaisashthi Rituals 2024: জামাইষষ্ঠীতে মেয়ে-জামাইয়ের মঙ্গলকামনায় পুজোর ডালায় রাখুন এই ফলের ছড়া! জানুন নিয়ম

অন্যদিকে সোমবার ২২ ক্যারাট সোনার দাম কলকাতায় ছিল প্রতি গ্রাম ৬,৫৭০ টাকা অর্থাৎ ১০ গ্রাম ২২ ক্যারাট সোনার দাম ছিল ৬৫,৭০০ টাকা। আজ মঙ্গলবার প্রতি গ্রাম ২২ ক্যারেট সোনার মূল্য ৬,৫১৯ টাকা আর প্রতি ১০ গ্রাম ২২ ক্যারেট সোনার মূল্য ৬৫,১৯৭ টাকা। সোমবার কলকাতায় ১৮ ক্যারাট সোনার দাম ছিল গ্রাম প্রতি ৫,৩৭৬ টাকা যা মঙ্গলবার কমে দাঁড়িয়েছে গ্রাম প্রতি ৫,৩৭৫ টাকা।

WhatsApp Group Join Now
মঙ্গলবার রূপোর দাম

সোমবার কলকাতায় প্রতি গ্রাম রূপোর দাম ছিল ৯১.৭০ টাকা। আর প্রতি কেজি রুপোর দাম ছিল ৯১,৭০০ টাকা। মঙ্গলবার রূপোর দাম ফের এক ধাক্কায় কমল ১২০০ টাকা। মঙ্গলবার রূপোর দাম আরো ১২০০ টাকা কমেছে সোমবারের তুলনায়।

আরও পড়ুন: Money Withdraw: টাকা তোলার জন্য ব্যাঙ্কে বা এটিএম- এ দাঁড়ানোর দিন শেষ! এসে গেছে নতুন ব্যবস্থা; এইবার ঘরে বসেই টাকা পাবেন হাতে! জানুন কীভাবে!

About Author
Ankana Chowdhury

নমস্কার আমার নাম অঙ্কনা চৌধুরী। আমি বিগত দু'বছর ধরে ডিজিটাল মিডিয়াতে কাজের সঙ্গে যুক্ত রয়েছি। এই দু বছরে আমি বিভিন্ন ধরনের বিষয়ের উপরে জেনারেল নিউজ লিখেছি। এবং বর্তমানে আমি অনেকটাই কাজ শিখে এই জেনারেল নিউজ লেখায় নিজেকে সাবলীল করে তুলেছি। এই কয়েক বছরে আমার অভিজ্ঞতা ভীষণই ভালো।