Ekchokho.com 🇮🇳

ছুটির দিনে আবারও কালবৈশাখীর হানা? মেঘে ঢাকা আকাশে দমকা হাওয়া-বৃষ্টির সতর্কতা! 

জুই নাগ, কলকাতা : ছুটির দিন মানেই একটু স্বস্তি, একটু পরিবার-বন্ধুবান্ধবের সঙ্গে সময় কাটানো, হয়তোবা পছন্দের রেস্টুরেন্টে গিয়ে খাওয়া-দাওয়া কিংবা শহরের বাইরে ঘুরতে যাওয়ার পরিকল্পনা। কিন্তু এপ্রিলে সেই প্ল্যানের পথে বারবার বাধা হয়ে দাঁড়াচ্ছে আবহাওয়া (Thunderstorm Alert in Bengal)। মাঝেমধ্যেই বিকেলের দিকে আকাশ কালো করে আসছে, হঠাৎ করেই বৃষ্টিতে ভিজে ...

Published on:

Thunderstorm Alert in Bengal

জুই নাগ, কলকাতা : ছুটির দিন মানেই একটু স্বস্তি, একটু পরিবার-বন্ধুবান্ধবের সঙ্গে সময় কাটানো, হয়তোবা পছন্দের রেস্টুরেন্টে গিয়ে খাওয়া-দাওয়া কিংবা শহরের বাইরে ঘুরতে যাওয়ার পরিকল্পনা। কিন্তু এপ্রিলে সেই প্ল্যানের পথে বারবার বাধা হয়ে দাঁড়াচ্ছে আবহাওয়া (Thunderstorm Alert in Bengal)। মাঝেমধ্যেই বিকেলের দিকে আকাশ কালো করে আসছে, হঠাৎ করেই বৃষ্টিতে ভিজে যাচ্ছে অফিস ফেরত মানুষ বা বাজারে বেরনো গৃহবধূ। এমন সময়ে প্রশ্ন উঠে যায়—আজও কি একই ছবি দেখা যাবে?

শরীরে ঘাম আর আর্দ্রতার জেরে এমনিতেই জীবন দুর্বিষহ হয়ে উঠেছে। তার উপর যদি সন্ধ্যায় হঠাৎ বৃষ্টি নামে, তাহলে যানজট বা রাস্তায় জল জমে ফের ভোগান্তি হতে বাধ্য। এমন অবস্থায় রবিবার সকালে মেঘলা আকাশ দেখে অনেকেই চিন্তায় পড়েছেন—সত্যিই কি আজ বিকেলে আবার বৃষ্টি নামবে?

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

বজ্রবিদ্যুৎ সহ ঝোড়ো হাওয়ার ইঙ্গিত (Thunderstorm Alert in Bengal Kalbaisakhi & Rain Forecast)

আবহাওয়া দফতর জানিয়েছে, দক্ষিণবঙ্গের একাধিক জেলায় আজ রবিবার বজ্রবিদ্যুৎ (Thunderstorm) সহ ঝোড়ো হাওয়া (Strong Wind) এবং বৃষ্টির (Rain) সম্ভাবনা রয়েছে। মূলত পশ্চিম বর্ধমান, হাওড়া, হুগলি, কলকাতা, পূর্ব মেদিনীপুর, বাঁকুড়া, বীরভূম, পুরুলিয়া—এই জেলাগুলিতে পরিস্থিতি তুলনামূলক বেশি উদ্বেগজনক। তবে এখনও পর্যন্ত সব কিছু নির্ভর করছে দুপুর ও বিকেলের দিকে আকাশের গতিবিধির উপর।

দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরে বৃষ্টি সম্ভাবনা (Rain Likely in North Bengal Too- Weather Update: North Bengal)

শুধু দক্ষিণবঙ্গেই নয়, উত্তরবঙ্গের জেলাগুলিতেও (North Bengal Districts) আজ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর (IMD)। সেখানে আজকের সন্ধ্যার দিকে বৃষ্টির সম্ভাবনা প্রবল। তবে এখনও পর্যন্ত বাতাসের গতিপ্রকৃতি পর্যবেক্ষণ করে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো যাবে।

আগামীকালও অব্যাহত থাকতে পারে আবহাওয়ার খামখেয়ালিপনা (Unstable Weather May Continue- Tomorrow Weather Forecast in Bengal)

আজকের পর আগামীকাল সোমবারও দক্ষিণবঙ্গের একাংশে আবহাওয়ার (Weather Condition) খামখেয়ালিপনা অব্যাহত থাকবে বলে ইঙ্গিত দিয়েছে হাওয়া অফিস। বজ্রবিদ্যুৎ সহ ঝোড়ো হাওয়া এবং বিচ্ছিন্ন বৃষ্টির সম্ভাবনা থাকছে আগামীকালও। বিশেষ করে উত্তর ২৪ পরগণা, নদিয়া, মুর্শিদাবাদ এবং বীরভূম জেলাগুলিতে বিকেলের দিকে আবহাওয়া আচমকা বদলে যেতে পারে।

আবহাওয়া দফতরের সতর্কতা এবং করণীয় (IMD Warning & Public Safety Advice- Safety Alert for Citizens)

আজ ও আগামীকাল যেকোনও সময়ে বৃষ্টির সাথে বজ্রপাত (Lightning) ও দমকা হাওয়া (Gusty Wind) শুরু হতে পারে। তাই আবহাওয়া দফতর সাধারণ মানুষকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে। খোলা জায়গায় না দাঁড়ানো, বজ্রপাতের সময় মোবাইল বা বৈদ্যুতিক যন্ত্রপাতি ব্যবহার না করা, গাছের নিচে আশ্রয় না নেওয়া প্রভৃতি সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে। সবশেষে জানা গিয়েছে, আজ বিকেল থেকে রাতের মধ্যে একাধিক জেলায় কালবৈশাখীর প্রকোপ দেখা দিতে পারে। সুতরাং বাইরে বেরোনোর আগে অবশ্যই একবার দেখে নিন আবহাওয়ার সর্বশেষ আপডেট (Thunderstorm Alert in Bengal)।

অবশ্যই দেখবেন: Bangla Weather Update : ভ্যাপসা গরমে স্বস্তির বার্তা, রাজ্যজুড়ে ঝড়বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের!