লেটেস্ট খবরবিনোদনভাইরাললাইফ স্টাইলরেসিপি

চীনের মাথায় হাত! এইবার Vivo-এর ৫১ শতাংশ শেয়ার কিনে নেবে টাটা গ্রুপ!

Published on:

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

বরাবর মধ্যবিত্তদের জন্য কম পয়সায় মোবাইল গাড়ি ইলেকট্রনিক গেজেট এনে বিপ্লব ঘটিয়েছে টাটা। এবার চীনের ভাত মারতে চলেছে টাটা। ভারতীয় এই কোম্পানি Vivo-র ৫১ শতাংশ শেয়ার কিনে নিতে চলেছে। অন্যতম বৃহৎ মোবাইল প্রস্তুতকারী সংস্থা ভিভোর সঙ্গে ইতিমধ্যেই নাকি তাদের আলোচনা সম্পন্ন হয়েছে। সেক্ষেত্রে ভিভোকে নিজের বসে নিয়ে আসবে টাটা। এতে কপাল পুড়বে, লাল সেনাদের। জানা গিয়েছে ভিভো এবং টাটা গ্রুপের মধ্যে ইতিমধ্যেই আলোচনা সম্পন্ন হয়েছে। চুক্তির বিষয়ে তারা কথাবার্তা বলছে। সবকিছু ঠিকঠাক থাকলে খুব তাড়াতাড়ি এই চুক্তি হস্তান্তর করা হবে।

কত টাকায় হচ্ছে চুক্তি:

তবে টানাপোড়েন পড়ছে টাকা নিয়ে। টাটা গ্রুপ যে পরিমাণ টাকা দেবে তার থেকে বেশি চাইছে ভিভো। মূল্য নিয়ে চলছে দর হাঁকাহাঁকি। তবে টাটা এই মূল্য দিতে রাজি হয়ে গিয়েছে। সিদ্ধান্তের কথা এখনো না জানালেও চিনা স্মার্টফোন নির্মাতা সংস্থার সঙ্গে শেষ বৈঠকে বসতে চলেছে তারা। প্রসঙ্গত ভারতে ব্যবসা করে দীর্ঘদিন পর ফাঁকি দেওয়ার মতন অভিযোগ উঠেছিল এই ভিভোর বিরুদ্ধে। আর্থিক কেলেঙ্কারির সঙ্গে নাম জড়িয়ে যায় চীনা এই মোবাইল সংস্থার।ইডি তাদের বিরুদ্ধে গুরুতর অভিযোগ এনেছিল। এমনকি ভারত থেকে অর্থ নিয়ে কালোবাজারি করার অভিযোগ উঠেছিল ভিভোর বিরুদ্ধে।

সরকারের রায়:

WhatsApp Group Join Now

এরপরেই Vivo এবং ওপোকে ভারতের যেকোনো সংস্থার সঙ্গে চুক্তিবদ্ধ হওয়ার নির্দেশ দেয় সরকার। ভারতীয় সংস্থার হাতে থাকবে ৫১ শতাংশ অর্থাৎ প্রায় অর্ধেক শেয়ার এবং বাকি অংশ থাকবে তাদের হাতে। অর্থাৎ যৌথ উদ্যোগে ভারতের করে খেতে পারবে চীনা কোম্পানিগুলি। টাটা গ্রুপ বর্তমানে তাদের মোবাইল এবং পার্টস ম্যানুফ্যাকচারিং করবার দায়িত্ব নিয়েছে। দেশের মধ্যে প্রথম সবচেয়ে কম দামে iphone তৈরি করবার উদ্যোগ নিয়েছে তারা। এর আগে তারা তাইওয়ানের উইস্ট্রন কোম্পানিকে কিনে নিয়েছে। এবার ভিভোর সত্তা যেতে চলেছে তাদের হাতে।

আরও পড়ুন: Weather Update: বঙ্গে প্রবেশ করছে বর্ষা, অবশেষে স্বস্তির নিঃশ্বাস দক্ষিণবঙ্গের বাসিন্দাদের

About Author
Adhrit Roy

বিগত প্রায় চার বছর ধরে ডিজিটাল মিডিয়ায় কাজের সঙ্গে যুক্ত। যেকোনো ধরণের জেনারেল নিউজ লেখায় পারদর্শী।