লেটেস্ট খবরবিনোদনভাইরাললাইফ স্টাইলরেসিপি

TATA and BSNL: এবারে পরিষেবা উন্নত করতে টাটা কোম্পানির সাথে হাত মেলাতে চলেছে BSNL, এবার কি সস্তায় মিলবে হাইস্পিড ইন্টারনেট?

Published on:

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

TATA and BSNL: আমাদের দেশে যে সমস্ত টেলিকম কোম্পানি সংস্থা রয়েছে তার মধ্যে অন্যতম হলো BSNL। BSNL এর বিশেষ বৈশিষ্ট্য হলো এটি অন্যান্য টেলিকম কোম্পানিগুলি তুলনায় অনেকটাই কম দামে গ্রাহকদের পরিষেবা দিয়ে থাকে। যেখানে জিও, এয়ারটেল, ভোডাফোনের মত টেলিকম কোম্পানিগুলি প্রতি বছরই তাদের রিচার্জ প্ল্যানের মূল্য বাড়িয়ে চলেছে সেখানে BSNL খুবই সামান্য পরিমাণ অর্থের বিনিময়ে গ্রাহকদের পরিষেবা দিয়ে আসছে বছরের পর বছর ধরে।

তবে BSNL এর ইন্টারনেট পরিষেবা ও কল ড্রপ নিয়ে অনেক অভিযোগ রয়েছে সাধারণ মানুষের। তবে এবারে নাকি এই সমস্যার সমাধান হতে চলেছে। সূত্রের খবর অনুযায়ী, টাটা কনসালটেন্সের সার্ভিস তথা টিসিএস এর সঙ্গে নাকি ১৫,০০০ কোটি টাকার চুক্তি করেছে BSNL।

বর্তমানে জিও, এবং এয়ারটেল খুব ভালো পরিষেবা দেয় গোটা দেশে। তবে যদি BSNL নিজেদের পরিষেবা আরও ভালো করে তোলে তবে সমস্যার মুখে পড়বে জিও, এয়ারটেল। টাটা দেশের চারটি অঞ্চলে যেটা সেন্টার তৈরি করে ফেলেছে, ইতিমধ্যেই ভারতে 4G পরিকাঠামোকে আরো বেশি করে শক্তিশালী করতে সাহায্য করবে।

তাছাড়াও জানানো হচ্ছে, গোটা দেশের প্রায় 4G নেটওয়ার্ক ইন্সটল করা হবে ৯০০০ এরও বেশি। বর্তমানে BSNL অনেক জায়গাতেই 4g পরিষেবা চালু করেছে। কিন্তু জিও, এয়ারটেল সমস্ত প্ল্যান এর দাম বাড়িয়ে দিলেও BSNL এখনো পর্যন্ত দাম বাড়ায়নি। তাইতো সাধারণ মানুষের BSNL নেওয়ার প্রতি ঝুঁকি ক্রমশই বেড়ে যাচ্ছে। এই পরিস্থিতিতে টাটাদের সঙ্গে BSNL হাত মেলালে আরও উন্নত হবে পরিষেবা।

WhatsApp Group Join Now

BSNL এর একাধিক সস্তা প্ল্যান রয়েছে। সেইসব প্ল্যানের মধ্যে যারা নতুন ব্যবহারকারী রয়েছেন তাদের জন্য BSNL একটি ‘ফার্স্ট রিচার্জ কুপন’ রয়েছে ১০৮ টাকার। ২৮ দিনের এই প্ল্যানে আনলিমিটেড কলের সুবিধা আছে, তেমনই রয়েছে দৈনিক ১ জিবি ৪জি ডেটা।

আরও পড়ুন: Puri Temple: দীর্ঘ ৪৬ বছর পর খোলা হল পুরীর রত্ন ভান্ডারের দরজা, বেরিয়ে এলো এক আশ্চর্য জিনিস

এমনকি ৩৬৫ দিনের সারা বছরের রিচার্জ করতে খরচ পড়বে ২০০০ টাকা। এক বছরের ভ্যালিডিটির এই প্ল্যানে মিলবে ৬০০GB ৪G ডেটা, আর পাবেন আনলিমিটেড ডেটা। এছাড়াও একাধিক থার্ড পার্টি সার্ভিসের সাবস্ক্রিপশনের সুযোগও করে দিচ্ছে এই প্ল্যান। এই প্ল্যানগুলি ছাড়াও আরও অনেক কমদামী প্ল্যান রয়েছে।

About Author
Ankana Chowdhury

নমস্কার আমার নাম অঙ্কনা চৌধুরী। আমি বিগত দু'বছর ধরে ডিজিটাল মিডিয়াতে কাজের সঙ্গে যুক্ত রয়েছি। এই দু বছরে আমি বিভিন্ন ধরনের বিষয়ের উপরে জেনারেল নিউজ লিখেছি। এবং বর্তমানে আমি অনেকটাই কাজ শিখে এই জেনারেল নিউজ লেখায় নিজেকে সাবলীল করে তুলেছি। এই কয়েক বছরে আমার অভিজ্ঞতা ভীষণই ভালো।