Ekchokho.com 🇮🇳

Taslima Nasrin: ‘ইসলাম আমার ধর্ম নয়..’,’ আমাকে ইদ মুবারক জানাবেন না’, সাফ বার্তা তসলিমা নাসরিনের

Published On:
WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Taslima Nasrin: বিশ্বজুড়ে ঈদের আনন্দের মাঝেও বিতর্কের জন্ম দিলেন লেখিকা তসলিমা নাসরিন (Taslima Nasrin)। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, ঈদ উপলক্ষে তাঁকে যেন কেউ শুভেচ্ছা না জানান। কারণ কী? সামাজিক মাধ্যমে প্রকাশিত তাঁর পোস্টের মাধ্যমে স্পষ্ট হলো, তিনি নিজেকে ধর্মমুক্ত মানুষ হিসেবে দাবি করেন।

তসলিমা নাসরিন লিখেছেন, ‘আমার হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ ধর্মাবলম্বী পরিচিত-অপরিচিত বন্ধু-বান্ধবীদের অনুরোধ করছি, আমাকে ঈদ মোবারক মেসেজ পাঠাবেন না। আপনারা যারা আমাকে মুসলমান ভাবেন, আমি অত্যন্ত বিনয়ের সঙ্গে জানাচ্ছি, আমি শৈশব থেকেই ধর্মমুক্ত মানুষ। ইসলাম আমার ধর্ম নয়। আমি মুসলমান নই। আমি বিশ্বাস করি মানবতন্ত্রে, অর্থাৎ হিউম্যানিজমে, আমি বিশ্বাস করি মানবতায়।’

তসলিমার (Taslima Nasrin) বক্তব্য

তাঁর এই বক্তব্য ঘিরে সামাজিক মাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দিয়েছে। কেউ সমর্থন করেছেন, কেউ বিরোধিতা করেছেন।

কে কী বলছেন?

একজন মন্তব্য করেছেন, ‘ধর্ম কিন্তু সংস্কৃতির অংশ। আপনি যদি সত্যিই মানবতার মানুষ হন, তাহলে ধর্মীয় উৎসবগুলোকেও সংস্কৃতির অংশ হিসেবে গ্রহণ করতে পারেন।’

আরেকজন লিখেছেন, ‘আমি নিজেও ধর্ম মানি না, তবে সব উৎসবেই শুভেচ্ছা জানাই। ধর্মে নেই, উৎসবে আছি।’

তৃতীয় ব্যক্তি লিখেছেন, ‘মানবতার চেয়ে বড় কোনো ধর্ম নেই।’

একজন লিখেছেন, ‘আপনি ঈদে কিছু না লিখলেও, অন্য ধর্মের উৎসবে অংশ নেন। তাহলে বিশেষ একটি ধর্মের প্রতি বিদ্বেষ কেন?’

মরণোত্তর দেহদান নিয়ে তসলিমার বক্তব্য

সম্প্রতি তিনি আরও একটি পোস্টে মরণোত্তর দেহদানের প্রসঙ্গ উত্থাপন করেছেন। তিনি লেখেন, ‘ঢাকায় সনজিদা খাতুনের বিদায় দৃশ্য বড় সুন্দর ছিল। গান গেয়ে তাঁকে বিদায় জানানো হয়েছে। আমি বহু বছর আগেই মরণোত্তর দেহদান করেছি। ল্যাংগন আর এইমস হাসপাতালের বডি ডোনেশন কার্ড বহন করি। যদি মৃত্যুর পর কেউ না জানে আমাকে কোথায় পাঠাতে হবে, তাহলে কী হবে জানি না। তবে আশা করি, আমার দেহ মেডিক্যাল রিসার্চের কাজে লাগবে।’

তাঁর এই বক্তব্য সমাজের বিভিন্ন মহলে আলোচনার জন্ম দিয়েছে। কেউ মনে করছেন, ধর্ম থেকে নিজেকে দূরে রাখার সিদ্ধান্ত তাঁর ব্যক্তিগত বিষয়, আবার কেউ মনে করছেন, তাঁর এমন অবস্থান ধর্মীয় অনুভূতিতে আঘাত হানতে পারে।

তসলিমা নাসরিন সবসময়ই ধর্মীয় ও সামাজিক বিষয়ে স্পষ্ট বক্তব্য রাখেন। তাঁর মতে, মানবতা হলো সর্বোচ্চ আদর্শ, এবং ধর্মীয় বিশ্বাসের চেয়ে মানুষকে এগিয়ে রাখতে হবে। তবে তাঁর এই মতামত সমাজের বিভিন্ন স্তরে বিতর্ক সৃষ্টি করেছে। ঈদ উদযাপন নিয়ে তাঁর এমন মন্তব্য এবং মরণোত্তর দেহদান প্রসঙ্গে তাঁর বক্তব্য ভবিষ্যতে কী প্রতিক্রিয়া সৃষ্টি করবে, তা দেখার বিষয়।

আরও পড়ুন: Sikandar: মুক্তির আগেই বড় ধাক্কা! অনলাইনে ফাঁস সলমনের ‘সিকন্দর’, ২০০ কোটির স্বপ্ন কি ভেস্তে যাবে?

About Author