লেটেস্ট খবরবিনোদনভাইরাললাইফ স্টাইলরেসিপি

Swikriti Majumder: “অভিনয়ে নয়, ছিল অন্য পেশার স্বপ্ন! অভিনয়ে আসার গল্প শোনালেন জনপ্রিয় অভিনেত্রী স্বীকৃতি মজুমদার”

Updated on:

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Swikriti Majumder: টেলিভিশন জগতে অভিনেত্রীদের মধ্যে জনপ্রিয়তা পেয়েছেন অভিনেত্রী স্বীকৃতি মজুমদার (Swikriti Majumder)। স্টার জলসার ‘খেলাঘর’ ধারাবাহিকের হাত ধরে তার জনপ্রিয়তা শুরু। এরপর স্টার জলসার ধারাবাহিক ‘মেয়েবেলা’ তে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছেন স্বীকৃতি। তাকে শেষবার দেখা গিয়েছিল জি বাংলার:আলোর কোলে’ ধারাবাহিকে। কিছুদিন আগেই দিদি নাম্বার ওয়ান এর মঞ্চে হাজির হয়েছিলেন সেলিব্রিটি দিদিরা, তার মধ্যে উপস্থিত ছিলেন স্বীকৃতিও।

দিদি নাম্বার ওয়ান এর মঞ্চে রচনা স্বীকৃতি কে জিগ্যেস করেন অভিনয় দুনিয়ায় কতদিন হল স্বীকৃতি? উত্তরে অভিনেত্রী জানান, ‘প্রায় ৩ বছর। ইঞ্জিনিয়ারিং করছিলাম, সেখান থেকে প্লেসমেন্টে চাকরি পেয়ে বোম্বে চলে যাই। তারই মাঝে মা জোর করে পাঠিয়েছিলেন একটা বিউটি কনটেস্টে, সেখানে সেকেন্ড হই। তারপরই চ্যানেল থেকে ফোন করে অডিশনে ডাকে, সিলেক্টও হয়ে যাই।’ এরমাঝে রচনা বলেন, ইঞ্জিনিয়ারিং থেকে অভিনয়ে!

Swikriti Majumder
Swikriti Majumder

তার উত্তরে স্বীকৃতি বলেন, আমার বাবা-মা একটু অন্যরকম মানসিকতার। তারা প্রথম থেকেই বলতেন, তুই নাচ করতে ভালবাসিস, অভিনয়টাও পারবি। ইঞ্জিনিয়ারিংয়ে যাবি কেন, জয়েন্টই বা কেন দিবি। তবে অভিনেত্রীর কথায় নিজের ইচ্ছাতেই ইঞ্জিনিয়ারিং পড়েছিলেন তিনি।

খানিকটা অবাক হয়েই রচনা বলেন, ভাবাই যায় না, এত ফ্রেন্ডলি বাবা-মা খুব কমই আছেন। এখানেই শেষ নয়, স্বীকৃতির সিক্রেট ফাঁস করতে দিদির প্রশ্ন, ছুটি পেলে কী করেন স্বীকৃতি? অভিনেত্রীর স্পষ্ট জবাব, ‘প্রচন্ড ল্যাদখোর একটা মানুষ আমি। সময় পেলেই ঘুমোতে খুব ভালোবাসি, আর টিভি দেখতে ভালোবাসি।’

WhatsApp Group Join Now

আরও পড়ুন: Kanchan-Sreemoyee: বন্ধুত্বের ১২ বছর পার! কাঞ্চনের সঙ্গে বন্ধুত্ব নিয়ে আর কী বললেন শ্রীময়ী!

About Author
Ankana Chowdhury

নমস্কার আমার নাম অঙ্কনা চৌধুরী। আমি বিগত দু'বছর ধরে ডিজিটাল মিডিয়াতে কাজের সঙ্গে যুক্ত রয়েছি। এই দু বছরে আমি বিভিন্ন ধরনের বিষয়ের উপরে জেনারেল নিউজ লিখেছি। এবং বর্তমানে আমি অনেকটাই কাজ শিখে এই জেনারেল নিউজ লেখায় নিজেকে সাবলীল করে তুলেছি। এই কয়েক বছরে আমার অভিজ্ঞতা ভীষণই ভালো।